শুক্রবার | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৬
Logo
এই মুহূর্তে ::
শান্তিনিকেতনের দিনগুলি (সপ্তদশ পর্ব) : সন্‌জীদা খাতুন আশাপূর্ণা দেবীর ট্রিলজি : সমাজ বিবর্তনের দলিল (প্রথম পর্ব) : মোজাম্মেল হক নিয়োগী নজরুল ও মধুপুর (প্রথম পর্ব) : জমিল সৈয়দ শান্তিনিকেতনের দিনগুলি (ষোড়শ পর্ব) : সন্‌জীদা খাতুন আলাউদ্দিন অল আজাদ-এর ছোটগল্প ‘আমাকে একটি ফুল দাও’ ধর্ম আর সাম্প্রদায়িকতাকে বিজেপি বড্ড বেশি জরুরি করে ফেলেছে : তপন মল্লিক চৌধুরী বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগীতি ঘাটু গান আজ অবলুপ্তির পথে : মনোজিৎকুমার দাস শান্তিনিকেতনের দিনগুলি (পঞ্চদশ পর্ব) : সন্‌জীদা খাতুন হাসান আজিজুল হক-এর ছোটগল্প ‘স্বপ্নেরা দারুণ হিংস্র’ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বেদেদের বৈচিত্র্যময় জীবনযাপনের কথা : মনোজিৎকুমার দাস শান্তিনিকেতনের দিনগুলি (চতুর্দশ পর্ব) : সন্‌জীদা খাতুন নাইন্টিন সেভেন্টিন ওয়ান : শৌনক দত্ত বিশ্বপরিব্রাজক রবীন্দ্রনাথ ঠাকুর : মনোজিৎকুমার দাস শান্তিনিকেতনের দিনগুলি (ত্রয়দশ পর্ব) : সন্‌জীদা খাতুন নন্দিনী অধিকারীর ছোটগল্প ‘শুভ মাতৃদিবস’ গবেষণামূলক গ্রন্থ ‘ফ্লোরেন্স থেকে রাধানগর রেনেসাঁস ও রামমোহন’-এর মোড়ক উন্মোচন : মোহন গঙ্গোপাধ্যায় ১৯২১-এ কথা দিয়েও স্পেনে গেলেন না কেন রবীন্দ্রনাথ : অসিত দাস রবীন্দ্রনাথ : তারাপদ রায় ও তার অন্ত নাই গো নাই : প্রব্রাজিকা বেদরূপপ্রাণা পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৪ শান্তিনিকেতনের দিনগুলি (দ্বাদশ পর্ব) : সন্‌জীদা খাতুন কাশ্মীরে বিজেপির প্রার্থী নেই, মোদীর সফরও বাতিল উপত্যকা ও লাদাখে : তপন মল্লিক চৌধুরী অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে অক্ষয় হোক সম্পদ সৌভাগ্য ও সমৃদ্ধি : রিঙ্কি সামন্ত শান্তিনিকেতনের দিনগুলি (একাদশ পর্ব) : সন্‌জীদা খাতুন রবীন্দ্রনাথরা কি কবিয়ালের বংশধর? : অসিত দাস নিমাই ভট্টাচার্য-এর বড়োগল্প ‘প্রাইভেট প্রাকটিশ’ উচ্চ মাধ্যমিকের ফলাফলে নজর কাড়ল আরামবাগ : মোহন গঙ্গোপাধ্যায় শান্তিনিকেতনের দিনগুলি (দশম পর্ব) : সন্‌জীদা খাতুন আমার রবীন্দ্রনাথ : লুৎফর রহমান রিটন রবীন্দ্র সাহিত্যের নতুন প্রান্ত : মিল্টন বিশ্বাস
Notice :

পেজফোরনিউজ ডিজিটাল পত্রিকার পক্ষ থেকে সকল বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই অক্ষয় তৃতীয়া-র আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

মুখ্যমন্ত্রী বিজয়নের কথা শুনতে পাচ্ছেন কি? : দিলীপ মজুমদার

দিলীপ মজুমদার / ৬৮ জন পড়েছেন
আপডেট বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

এ রাজ্যে জোট হয়েছে কংগ্রেস ও বামেদের মধ্যে। মাঝে মাঝে সংবাদ মাধ্যমে অধীর-সেলিমের হাসি হাসি মুখের ছবি উঠছে ভেসে। দুজনেই শাসক দলের প্রতি খড়গহস্ত। কেন এতদিন শাসক দলের পালের দুই গোদাকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার করছে না, সে প্রশ্ন গম্ভীরমুখে ছুঁড়ে দিচ্ছেন তাঁরা। আবার অন্য রাজ্যে বিরোধী নেতাকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার করলে বিজেপির গণতন্ত্রহত্যা বলে সামিল হচ্ছেন চিৎকারে। লোকসভা ভোটের ফলাফলের আগেই সেলিমের বিজয় ঘোষণা করে দিচ্ছেন অধীর। একেই বলে দোস্তি। তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।

আমি এই দুই দলের সমব্যথী। বড় ব্যথা এঁদের বুকে। সেই ব্যথাই এঁদের মিলিয়েছে। মেলাবেন তিনি মেলাবেন। তা না হলে যে কংগ্রেসের ‘আধা ফ্যাসিস্ট সন্ত্রাসে’ বামেরা পর্যুদস্ত হয়েছিলেন, ‘স্বৈরাচারী’ ইন্দিরা গান্ধীকে হারাতে বিজেপির সঙ্গে হাত মেলাতে কসুর করেন নি, তাঁরা কি করে মিলে যাচ্ছেন কংগ্রেসের সঙ্গে? ব্যথা, সেই ব্যথা। বামেদের ব্যথাটা কি? ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে দিলেন এক নারী? এক লহমায়? কংগ্রেসের (পশ্চিমবঙ্গ) ব্যথাটা কি? ঢাল নেই তরোয়াল নেইকে দাদাগিরি করতে না দেওয়ার ব্যথা। একদা কংগ্রেসে ছিলেন যে নারী, তিনি কি না কংগ্রেসকে কোন পাত্তাই দিচ্ছেন না? এ কি কথা? তার উপর আছেন অধীর চৌধুরী। তাঁর তো সেই নীতি : যারে দেখতে নারি তার চলন বাঁকা। ইগো, ইগোর খেলা। ইগো আছে তৃণমূল নেত্রীরও। তিনিও মানবেন না এঁদের। তবু কংগ্রেসকে দু-চারটে সিট দিতে চেয়েছিলেন, কিন্তু বামেদের দিকে মুখ ফিরে তাকান নি।

তা এই কংগ্রেস আর বামেরা কি কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের কথা শুনতে পাচ্ছেন? সিপিএম নেতা সেই বিজয়ন, যিনি কেরালার বাম গণতান্ত্রিক জোটেরও নেতা। এই তো ১লা এপ্রিল বিজয়ন বলেছেন সেই কথা। কোন প্রসঙ্গে বলেছেন? বলেছেন ওয়েনাড় থেকে কংগ্রেসের রাহুল গান্ধীর প্রার্থী হওয়া প্রসঙ্গে। ২০১৯-এ এখান থেকে জিতেছিলেন রাহুলই। এবার সেখানে এল.ডি.এফ দিচ্ছেন প্রার্থী। প্রার্থী হলেন সি পি আইএর নেত্রী, ডি রাজার স্ত্রী আন্নে রাজা। রাহুল প্রার্থী হতেই বিজয়ন উচ্চকণ্ঠ।

কি বলছেন তিনি?

বলছেন বিজেপির বিরুদ্ধে লড়াই না করে কংগ্রেস বামেদের বিরুদ্ধে লড়াই করতে এসেছেন। ইণ্ডিয়া জোটে দাদাগিরি করতে চান যে কংগ্রেস, তাঁদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজয়ন। আজ যে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার নিয়ে গলা ফাটাচ্ছে রাহুলের কংগ্রেস, মনীশ শিশোদিয়ার গ্রেপ্তারের পরে সেই কংগ্রেসের মুখপাত্র বলেছিলেন, শুধু মনীশ কেন, ঘোটালার পালের গোদা অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার করছে না এজেন্সি? ঠিক যেমন এ রাজ্যে কংগ্রেস আর বামেরা মমতা ব্যানার্জী ও অভিষককে গ্রেপ্তারের দাবি যাচ্ছেন। সি এ এ সম্বন্ধে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজয়ন। ভারত জোড়ো যাত্রায় সিএএ নিয়ে একটি বাক্যও ব্যয় করেন নি রাহুল গান্ধী। কেন তিনি এ ব্যাপারে নীরব? সিএএ লাগু করার সময় নিয়ে শুধু প্রশ্ন করেছেন কংগ্রেস মুখপাত্র বেনুগোপাল। ব্যস?

রাজ্যে যে বামেরা ঘুরে দাঁড়াচ্ছে বলে বলা হচ্ছে, সেই বামের সদস্যদের মনে বিজয়নের কথাগুলি কি রেখাপাত করবে না? তাঁরা কি রাজ্যের বামেদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন করবেন না? এই দ্বিচারিতা নিয়ে ‘স্বৈরাচারী’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ শাসক দলের বিরুদ্ধে লড়াই শেষ পর্যন্ত সফল না হবার সম্ভাবনা। ভাবের ঘরে চুরি করে কেউ কোনদিন সফল হন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন