বৃহস্পতিবার | ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২৯
Logo
এই মুহূর্তে ::
আমরা নারী-আমরাও পারি : প্রসেনজিৎ দাস ঝুম্পা লাহিড়ীর ছোট গল্প “একটি সাময়িক ব্যাপার”-এ অস্তিত্ববাদ : সহদেব রায় ঝুম্পা লাহিড়ী-র ছোটগল্প ‘একটি সাময়িক বিষয়’ অনুবাদ মনোজিৎকুমার দাস ঠাকুর আমার মতাে চিরকালের গৃহীর চিরগুরু : সঞ্জীব চট্টোপাধ্যায় ভাবাদিঘির জট এখনও কাটেনি, বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেল চলাচল শীঘ্রই : মোহন গঙ্গোপাধ্যায় হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (শেষ পর্ব) : অভিজিৎ রায় উৎপন্না একাদশী মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত মারাঠাভুমে লাডকি বহিন থেকে জয়, ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রচারে হার : তপন মল্লিক চৌধুরী কিন্নর-কৈলাসের পথে : বিদিশা বসু হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (চতুর্থ পর্ব) : অভিজিৎ রায় ভনিতাহীন চলন, সাইফুর রহমানের গল্প : অমর মিত্র সাইফুর রহমান-এর বড়োগল্প ‘করোনা ও কফিন’ হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (তৃতীয় পর্ব) : অভিজিৎ রায় নানা পরিচয়ে গৌরী আইয়ুব : গোলাম মুরশিদ হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (দ্বিতীয় পর্ব) : অভিজিৎ রায় কেন বারবার মণিপুরে আগুন জ্বলে আর রক্ত ঝড়ে : তপন মল্লিক চৌধুরী শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (শেষ পর্ব) : বিশ্বজিৎ ঘোষ হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (প্রথম পর্ব) : অভিজিৎ রায় শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (ষষ্ঠ পর্ব) : বিশ্বজিৎ ঘোষ জগদীশ গুপ্তের গল্প, কিছু আলোকপাত (শেষ পর্ব) : বিজয়া দেব শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (পঞ্চম পর্ব) : বিশ্বজিৎ ঘোষ পথিক, তুমি পথ হারাইয়াছ? : দিলীপ মজুমদার শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (চতুর্থ পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (শেষ পর্ব) : দিলীপ মজুমদার শতবর্ষে সঙ্গীতের ‘জাদুকর’ সলিল চৌধুরী : সন্দীপন বিশ্বাস সাজানো বাগান, প্রায় পঞ্চাশ : অমর মিত্র শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (তৃতীয় পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (একাদশ পর্ব) : দিলীপ মজুমদার খাদ্যদ্রব্যের লাগামছাড়া দামে নাভিশ্বাস উঠেছে মানুষের : তপন মল্লিক চৌধুরী মিয়ানমারের সীমান্ত ও শান্তি প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আন্তরিক শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

আমরা নারী-আমরাও পারি : প্রসেনজিৎ দাস

প্রসেনজিৎ দাস / ২১ জন পড়েছেন
আপডেট বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ত্রীর পত্র’ গল্পের মৃণাল তার স্বামীকে পত্র লিখে গৃহত্যাগ করেছিল প্রচন্ড ক্ষোভে, অভিমানে, নারীত্বের অপমানে। তার মধ্যেই সে খুঁজেছিল মুক্তির স্বাদ। পুরুষশাসিত সমাজের যাঁতাকলে নিষ্পেষিত, নিপীড়িত, পদদলিত নারী জাতির প্রতিনিধি হয়ে সমাজের সকল অন্যায় এবং অশোভন আচরণগুলিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল সে, ঘোষিত হয়েছিল নারীত্বের জয়। ঊনবিংশ শতাব্দীর নারী জাগরণের যে ইঙ্গিত মাইকেল মধুসূদন দত্ত তাঁর ‘বীরাঙ্গনা’ কাব্যের বীরাঙ্গনাদের লিখিত পত্রের মাধ্যমে দেখিয়েছিলেন, তাইই যেন রবীন্দ্রনাথ পুনরাবিষ্কার করলেন ‘স্ত্রীর পত্র’ গল্পের ‘মৃণাল’ চরিত্রটির মাধ্যমে। বীরঙ্গনার নায়িকারা তাদের প্রিয়তমের কাছে পত্র লিখেছেন কখনও অভিযোগে, কখনও অনুযোগে আবার কখনো প্রেম নিবেদন করে। তাদের না বলা কথা তারা প্রকাশ করেছে। ‘নীলধ্বজের প্রতি জনা’ পত্রে হতভাগিনী জনা রাজা নীলধ্বজকে মনের সমস্ত রাগ, অভিমান পত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। পুত্রহন্তার সঙ্গে সন্ধি করে তাঁকে সিংহাসনে এনে বসানোই জনার সঙ্গে রাজা নীলধ্বজের বিরোধ বাধে। জনার মাতৃসত্ত্বা কেঁদে উঠেছে। তাই সে জাহ্নবীর জলে নিজের প্রাণ বিসর্জন দিয়ে পোড়া মনের বাঞ্ছা মেটাতে চেয়েছেন। এরকমই ‘সোমের প্রতি তারা’, ‘দুষ্মন্তের প্রতি শকুন্তলা’, ‘লক্ষ্মণের প্রতি শূর্পনখা’ — প্রতিটি পত্রেই উনিশ শতকের নারীজাগৃতির রূপরেখা পাওয়া যায়। দীর্ঘদিনের অবিচার, লাঞ্ছনা, অনাচার, হৃদয়হীনতা, প্রেমহীনতার কষাঘাতে জর্জরিত হয়ে অনেক নারী হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মৃণাল কিন্তু বিন্দুর মতো আত্মহত্যার পথ বেছে নেয়নি। সে চেয়েছিল বাঁচতে, দমবন্ধ হওয়া পরিবেশ থেকে মুক্তি পেতে। মৃণালের এই বাঁচার লড়াই — সে কিন্তু একদিনে অর্জন করেনি। বরং তা অর্জিত হয়েছিল। দীর্ঘদিন ধরে পুরুষশাসিত সমাজের শোষণযন্ত্রে নিষ্পেষিত হতে হতে। মৃনালকে কেউ বোঝেনি। লুকিয়ে লুকিয়ে কবিতা লেখা — এই ঘটনাটিকে তার শ্বশুরবাড়ির কেউ ভালো চোখে দেখেনি। তাই মৃণাল বলেছে —

“আমি যে কবি সে এই পনেরো বছরেও

তোমাদের কাছে ধরা পড়েনি।”

অভিমানে, ক্ষোভে সে ফেটে পড়েছিল। অনেক কথা বলতে চেয়েছিল মৃণাল।কিন্তু কেউ শোনেনি তার কথা।

নারীরা চিরকালই এরকম অসহায়। পুরুষশাসিত সমাজে নারীরা আজও ব্রাত্য, অবহেলিত। অনেক কথার ভিড়ে কিছু না বলা কথা থাকে, যে গুলো সবাই প্রকাশ করতে পারে না। তাদের চাওয়া-পাওয়া, সখ-আহ্লাদের খবরাখবর পুরুষ শাসিত সমাজ নেয় না। সংসারের সাঁড়াশি চাপে মেয়েদের অস্তিত্ব বিপন্ন হয়।তাদের কথা তুলে ধরতেই অনেক লেখককে কলমকলম তুলে নিতে হয় হাতে। শরৎচন্দ্রও এই বঞ্চিতদের হয়েই কলম তুলে নিয়েছিলেন — “সংসারে যারা শুধু দিলে, পেলে না কিছুই, যারা বঞ্চিত, দুর্বল, উৎপীড়িত, মানুষ হয়েও মানুষ যাদের চোখের জলের কোন হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনদিন ভেবেই পেলে না, সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই — এদের বেদনাই দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে।”

একটা সময় নারীকে কেবল একটা পণ্য হিসাবেই দেখত পুরুষশাসিত সমাজ। মনে করা হত তারা শৈশবে পিতার অধীন, যৌবনে স্বামীর আর বার্ধক্যে পুত্রের অধীন। সুতরাং পুরুষশাসিত সমাজে নারীদের ভূমিকা ছিল গৌণ। ঘর-সংসার সামলানো, পুত্রসন্তানের জন্ম দেওয়া আর পুরুষের যৌন লালসা মেটানো — এই ছিল নারীর পরিসর। তারা ছিল কূপমণ্ডুক। হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গানে পাই —

 “খিড়কি থেকে সিংহদুয়ার

 এই তোমাদের পৃথিবী

এর বাইরে জগৎ আছে

 তোমরা জানো না….…”

সংসারের ঘানি টানতে টানতে তাদের স্বাদ-আহ্লাদ সব হারিয়ে যায়, জীবনের সব রং নিভে যায়। ‘স্ত্রীর পত্র’ গল্পের মৃণালের লেখিকা সত্তাকে কি বলী দিতে হয়েছিল সংসারের কিছু বাহ্যিক বিধি নিষেধের বেড়াজালে। আবার পণপ্রথার নিদারুণ কষাঘাতে নিরুপমার মত মেয়েদেরও বলী হতে হয়, শ্বশুর বাড়ি তাদের কাছে হয়ে ওঠে শরশয্যা। নিরুপমার মুখ দিয়ে তখন বেরিয়ে আসে কঠোর অথচ বাস্তব সত্য —

“আমি কি কেবল একটা টাকার থলি, যতক্ষন টাকা আছে ততক্ষণ আমার দাম।”

অথচ এই কঠোর বাস্তব সত্যটাকে আমরা অস্বীকার করি, ভুলে যাই নারীর অধিকার, তাদের মর্যাদার কথা। অনেক না বলা কথার পাহাড় তাদের বুকে চেপে থাকে জগদ্দল পাথরের মতো। আজ আর নয়। সময় হয়েছে আরো একবার জেগে ওঠার। তাই তো রবীন্দ্রনাথের কন্ঠে আমরা শুনি —

“নারীকে আপন ভাগ্য জয় করিবার

কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা।”

বস্তুত মৃণাল বা জনাদের মতো নারীরা চিরকাল মুখ বন্ধ করে সব কিছু সহ্য করে না। তাদের না বলা কথা একদিন ভাষা খুঁজে পায়,বিদ্রোহিনী হয়ে ওঠে তারা; নিজের অধিকার বুঝে নেয় চোখে চোখ রেখে। পুরুষতান্ত্রিক সমাজের গণ্ডী পেরিয়ে তারা ভেঙে ফেলে সমস্ত বৈষম্যের প্রাচীর। তখনই ঘুম ভাঙে সমাজের। আসলে সমাজের কিছু বিধিনিষেধ, নিয়মের বেড়াজালে আবদ্ধ নারীসমাজ। যেটা পুরুষ পারে সেটা নারী পারে না বলে অপপ্রচার চালানো হয়। জন্মের পর মেয়েদের বুঝিয়ে দেওয়া হয় তুমি নারী, তুমি অবলা। রাতের বেলা তুমি একা একা বেরোতে পারো না, কোথাও একা একা তোমার যাওয়া সাজে না, যেমন খুশি পোশাক পরে তুমি বাইরে যেতে পারো না, তোমার বরং পুতুল খেলাই শ্রেয়, ক্রিকেট, ফুটবল তো একেবারে নয়। এই ভ্রান্ত ধারণা থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। স্বামী বিবেকানন্দের কথার রেশ ধরেই বলতে হয়-আমাদের সমাজ একটা পাখির মত, তার একটা ডানা নারী; আরেকটা পুরুষ। একটা ডানা কেটে ফেললে পাখি যেমন উড়তে পারে না। তেমনই একজনকে বাদ দিলেই সমাজ অচল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের সমাজব্যবস্থায় নারীদের প্রতি এই অবহেলা ও সামাজিক অসম্মান, ধর্ষনের মতো নিকৃষ্ট পাশবিক ঘটনা দিনদিন বেড়েই চলেছে। তাদের প্রতি এই অবহেলা, নারীত্বের অপমান,তাদের ‘মাল’ বলে সম্বোধন করার পরেও এ সমাজ নির্বিকার।এ কোন সমাজ? যে সমাজে নারীর আত্মমর্যাদা ভূলুন্ঠিত হয়, অপমানিত হতে হয় সেখানে ‘যত্র নার্য্যস্তু পূজ্যতে রম্যতে তত্র দেবতা’ — মতো স্তোত্রবাক্য উচ্চারণ করা আকাশ কুসুম কল্পনামাত্র।

যাইহোক পৃথিবীর আপামর নারীজাতি জেগে উঠুক, বুঝে নিক তাদের অধিকার, আগ্নেয়গিরির লাভার মতো দীর্ঘদিন ধরে জমে থাকা কথার পাহাড়গুলো প্রতিবাদের ভাষা হয়ে জ্বলে উঠুক বারুদের মতো, তারা বুঝিয়ে দিক তারা আর ‘অবলা’ নয়। তাই মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা’ কাব্যের বীরঙ্গনাদের মতোই আবারও দরকার একটা নারী জাগরণের। তারা যেন সগর্বে মাথা উঁচু করে বলতে পারে —

‘আমরা নারী — আমরাও পারি।’

প্রসেনজিৎ দাস, বেতাই, নদিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন