লকডাউনে কমেছে দূষণ, কোলাহল, ব্যস্ততার চেনা দৃশ্য। প্রকৃতিও সেজে উঠেছে নতুনভাবে। রোজকার ব্যস্ততায় আমাদের চোখ এড়িয়ে যাওয়া প্রকৃতির অনেক কিছুই উপস্থাপিত হচ্ছে মোহময়ী রূপে। ঠিক যেমন হলো কেরলে। ভগবানের আপন দেশে।
ট্রেন চলছে না। পালাক্কাড় ডিভিশনের শোরানুর-নীলাম্বুর সেকশনের মেলাত্তুর স্টেশন তাই নিঃসঙ্গ। আর এই পরিস্থিতিতেই সেখানে দেখা গেল চোখজুড়ানো মনোরম দৃশ্য। স্টেশন চত্ত্বর জুড়ে বিছিয়ে রয়েছে সুগন্ধি লাল ফুলের পাপড়ি। প্রকৃতিই ফুলের পাপড়ি ছড়িয়ে স্টেশনটিকে সাজিয়ে তুলেছে মনের মতো করে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকার সময় কখনও এমন দৃশ্য দেখা যায়নি মেলাত্তুর স্টেশনে। সেই মনোরম দৃশ্যের নানা ছবিই পোস্ট করেছে ভারতীয় রেল।