কেন্দ্রীয় সরকারের আনলক ওয়ানের নির্দেশিকাতেও বলা হয়েছে কোনও মিছিল বা জমায়েত করা যাবে না। অথচ কর্নাটকের বিজেপি সরকার যেন লকডাউনের নিয়ম ভাঙায় চ্যাম্পিয়ন হতে চাইছে। বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু ফের লকডাউনের সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়মকে ফের বুড়ো আঙুল দেখালেন। ‘ফের’ বলা হচ্ছে এ কারণেই যে, এপ্রিলের শেষ সপ্তাহে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করে সোশ্যাল ডিসট্যান্সিং সম্পর্কে জ্ঞান বিতরণ করেছিলেন, নিজেই সেখানে সব বিধিনিষেধ অগ্রাহ্য করে ভিড়ের মধ্যে, অনেকেই সেখানে মাস্ক পরে ছিলেন না। আর এবার তিনি সব কিছুকেই ছাপিয়ে গেলেন।
চিত্রদুর্গা জেলাতেই তাঁকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করলেন বিজেপি কর্মী-সমর্থকরা। ক্রেনে টাঙানো ছিল মালা। আপেল, মৌসম্বি, ফুল ইত্যাদি দিয়ে তৈরি সেই মালা পরানো হয় স্বাস্থ্যমন্ত্রীকে। তারপর বিশাল শোভাযাত্রা হয় মন্ত্রীকে নিয়ে। এবং অবশ্যই লকডাউন বিধিকে শিকেয় তুলে। মন্ত্রী ছিলেন নির্বিকার, কর্মীদের শোভাযাত্রা করা থেকে বিরত থাকতেও বলেননি! বঙ্গ বিজেপি নেতারা কি দেখছেন? মোদী-শাহের কথা বারবার কেন অমান্য করছে বিজেপির কর্নাটক?