এক কেরলেই দুই ছবি। ২৭ মে কেরলের মালাপ্পুরম জেলার আত্তাপাডিতে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের এক হাতিকে নির্মমভাবে হত্যা করা হয়। অন্তঃসত্ত্বা হাতিটি খাবারের সন্ধানে জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়লে গত ২৭ মে বাজিভর্তি আনারস খেতে দেওয়া হয় হাতিটিকে। খাওয়ার সময়ই বিস্ফোরণ। জ্বালা-যন্ত্রণায় ছটফট করতে করতে কোনও ক্ষতি না করে ভেলিয়ার নদীর জলে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল হাতিটি। পরে সেখানেই মারা যায়। এই অমানবিক ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে, দাবি উঠেছে দোষীদের শাস্তি দেওয়ার।
কেরলেরই তিরুঅনন্তপুরম আবার মনে করাচ্ছে ‘হাতি মেরে সাথী’কে। ছোট্ট ভামার সঙ্গে বন্ধুত্ব হাতি উমাদেবীর। ভামার বাবা মহেশ হাতির মাহুত। ভামার যখন ৬ মাস বয়স তখন থেকেই তাদের বাড়িতে আছে হাতিটি। ভামার বয়স এখন ২ বছর। ভামার সঙ্গে খেলা করে হাতিটি। ভামাকে দেখলেই তার পিছন পিছন ঘোরে উমাদেবী। ভামা তার বন্ধুটিকে নিজে হাতে খাইয়েও দেয়। এমন ছবি সত্যিই মন ভালো করে দেওয়ার।