বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস। সেই সঙ্গে এই দিনটিকে উৎসর্গ করা হয় ছাত্রছাত্রীদের জন্মমাস উপলক্ষে। খানাকুল থানার রাজা রামমোহন চক্রের অধীন পালদিঘী ভুবন মোহন শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে (আর.আর-৩৮) সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস। সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে কেক কেটে শুভ জন্মমাস পালন করেন। এরপর ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক-শিক্ষিকারা মাংস, ভাত, চাটনি, পাঁপড়, পায়েস ও রসগোল্লা খেয়ে দিনটি উপভোগ করেন।
প্রসঙ্গত, বিশ্বে ভয়াবহ উষ্ণায়ন কমানোর জন্য শিক্ষক- শিক্ষিকারা সচেতনতার বার্তা দিলেন আগামী প্রজন্মের কাছে। এজন্য সুস্থ জীবনের লক্ষ্যে প্রতিটি ছাত্রকে চারাগাছ প্রদান করা হয়।
প্রসঙ্গত, জানুয়ারী ২০২৪ হতে এপ্রিল ২০২৪ পর্যন্ত শিশুদের জন্মমাস ইতিমধ্যে পালন করা হয়েছে। এবার শিক্ষক দিবসের দিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৭ জন শিশুর জন্মমাস পালিত হল।
উল্লেখ্য, এদিন প্রত্যেককেই শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। ছাত্রছাত্রীদের স্কুলমুখী ও সার্বিক বিকাশ সাধনের জন্য প্রধান শিক্ষক অসিত মাজিকে হার্দিক অভিনন্দন জানান স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকা সহ এলাকাবাসী।
মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক বিশ্বনাথ দাস, সঞ্চালক ডলি ঘোষ সরকার, স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ, ভিইসি-র সভাপতি বৈদ্যনাথ পাল, সহকারী শিক্ষক শিশির পাল, সুব্রত দেঁড়ে, প্রধান শিক্ষক অসিত মাজি প্রমুখ।