শনিবার | ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৬
Logo
এই মুহূর্তে ::
কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (তৃতীয় পর্ব) : দিলীপ মজুমদার ব্লকবাস্টার ‘আরাধনা’-র ৫৫ বছর — রাজেশ-শর্মিলা হিট-এর নেপথ্যে… : রিঙ্কি সামন্ত কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (দ্বিতীয় পর্ব) : দিলীপ মজুমদার কখনও কারও সমালোচনা না করার দুর্লভ গুণ ছিল শ্যামলবাবুর : সন্ধ্যা মুখোপাধ্যায় কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (প্রথম পর্ব) : দিলীপ মজুমদার কাত্যায়নী ব্রত : রিঙ্কি সামন্ত নটখট ছট : মৈত্রেয়ী ব্যানার্জী কেবল নৈহাটি, নাকি ‘কংশাল’দের বন্ধু হতে চাইছে সিপিএম : তপন মল্লিক চৌধুরী অমৃতা প্রীতম — প্রেম, প্রগতি ও বিদ্রোহের এক অনন্য কবি : রুবায়েৎ আমিন তবু মনে রেখো… : সন্দীপন বিশ্বাস অন্নকূট পূজা হল গোবর্ধন পূজার আরেকটি নাম : আলোক চ্যাটার্জী ‘যমুনা’-র সেকাল একাল : মৈত্রেয়ী ব্যানার্জী ভাইফোঁটা — পুরাণ থেকে ইতিহাস ছুঁয়ে সমকাল : সন্দীপন বিশ্বাস দক্ষিণভারতীয়রাও কালীভক্ত : অসিত দাস রামপ্রসাদ ও সেকাল — এক বীরাচারির দোটানার জীবন : প্রলয় চক্রবর্তী মীনাক্ষী সেন-এর বড়োগল্প ‘একটি ভূতের বাড়ির আজগুবি গল্প’ অজ্ঞানতার আঁধার পেরিয়ে আলোর উৎসব : সন্দীপন বিশ্বাস রায় ভিলা ও বিশ্বরূপ মহারাজ (শেষ পর্ব) : কৌশিক মজুমদার ভূত চতুর্দশী — নেত্যকালীর মিরর ইমেজ ও প্রেতলোকের চোদ্দকাহন : প্রলয় চক্রবর্তী কালীপূজার আগের দিনটি চোদ্দবাতি জ্বালানো ও চোদ্দশাক খাওয়ার জন্যে নির্দিষ্ট : অসিত দাস পেঁয়াজের ঝাঁজে গৃহস্থের চোখে জল, সংরক্ষণ কেন্দ্র গড়বে রাজ্য : মোহন গঙ্গোপাধ্যায় ধনং দেহী ধনতেরাস অ্যান্ড পুরুষালী গয়না : রিঙ্কি সামন্ত এ উৎসবের লগনে : নন্দিনী অধিকারী রায় ভিলা ও বিশ্বরূপ মহারাজ (দ্বিতীয় পর্ব) : কৌশিক মজুমদার কাশীপুরে নয়, দক্ষিণেশ্বরেই শেষ নিঃশ্বাস ফেলতে চেয়েছিলেন ছোট ভট্টাচার্য (শেষ পর্ব) : শংকর ধনতেরাস এখন বাঙালিরও : মৈত্রেয়ী ব্যানার্জী ডাক্তারদের আন্দোলন উপনির্বাচনে ইস্যু নয়, জয় নিয়ে শাসকদল নিশ্চিত : তপন মল্লিক চৌধুরী রায় ভিলা ও বিশ্বরূপ মহারাজ (প্রথম পর্ব) : কৌশিক মজুমদার কাশীপুরে নয়, দক্ষিণেশ্বরেই শেষ নিঃশ্বাস ফেলতে চেয়েছিলেন ছোট ভট্টাচার্য (তৃতীয় পর্ব) : শংকর সেকালের প্রেতচর্চা — শিক্ষিত জনের কাছে থিওসফি : প্রলয় চক্রবর্তী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আন্তরিক শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (তৃতীয় পর্ব) : দিলীপ মজুমদার

দিলীপ মজুমদার / ২৩ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

লুডউইগ ভন ওয়েস্টফালেন (Ludwig von Westphalen) (১৭৭০-১৮৪২) // কার্ল মার্কসের শ্বশুরমশাই

ফিলিপ ভন ওয়েস্টফালেনের কনিষ্ঠপুত্র লুডউইগ ভন ওয়েস্টফালেন। তাঁর মা হলেন জেন উইশহার্ট। বিখ্যাত কলেজিয়াম ক্যারোলিনামে তিনি পড়াশুনো করেছেন। জার্মান, ইংরেজি, গ্রিক, ইতালীয় ও ফরাসি ভাষায় পারদর্শী ছিলেন।

১৭৯৪ সালে তিনি ব্রুন্সউইকে সরকারি চাকরিতে প্রবেশ করেন। ১৭৯৭ সালে এলিজাবেথ ভন ভেলথেইমের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের চার সন্তান।

১৮০৭ সালে ওয়েস্টফালিয়ায় সরকারি চাকরিতে যোগ দেন। কিন্তু ফরাসি আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি লুই-নিকোলাসের আদেশে গ্রেপ্তার হন। এই সময়ে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। ১৮০৯ সালে সাব-প্রিফেক্ট পদে নিযুক্ত হন এবং এই বছর বিয়ে করেন জুলিয়াস হিউবেল ও সফি হিউবেলের কন্যা ক্যারোলিন হিউবেলকে, যাঁর গর্ভে জেনি-সহ তিন সন্তানের জন্ম হয়। ১৮১৬ সালে বদলি হন ট্রিয়ের শহরে। এখানেই কার্ল মার্কসের বাবার সঙ্গে তাঁর পরিচয় হয়। ১৮৩৬ সালে কার্ল মার্কস ও জেনি গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন জানতে পেরে আত্মীয়-বান্ধবরা আপত্তি করেন। কিন্তু লুডউইগ এই বিয়ে অনুমোদন করেন।

বিয়ের আগে থেকেই তাঁর সঙ্গে তরুণ মার্কসের ঘনিষ্ঠতা। লুডউইগ মার্কসকে হোমার, শেক্সপীয়ার, ভলতেয়ারের লেখা পড়ে শোনাতেন। সেন্ট-সাইমনের সমাজতান্ত্রিক দর্শন আলোচনা করতেন। দুই অসম বয়েসী বন্ধু ঘুরে বেড়াতেন পাহাড়ে-জঙ্গলে। মার্কস তাঁকে ‘dear fatherly friend’ বলে সম্বোধন করতেন। ১৮৪১ সালে লিখিত ‘The Difference Between the Democritean and Epicurean Philosophy of Nature’ গবেষণাপত্রটি মার্কস উৎসর্গ করেন শ্বশুরের নামে :

‘You my fatherly friend, have always been for me the living proof that idealism is no illusion, but the true reality.’

১৮৪২ সালে লুডউইগ মারা যান। তাঁর মৃত্যুশয্যার পাশে ছিলেন মার্কস ও জেনি; পরের বছর ১৮৪৩ সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন।

এডগার ভন ওয়েস্টফালেন (Edgar von Westphalen) (১৮১৯- ১৮৯০) // কার্ল মার্কসের শ্যালক ও বন্ধু

লুডউইগ ভন ওয়েস্টফালেন ও ক্যারোলিন হিউবেলের পুত্র এডগার। কার্ল মার্কসের শ্যালক, সহপাঠী ও বন্ধু তিনি। ব্রাসেলসের ‘কমিউনিস্ট করসপনডেন্স কমিটি’র সদস্য ছিলেন তিনি। তিনি ‘কমিউনিস্ট লিগে’র অন্যতম প্রতিষ্টাতা-সদস্য। তিনি ছিলেন লেখক ও সংগঠক।

ফার্দিনান্দ অটো উইলহেল্ম হেনিং ভন ওয়েস্টফালেন (ferdinand otto wilhelm henning von westphalen) (১৭৯৯-১৮৭৬) // কার্ল মার্কসের শ্যালক

লুডউইগের প্রথম পক্ষের সন্তান ফার্দিনান্দ। তিনি পড়াশুনো করেছিলেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে। নানা সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। প্রূশীয় সরকারের মন্ত্রীও হয়েছিলেন। কার্ল মার্কসের সঙ্গে রাজনৈতিক মতবিরোধ থাকলেও সুসম্পর্ক ছিল। (ক্রমশ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন