লোকসভা ভোটের হিসেব নিকেশ উল্টে যেতে বসেছে। যে সব অঞ্চলে বিজেপির ফল বেশ ভালো ছিল, সেই সব অঞ্চলে বিজেপির সাধারণ কর্মীরা হতাশ হয়ে দল ছুট হয়ে পরছে। ২০২১-এর বিধানসভা ভোট এখনও বেশ কিছুটা বাকি কিন্তু করোনা, আমফানে বিপর্যস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিজেপি নেতারা নেমে পরেছে ভোট রাজনীতিতে।
সোস্যাল মিডিয়ায় সরকারের অপপ্রচার তাদের হাতিয়ার। কিন্তু সাধারণ মানুষ বিজেপির মিথ্যে রাজনীতিতে মুখ ঘুরিয়ে নিয়েছে। যত দিন যাচ্ছে তাদের বিতৃষ্ণা দিন দিন বেড়েই চলেছে। দলে দলে মানুষ বিজেপির পতাকা ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছে।
আজ খড়গপুর এবং কেশপুরে একই ঘটনা ঘটলো। খড়গপুর ১নং ব্লকে ২৫০ জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। অন্যদিকে কেশপুর ১১ নং অঞ্চলে বেশ কিছু বিজেপির নেতা এবং কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন।
দু-জায়গাতেই উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি। খড়গপুরে ছিলেন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, বিধায়ক দীনেন রায় এবং কেশপুরে ছিলেন বিধায়ক শিউলি সাহা, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী