রাজ্যসভা নির্বাচনের আগে ফের কংগ্রেসে ভাঙন গুজরাটে। আগে ২৬ মার্চ যখন রাজ্যসভা নির্বাচন হওয়ার কথা ছিল তার আগে ৫ কংগ্রেসি বিধায়ক পদত্যাগ করেছিলেন। করোনা লকডাউনে স্থগিত থাকা রাজ্যসভার নির্বাচন হবে ১৯ জুন। তার আগে বুধবার ৩ জুন ফের দুই কংগ্রেস বিধায়ক পদত্যাগ করতেই ঘোড়া কেনাবেচার অভিযোগ উঠল। অক্ষয় প্যাটেল ও জিতু চৌধুরী পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বৃহস্পতিবার ৪ জুন জানান গুজরাট বিধানসভার অধ্যক্ষ রাজেন্দ্র ত্রিবেদী। এই পরিস্থিতিতে কংগ্রেস একটির বেশি আসন জিতবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেন না, ১৮২ আসনের বিধানসভায় বর্তমানে বিজেপির ১০৩ জন ও কংগ্রেসের ৬৬ জন বিধায়ক রয়েছেন। রাজ্যসভা নির্বাচনে একজন প্রার্থীকে জেতাতে ৩৫টি ভোট চাই। ফলে দুজন প্রার্থীকে জেতানোর জন্য কংগ্রেসের হাতে ৪টি ভোট কম রয়েছে। গুজরাট বিধানসভার বিরোধী দলনেতা পরেশ ধনানি বলেছেন, করোনা সঙ্কটের মধ্যেও দুর্নীতির টাকা দিয়ে বিজেপি কংগ্রেস বিধায়কদের কিনতে দোকান খুলে বসেছে। স্টেট মেশিনারি কাজে লাগিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজকর্ম চলছে। বিজেপি নেতা নরহরি আমিন পাল্টা বলেছেন, দলীয় নেতৃত্বের উপর অসন্তুষ্ট হয়েই কংগ্রেস বিধায়করা দল ছাড়ছেন, আরও অনেকেই দল ছাড়বেন। গুজরাটে যে রাজ্যসভার চার আসন খালি হয়েছে তার তিনটি ছিল বিজেপির, একটি কংগ্রেসের। যদিও ৭ বিধায়ক পদত্যাগ না করলে এবার দুটি আসন জিততে পারত কংগ্রেস, যে সম্ভাবনা আর নেই। কারণ ছোটো দলগুলিকেও কার্যত ম্যানেজ করে ফেলেছে বিজেপি।