গত ২৭ জুলাই পশ্চিমবঙ্গের ১৪ টি নাটকের দল, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, রাস্তার দু’ধারে গাছের দানা ছড়াতে ছড়াতে গাছ বসাতে বসাতে পৌঁছে যায় বীরভূমের দ্বারন্দার থিয়েটার কটেজে। আশি জন নাট্যকর্মী একদিনের এই কর্মসূচি পালন করেন। কেউ এসেছিলেন বাইকে কেউ ট্রেনে কেউ বা ছোট লরিতে। কাদা দিয়ে তৈরি বীজের বোম ছুঁড়তে ছুঁড়তে, বীজ ছড়াতে ছড়াতে এবং
বিস্তারিত...