সোমবার মহাসমারোহে রাজ্য জুড়ে রাখী বন্ধন উৎসব পালিত হল। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এ দিনটিকে সংস্কৃতি দিবস হিসেবেও পালন করা হল। এদিন কলকাতা ৮৩ নং ওয়ার্ডে পৌর প্রতিনিধি প্রবীর কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে এবং বিধায়ক দেবাশীষ কুমারের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সংস্কৃতি দিবস পালিত হল।
সেই সঙ্গে রাখী পরিয়ে ভ্রাতৃত্বের, বন্ধুত্বের ও সম্প্রীতির উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে নেতা-কর্মী ছাড়াও পথচলতি বহু মানুষের হাতে রাখী পরিয়ে বন্ধনে আবদ্ধ করা হয়। অনুষ্ঠানে নৃত্য ও গান মুগ্ধ করে উপস্থিত সকলকে। নেতা ও বিশিষ্ট জনেরা ছাড়াও উপস্থিত ছিলেন মাদার হাউসের সিস্টার।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে পালিত হল রাখী উৎসব। জেলায় জেলায় সম্প্রীতির ছবি উঠে এল। ভ্রাতৃত্বের উৎসবে মুখরিত হল প্রতিটি ব্লক। কোথাও পথচলতি মানুষের হাতে রাখী পরিয়ে, কোথাও সংশোধনাগারে বন্দীদের রাখী বন্ধনে আবদ্ধ করা হল। রবী ঠাকুরের গানে গানে এর পাশাপাশি সংস্কৃতি দিবস হিসেবেও পালন করা হয়।