খানাকুলের রামমোহন-২ পঞ্চায়েতের অসংখ্য মহিলা আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হলেন। সোমবার সন্ধ্যায় সেকেন্দারপুর মোড় থেকে হেলান হয়ে তিলকচক মোড় পর্যন্ত হাজার হাজার মহিলা মোমবাতি হাতে ধিক্কার মিছিলে পা মেলান। একটাই স্লোগান আই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকের প্ল্যাকার্ড হাতে একটাই বক্তব্য আর জি কর কাণ্ডের জঘন্য কাণ্ডের সঙ্গে যুক্ত দোষিদের অবিলম্বে শাস্তি চাই।
উল্লেখ্য, সেকেন্দারপুর, তাঁতিশাল, মদনপুর, হেলান, খামারগোড়ী, আটঘরা, তিলকচক, মইখণ্ড, পালদিঘী, মাঝপুর ইত্যাদি গ্ৰামের মহিলারা সন্ধ্যায় মোমবাতি হাতে প্রতিবাদে সরব হন । এই মিছিলে পুরুষের ভিড়ও ছিল লক্ষণীয়। পড়ুয়া থেকে শুরু করে গৃহস্থ মহিলা, এবং এমনকী শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে বুদ্ধিজীবী এবং চাষিরাও এই ধিক্কার মিছিলে পা মেলান। সকলের একটাই দাবি — দোষীদের ফাঁসি চাই, বিচার চাই।