বুধবার বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল আরামবাগ গ্রন্থমেলা ও নাট্য উৎসবের। আরামবাগ গ্রন্থমেলা সমিতি আয়োজিত এই মেলার উদ্বোধন করেন কবি অরুণ চক্রবর্তী। এই জমজমাট মেলায় জাগো বাংলার বইয়ের দোকানের উদ্বোধন করেন সাংসদ অপরূপা পোদ্দার। উপস্থিত ছিলেন আরামবাগ পৌরপ্রধান সমীর ভাণ্ডারী, প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, রাজেশ চৌধুরী প্রমুখ। প্রসঙ্গত, এই গ্ৰন্থমেলা উপলক্ষে নাট্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সেই সঙ্গে প্রতিদিন বিজ্ঞান প্রর্দশনী ও পুষ্প প্রর্দশনীও থাকছে। এছাড়া গ্রন্থমেলায় স্থানীয় প্রকাশনা ছাড়াও কলকাতার বিশিষ্ট প্রকাশকরাও হাজির হয়েছেন। উল্লেখ্য, এই মেলায় ৬৫টি বইয়ের স্টল হয়েছে। মেলা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।