মঙ্গলবার | ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০৮
Logo
এই মুহূর্তে ::
মহারাষ্ট্রে নববর্ষের সূচনা ‘গুড়ি পড়বা’ : রিঙ্কি সামন্ত আরামবাগে ঘরের মেয়ে দুর্গাকে আরাধনার মধ্য দিয়ে দিঘীর মেলায় সম্প্রীতির মেলবন্ধন : মোহন গঙ্গোপাধ্যায় ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার ২২তম বর্ষ উদযাপন : ড. দীপাঞ্জন দে হিন্দিতে টালা মানে ‘অর্ধেক’, কলকাতার টালা ছিল আধাশহর : অসিত দাস আত্মশুদ্ধির একটি বিশেষ দিন চৈত্র অমাবস্যা : রিঙ্কি সামন্ত চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয় : ড. দীপাঞ্জন দে রায়গঞ্জে অনুষ্ঠিত হল জৈব কৃষি বিপণন হাট অশোকবৃক্ষ, কালিদাসের কুমারসম্ভব থেকে অমর মিত্রর ধ্রুবপুত্র : অসিত দাস কৌতুকে হাসতে না পারলে কামড় তো লাগবেই : তপন মল্লিক চৌধুরী জাতিসংঘ মহাসচিবের সফর ও রোহিঙ্গা সংকটে অগ্রগতি : হাসান মোঃ শামসুদ্দীন এথেন্সের অ্যাগনোডাইস — ইতিহাসের প্রথম মহিলা চিকিৎসক : রিঙ্কি সামন্ত সন্‌জীদা খাতুন — আমার শিক্ষক : ড. মিল্টন বিশ্বাস হিমঘরগুলিতে রেকর্ড পরিমাণ আলু মজুত, সস্তা হতে পারে বাজার দর : মোহন গঙ্গোপাধ্যায় শিশুশিক্ষা : তারাপদ রায় জঙ্গলমহল জৈন ধর্মের এক লুপ্তভুমি : সসীমকুমার বাড়ৈ ওড়িশা-আসাম-ত্রিপুরার অশোকাষ্টমীর সঙ্গে দোলের সম্পর্ক : অসিত দাস পাপমোচনী একাদশী ব্রতমাহাত্ম্য : রিঙ্কি সামন্ত ভগত সিংহের জেল নোটবুকের গল্প : কল্পনা পান্ডে নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘অমৃতসরী জায়কা’ মহিলা সংশোধনাগারগুলিতে অন্তঃসত্ত্বা একের পর এক কয়েদি, এক বছরে ১৯৬ শিশুর জন্ম : মোহন গঙ্গোপাধ্যায় ‘শোলে’র পঞ্চাশ বছর : সন্দীপন বিশ্বাস বিভাজনের রাজনীতি চালিয়ে হিন্দুত্ববাদীরা ইতিহাস পালটাতে চায় : তপন মল্লিক চৌধুরী অশোক সম্পর্কে দু-চারটে কথা যা আমি জানি : অসিত দাস চৈত্রের শুরুতেই শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হলো সন্ন্যাস মেলা : মোহন গঙ্গোপাধ্যায় প্রথম বাঙালি পরিচালকের প্রথম নির্বাক লাভ স্টোরি : রিঙ্কি সামন্ত গোপিনী সমভিব্যাহারে রাধাকৃষ্ণের হোলি ও ধ্যানী অশোকবৃক্ষ : অসিত দাস শেখাওয়াটির হোলী-হাভেলী : নন্দিনী অধিকারী সংস্কৃত সাহিত্যে অশোকবৃক্ষ যখন দোহলী : অসিত দাস প্রাণগৌরাঙ্গের প্রিয় পঞ্চব্যঞ্জন : রিঙ্কি সামন্ত ‘দ্য স্টোরিটেলার’ — শিল্প এবং বাজারের মধ্যে দ্বন্দ্ব : কল্পনা পান্ডে
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোলপূর্ণিমা ও হোলি ও বসন্ত উৎসবের  আন্তরিক শুভেচ্ছা শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

ভাবাদিঘির জট এখনও কাটেনি, বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেল চলাচল শীঘ্রই : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ২২৪ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ভাবাদিঘির জট এখনও কাটেনি। আটকে আছে রেলের কাজ। অথচ তারকেশ্বর — বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে গোঘাট পর্যন্ত। তারকেশ্বর থেকে রেল চলাচল শুরু হয়েছে অনেক দিন আগেই। অপরদিকে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেলের কাজ প্রায় সম্পূর্ণ। ময়নাপুর ও বড় গোপীনাথপুর হয়ে বিষ্ণুপুর পর্যন্ত রেল স্টেশন ও লাইন পাতার কাজ প্রায় শেষ পর্যায়ে। রেল সূত্রে জানা গেছে নতুন বছরের গোড়ার দিকে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেল চলাচল শুরু হবে। এজন্য প্রস্তুতি চলছে। ভাবাদিঘির জট কাটলেই গোঘাটের সঙ্গে সরাসরি যোগাযোগ হবে। তখনই সম্পূর্ণ হবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ।

প্রসঙ্গত, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলপথ সরাসরি কবে চলবে তার নিশ্চয়তা এখনও পাওয়া যাচ্ছে না। তবে নতুন বছরের গোড়ার দিকে মানুষজন পেতে পারে ঠাকুরের জন্মস্থান কামারপুকুরের আগেই সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে রেল পরিষেবা। যেভাবে রেলপথ তৈরির কাজ দ্রুত গতিতে চলছে তাতে আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগেই বিষ্ণুপুর থেকে জয়রামবাটি, কামারপুকুর, তারকেশ্বর সরাসরি রেলপথ চালু হয়ে যাবে বলেই ধারণা। এই মুহূর্তে ভাবাদিঘির অংশের রেল লাইনের কাজ আটকে আছে। অবশ্য তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত চলছে ট্রেন। গোঘাট থেকে কামারপুকুর ঢোকার আগে ভাবাদিঘি পর্যন্ত ট্রেন লাইনের কাজ অনেকটাই এগিয়েছে, কিন্তু ভাবাদিঘির সামান্য অংশের কাজের জন্য সরাসরি গোঘাট থেকে কামারপুকুর রেলপথ পাতার কাজ এখনো আটকে। রেল সূত্রে খবর, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলপথের বাকি কাজ দ্রুত শেষ হয়ে ট্রেন চলাচল করবে। তার আগেই বিষ্ণুপুর, ময়নাপুর, বড় গোপীনাথপুর হয়ে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর।

এদিকে ইতিমধ্যে জোরকদমে জয়রামবাটি রেল স্টেশনের কাজ চলছে। বড় গোপীনাথপুরের রেল স্টেশন তৈরি ও স্লিপার পাতার কাজ চলছে । এলাকার মানুষ খুশি এই কাজে। উল্লেখ্য, জয়রামবাটি মাতৃ মন্দিরের আদলে রেল স্টেশনের ভবন তৈরি হয়ে গেছে। বিষ্ণুপুর থেকে জয়রামবাটি আসার ক্ষেত্রে বড় গোপীনাথপুর রেলস্টেশন এলাকায় স্লিপার পাতার কাজ চলছে। বড় গোপীনাথপুর স্টেশন এলাকায় প্ল্যাটফর্মের ছাউনি ও শেড, ফুট ওভারব্রিজ তৈরির কাজ চলছে। সবচেয়ে বড় বিষয় এই স্টেশনে বা এই পথে এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর মতো প্রস্তুতি নিচ্ছে রেল কর্তৃপক্ষ। কামারপুকুর রেল স্টেশন এবং টিকিট কাউন্টার, রেল স্টেশনের প্রবেশ গেট আগেই তৈরি হয়ে গেছে। অথচ কামারপুকুর থেকে জয়রামবাটি ও গোঘাট দুদিকের কাজ সেইভাবে শুরু হয়নি।

এদিকে কামারপুকুর রেল স্টেশনে ইতিমধ্যে ইলেকট্রিক খুঁটি নামানো হয়েছে।

কামারপুকুর থেকে ভাবাদিঘির আগে পর্যন্ত ইলেকট্রিকের কাজ‌ও সেরে ফেলতে চাইছে রেল কর্তৃপক্ষ। ভাবাদিঘির অংশের কাজ দ্রুত শেষ করে  জয়রামবাটির সাথেই একসঙ্গে সরাসরি এই লাইনে ট্রেন চলাচল শুরু হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ ।

প্রসঙ্গত, রেল স্টেশনের প্ল্যাটফর্মের টাইলস, পাথর ইতিমধ্যেই এসে পৌঁছেছে। ট্র্যাকের কাজ চলছে। এছাড়া ওভার ব্রিজের কাজও শুরু হয়েছে। বড় গোপীনাথপুর স্টেশনের টিকিট কাউন্টার ভবনের কাজও চলছে। এখানে তিনটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। কামারপুকুর, জয়রামবাটি ও গোপীনাথপুর বিভিন্ন এলাকায় দফায় দফায় পদস্থ আধিকারিকরা এলাকা পরিদর্শন করছেন।

এদিকে কামারপুকুর স্টেশন আগেই মন্দিরের আদলে তৈরি হয়েছে। এখানে প্ল্যাটফর্মের শেডও তৈরি, টিকিট কাউন্টার আগেই তৈরি হয়ে গেছে।

অপরদিকে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুরের কাজও অনেকটা এগিয়ে গেছে। রেল সূত্রে খবর, ভাবাদিঘির জট রয়ে গেলেও বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচল খুব শীঘ্রই শুরু হয়ে যাবে।

এদিকে আবার রেল সূত্রে খবর জয়রামবাটি এবং কামারপুকুর এই দুটি জায়গাতেই দুটি স্টেশনে একযোগে ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে। তার আগে বিষ্ণুপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন