চার
শিবনাথ শাস্ত্রীর রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ কেবল একখানা জীবনীগ্রন্থ নয়, এটি একটি গবেষণাকর্ম। শিবনাথ শাস্ত্রীই বাংলার নবজাগরণের প্রথম ইতিহাসকার হিসেবে আলোচ্য গ্রন্থে আত্মপ্রকাশ করেছেন। বাংলা ও বাঙালির নবজাগরণের ইতিহাস রচনায় এ বই অপরিহার্য এক উপাদান, যাকে আমরা বলতে পারি আকর গ্রন্থ বা Primary Source। এ-গ্রন্থে রামতনু লাহিড়ীর জীবন-ইতিহাস, উনিশ শতকের সামূহিক অবক্ষয় এবং রামমোহন-হেয়ার-ডিরোজিও প্রভাবিত ভাব-আন্দোলন – এই ত্রিমাত্রিক বিষয় উপস্থাপিত হয়েছে। গ্রন্থটি পাঠ করার সময় মনে হয় না যে একখানা জীবনীগ্রন্থ বা সমাজ-ইতিহাসের বই পাঠ করছি; বরং মনে হয়, অন্তত আমার মনে হয়েছে, পাঠ করছি অসামান্য এক উপন্যাস। রামতনু লাহিড়ীর পঁচাশি বছরের জীবন-ইতিহাসের আধারে এ-বই বাংলাদেশের একটি বিশেষ সময়ের পতন-অভ্যুদয়ের বিশ্বস্ত বিবরণী, অসামান্য বর্ণনা। ব্যক্তির জীবনের সঙ্গে দেশজীবনকে সমীকৃত করে লেখা এমন বই বাংলা সাহিত্যে এই-ই প্রথম।
টীকা ও তথ্যনির্দেশ
১. মিলন দত্ত (সম্পাদক), রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ (কলকাতা : রত্নাবলী, ২০০৩), দ্র. ‘ভূমিকা’।
২. পূর্বোক্ত।
৩. শিবনাথ শাস্ত্রী, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ (ঢাকা : নবযুগ প্রকাশনী, ২০১১), দ্র. ‘ভূমিকা’।
৪. বরুণকুমার চক্রবর্তী, সাহিত্য অন্বেষা (কলকাতা : অপর্ণা বকু ডিস্ট্রিবিউটার্স, ১৯৯৯), পৃ ৫৬।
৫. শিবনাথ শাস্ত্রী, পূর্বোক্ত, দ্র. ‘ভূমিকা’।
৬. রামতনু লাহিড়ীর পুত্র শরৎকুমার লাহিড়ীর অনুরোধে শিবনাথ শাস্ত্রী রচনা করেন রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ। শিবনাথ শাস্ত্রী গ্রন্থটি লেখা আরম্ভ করেন ১৮৯৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে, শেষ করেন ১৯০৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে। দীর্ঘ আট বছরের কঠিন সাধনায় রচিত হয়েছে বাংলা সাহিত্যের অনুপম এই গ্রন্থ। শিবনাথ শাস্ত্রী গ্রন্থটির ভূমিকা লেখেন ১৯০৩ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর। সে-হিসাবে অনেকেই গ্রন্থটির প্রকাশসাল হিসেবে ১৯০৩ খ্রিষ্টাব্দ উল্লেখ করে থাকেন। কিন্তু এটি প্রকাশিত হয় ১৯০৪ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি। দ্রষ্টব্য : রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ (সম্পাদক : বারিদবরণ ঘোষ, কলকাতা : নিউ এজ পাবলিশার্স প্রা. লি., ২০০৩), ভূমিকাংশ দেখুন।
৭. শিবনাথ শাস্ত্রী, পূর্বোক্ত, দ্র. ‘ভূমিকা’।
৮. পূর্বোক্ত, পৃ ৫৬।
৯. পূর্বোক্ত, পৃ ৫৬-৫৭।
১০. পূর্বোক্ত, পৃ ৫৭-৫৮।
১১. পূর্বোক্ত, পৃ ১৮৬।
১২. পূর্বোক্ত, পৃ ৫৫-৫৬।
১৩. দেওয়ান কার্ত্তিকেয়চন্দ্র রায়, ক্ষিতীশবংশাবলীচরিত। উদ্ধৃত : শিবনাথ শাস্ত্রী, পূর্বোক্ত, পৃ ৪০।
১৪. শিবনাথ শাস্ত্রী, পূর্বোক্ত, পৃ ১০১।
১৫. পূর্বোক্ত, পৃ ৫০।
১৬. পূর্বোক্ত, পৃ ১০৭-১০৮।
১৭. পূর্বোক্ত, পৃ ১৩৮-১৩৯।
১৮. পূর্বোক্ত, পৃ ২২৯-২৩০।
১৯. পূর্বোক্ত, পৃ ২৭২-২৭৩।
২০. পূর্বোক্ত, পৃ ২৭৭।
২১. পূর্বোক্ত, পৃ ৯।
২২. পূর্বোক্ত, পৃ ৩২।
২৩. পূর্বোক্ত, পৃ ২৭৫।
২৪. পূর্বোক্ত, পৃ ১৫৪।
২৫. রামানন্দ চট্টোপাধ্যায়, ‘গ্রন্থ-সমালোচনা’, প্রবাসী, কলকাতা, চৈত্র ১৩৪০।
২৬. ‘গ্রন্থ-সমালোচনা’, ভারতী, কলকাতা, জ্যৈষ্ঠ ১৩১১, পৃ ১৯১-১৯২।