কার্ল মার্কসের সন্তান-সন্ততি : সন্তান-বিয়োগ ব্যথা
কার্ল মার্কস ও জেনি মার্কসের সন্তান-সন্ততির তালিকা : জেনি (জেনিশেন) মার্কস (Jenny Carolina Marx) (১৮৪৪-১৮৮৩), লরা মার্কস (Jenny Laura Marx) (১৮৪৫-১৯১১), এডগার মার্কস (Edgar Marx) (১৮৪৭-১৮৫৫), হাইনরিখ গুইডো (ফক্সেন) মার্কস (Henry Edward Guido Marx) (১৮৪৯- ১৮৫০), ফ্রানজিৎস্কা মার্কস (Jenny Eveline Franziska Marx) (১৮৫১-১৮৫২), এলেনর (টুসি) মার্কস (Eleanor (Tussy) Marx) (১৮৫৫- ১৮৯৮)।
লণ্ডনে থাকার সময়ে মার্কস পরিবার শুধু অসুস্থতা ও দারিদ্র্যের দ্বারা তাড়িত হন নি, মৃত্যুর কালো ছায়া তাঁদের তাড়িত করেছে ভীষণভাবে।
প্যারিস থেকে অনেক কষ্টে গর্ভবতী জেনি এসে পৌঁছালেন লণ্ডনে। দু মাস বাদে ১৮৪৯ সালের ৫ নভেম্বর জন্ম হল হাইনরিখ গুইডোর। তার ডাক নাম ছিল ফক্সেন। কার্ল তাকে আদর করে ডাকতেন ‘গান পাউডার প্লটার’ বলে। অসুস্থ ছেলে। তার উপর তার ছিল খিঁচুনি রোগ।। বছরখানেক বাদেই সে ঢলে পড়ল মৃত্যুর কোলে। মার্কস তাঁর ম্যাঞ্চেস্টারবাসী বন্ধু এঙ্গেলসকে চিঠিতে লিখছেন, ‘ আমাদের ছোট্ট গানপাউডার প্লটার আজ সকাল দশটায় চলে গেল আমাদের ছেড়ে। একটু আগেও সে বেঁচে ছিল। মৃত্যু এল হঠাৎ।’ চিঠিতে মার্কস এঙ্গেলসকে সান্ত্বনা দিতে বললেন জেনিকে। জেনি তাঁর জীবনের ঝুঁকি নিয়ে শিশুটির দেখভাল করছিলেন।
১৮৫১ সালের ১৪ মার্চ জন্ম নিল কন্যা ফ্রানজিৎস্কা। জন্ম থেকে অসুস্থ সে। তার উপর ব্রঙ্কাইটিশের মারাত্মক আক্রমণ। জেনির একটি চিঠিতে আছে তার মৃত্যুর খবর, ‘গত তিন দিন ধরে হতভাগিনী লড়াই করেছে মৃত্যুর সঙ্গে। এখন ঘরের মধ্যে পড়ে আছে তার ছোট্ট, প্রাণহীন দেহ। সে দৃশ্য সহ্য করতে না পেরে আমরা ঘর থেকে রাস্তায় বেরিয়ে এলাম। রাত নামতে ঘরে এসে সেই মৃত শিশুর পাশে আমরা শুয়ে পড়লাম।’
১৮৫৫ সাল।
আট বছরের এডগার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ল। কার্ল মার্কসের ম্যাঞ্চেস্টার যাবার কথা। অসুস্থ ছেলেকে ছেড়ে গেলেন না তিনি। প্রাণচঞ্চল ছেলে ছিল এডগার। সকলে ভালোবাসত তাকে। কার্ল মার্কস বা মুরের বড় প্রিয় ছিল সে। ১৮৫৫ সালের ৬ এপ্রিল বাবার কোলে ঘুমোতে ঘুমোতে সে ঢলে পড়ল মৃত্যুর কোলে।
জেনি তাঁর স্মৃতিকথায় সে মৃত্যুর কথা লিখেছেন এইভাবে : ‘সে ছিল আমার বড় প্রিয়। তার উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হত সকলে। সে ছিল আমার প্রিয় কার্লের আশা, আনন্দ আর গর্ব। তার এই চির বিদায় আমি সহ্য করতে পারছি না।’
এডগারের অন্ত্যেষ্টিক্রিয়ার বর্ণনা দিয়েছেন লাইবনেখট : “আমরা একটা গাড়িতে যাচ্ছিলাম। হাতের মধ্যে মাথা রেখে কার্ল চুপচাপ বসেছিলেন। আমি তাঁকে সান্ত্বনা দেবার জন্য বললাম, ‘মুর, তোমার স্ত্রী আছে, মেয়েরা আছে, আমরা আছি’ … তিনি তখন বললেন, ‘ তোমরা তো আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে পারবে না!”
এডগার চলে যাবার পরে তাঁদের কোলে আসে এলেনর। কিন্তু এলেনরের পরে আর যে এক মেয়ে জন্মায়, সে জন্মের পরেই ঢলে পড়ে মৃত্যুর কোলে। (ক্রমশ)