বৃহস্পতিবার | ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪২
Logo
এই মুহূর্তে ::
কেন বারবার মণিপুরে আগুন জ্বলে আর রক্ত ঝড়ে : তপন মল্লিক চৌধুরী শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (শেষ পর্ব) : বিশ্বজিৎ ঘোষ হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (প্রথম পর্ব) : অভিজিৎ রায় শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (ষষ্ঠ পর্ব) : বিশ্বজিৎ ঘোষ জগদীশ গুপ্তের গল্প, কিছু আলোকপাত (শেষ পর্ব) : বিজয়া দেব শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (পঞ্চম পর্ব) : বিশ্বজিৎ ঘোষ পথিক, তুমি পথ হারাইয়াছ? : দিলীপ মজুমদার শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (চতুর্থ পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (শেষ পর্ব) : দিলীপ মজুমদার শতবর্ষে সঙ্গীতের ‘জাদুকর’ সলিল চৌধুরী : সন্দীপন বিশ্বাস সাজানো বাগান, প্রায় পঞ্চাশ : অমর মিত্র শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (তৃতীয় পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (একাদশ পর্ব) : দিলীপ মজুমদার খাদ্যদ্রব্যের লাগামছাড়া দামে নাভিশ্বাস উঠেছে মানুষের : তপন মল্লিক চৌধুরী মিয়ানমারের সীমান্ত ও শান্তি প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (দ্বিতীয় পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (দশম পর্ব) : দিলীপ মজুমদার বুদ্ধদেব গুহ-র ছোটগল্প ‘পহেলি পেয়ার’ ‘দক্ষিণী’ সংবর্ধনা জানাল সাইকেলদাদা ক্যানসারজয়ীকে : দিলীপ মজুমদার শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী (প্রথম পর্ব) : বিশ্বজিৎ ঘোষ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (নবম পর্ব) : দিলীপ মজুমদার স্বাতীলেখা সেনগুপ্ত-র ছোটগল্প ‘তোমার নাম’ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (অষ্টম পর্ব) : দিলীপ মজুমদার অচিন্ত্যকুমার সেনগুপ্ত-র ছোটগল্প ‘হাওয়া-বদল’ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (সপ্তম পর্ব) : দিলীপ মজুমদার প্রবোধিনী একাদশী ও হলদিয়ায় ইসকন মন্দির : রিঙ্কি সামন্ত সেনিয়া-মাইহার ঘরানার শুদ্ধতম প্রতিনিধি অন্নপূর্ণা খাঁ : আবদুশ শাকুর নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘শুভ লাভ’ কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (ষষ্ঠ পর্ব) : দিলীপ মজুমদার কার্ল মার্কসের আত্মীয়-স্বজন (পঞ্চম পর্ব) : দিলীপ মজুমদার
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আন্তরিক শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

দেড় হাজার বছর প্রাচীন ঘোষগ্রামের লক্ষীকথা : রিঙ্কি সমন্ত

রিঙ্কি সমন্ত / ১৯০ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত ঘোষগ্রাম। এই গ্রামের মহালক্ষ্মী মন্দির প্রায় দেড় হাজার বছরের পুরনো। রাজা হর্ষবর্ধনের আমল থেকেই নাকি পালিত হয়ে আসছে মায়ের পুজো।অবশ্য এ নিয়ে বিতর্ক আছে। শোনা যায়, দয়াল ঘোষ নামে এক কৃষকের হাতে মা প্রতিষ্ঠা পেয়ে ছিলেন। সেই প্রতিষ্ঠা লাভের কাহিনী আজও ঘোষ গ্রামের মাঠে-ঘাটে শোনা যায়। জানা যায় দয়াল ঘোষের নামানুসারে এই গ্রামের নাম হয়েছে ঘোষগ্রাম।

দয়াল ঘোষ ছিলেন সরল ধর্মপরায়ণ এক কৃষক। গ্রামের অন্যান্য কৃষকদের মতোই হালচাষ করে বছরে একবার ধান উৎপাদন করে সংসার চালাতেন। প্রতিবছর বর্ষাকালের অঝোর ধারায় মাটি যখন উর্বর হয়ে ওঠে মা লক্ষ্মীর কৃপায় মাটির বুক চিরে সোনার ফসল ঘরে তুলতেন।

এমনই এক শ্রাবণ মাসের ঘটনা, দিনটা ছিল বৃহস্পতিবার।সারারাত প্রবল বৃষ্টি হয়ে মাঠঘাট জলে থৈথৈ। তার জমির পাশেই তরতর বেগে দুকুল ছাপিয়ে ভরা যৌবনে বয়ে চলেছে একটি উত্তর বাহিনী স্রোতস্বিনী কাঁদর (সেচের জলবাহী নালা যা বড় নদীর সঙ্গে গিয়ে মিশে)।

ভোরবেলা লাঙল নিয়ে খুশি মনে দয়াল ঘোষ গেছে ধান চাষ করতে। সকালে মেঘ কেটে সূর্য উঠেছে। বেলা হলে আদরেরছোট ছেলে খাবার নিয়ে এসে ডাক দিল বাবাকে। জলে হাত পা ধুয়ে ধরা খেতে বসলো দয়াল। ছোট ছেলেটি নজর গেল ফড়িং আর দিকে। প্রবল বৃষ্টির পর মাঠে মাঠে ফড়িং বেড়াচ্ছে, শিশু মন ফড়িং ধরার তীব্র বাসনা জাগলো। কিন্তু অনেক ছোটাছুটি করেও একটি ফড়িংও ধরতে পারল না।

ক্ষুব্ধ অভিমানী শিশু মনের চোখ পড়লো এবার কাঁদরের জলে প্রস্ফুটিত পদ্মফুলের ওপর। ছুটলো বাবার কাছে পদ্মফুলটিকে তুলে দেওয়ার জন্য। অবাক হলেন দয়াল, কাঁদারের জলে আবার পদ্মফুল কি! নাছোড়বান্দা ছেলের আবদার মেনে দয়াল এলেন জলের কাছে। সত্যি তো স্রোতস্বিনী কাঁদরের জলে ফুটে আছে এক ধবধবে সাদা পদ্ম, চোখ ধাঁধিয়ে যায় এত সুন্দর এই ফুল দেখে। বিস্ময় আর উৎফুল্ল হৃদয় নিয়ে কারো একটা অজানা আহ্বানে জলে নামলেন দয়াল।

ফুল তো তোলা যাচ্ছে না, কিছুতেই তার কাছে পৌঁছন যাচ্ছে না । সাদা ধবধবে পাপড়ির ফুলটি হঠাৎ জলে যেন অদৃশ্য হয়ে গেল। ভয় পেয়ে গেলেন দয়াল। জল ছেড়ে উঠে এলেন। সেদিন দয়ালের চাষবাস মাথায় উঠলো, বাড়ি ফিরলেন ছেলেকে নিয়ে।

বাড়ি ফিরে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লেন টের পেলেন না। গভীর রাতে স্বপ্ন এলো আবার সেই কাঁদরের জলে ফুটে ওঠা শ্বেত পদ্মগুলো। পদ্মগুলো ধরতে তিনি জলে ডুব দিলেন। মিশমিশে কালো জল, চারিদিক অন্ধকার। গভীর থেকে গভীর জলে ডুব দিতে, ক্রমশঃ শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো।

হঠাৎই অন্ধকার ভেদ করে হলুদ আলোর এক উজ্জ্বল জ্যোতির নারী  মূর্তি। ভুবন ভোলানো মনোহারিণী অপরূপা দেবী প্রকট হলেন দয়ালের সামনে। লাল শাড়ি, নানারকম অলংকারে সজ্জিতা, এক হাতে পদ্ম অন্য হাতে ধানের গোছা, আলতা রাঙানো পাদুখানি সেই শ্বেতপদদের ওপর, পাশে একটি সাদা পেঁচা। দয়াল করজোড়ে বললেন, ‘মা তুমি কে’?

ধ্যানরতা দেবী চোখ খুলে মধুর কন্ঠে বললেন, ‘আমি তোদের গ্রামের দেবী লক্ষী। নিত্য পূজিত হই তোদের সংসারে। আমি তোর ওপর প্রসন্ন। জলস্রোতে দেখা শ্বেত পদ্মের আকারে আমি বিরাজ করছি। তুই আমাকে প্রতিষ্ঠা কর সাকার রূপে’।

দয়াল বললেন, ‘মা আমি তো গরিব, তোমায় কিভাবে পুজো করবো স্থাপনা করব? তোমার কোন রূপ আমি জানি না।

স্মিত হেসে মা বললেন, ‘তুই যে বিকশিত পদ্মফুল জলে দেখেছিস, তাতেই আমি দাঁড়িয়ে থাকবো। আর স্বপ্নে দেখা সাকার রূপেই হবে আমার বৈদিক প্রাণ প্রতিষ্ঠা। আমার প্রতিষ্ঠা করার কাজে তোকে সাহায্য করবে গ্রামের পশ্চিম প্রান্তে নিম গাছের তলায় সাধণরত সন্ন্যাসী’। এই বলে অন্ধকারে মিলিয়ে গেলেন মঙ্গলদায়িনী ।

চকিতে ঘুম ভাঙলো দয়ালের। পূর্ব আকাশে তখন সূর্যদেবের উদয় হয়েছে। মায়ের নির্দেশ মতো দয়াল গেলেন নিমগাছেরে তলায় ধ্যানরত সৌম্যকান্তি গেরুয়া বসনধারী কামদেব ব্রহ্মচারীর কাছে। তিনি বাংলাদেশের ফরিদপুর থেকে এসেছিলেন। দয়াল সমস্ত কথা খুলে বললেন ব্রহ্মচারী কাছে। সেই শুনে ব্রহ্মচারী আশ্বস্ত করে বললেন, আগামী কোজাগরী পূর্ণিমার দিন মায়ের শুভ প্রতিষ্ঠা হবে।

এর কিছুদিন পর স্বপ্নাদেশ মত সেই নিম গাছের কাঠ কেটে কামদেব ব্রহ্মচারী গঙ্গামাটির প্রলেপ দিয়ে বানালেন মায়ের অপূর্ব মূর্তি। শুরু হয় কাঁদরের শ্বেতপদ্মে মায়ের পূজা।পরবর্তীকালে কান্দির রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র সিং ওরফে লালাবাবু খবর পেয়ে এই গ্রামে এসে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। ক্রমে ক্রমে মায়ের মহিমা প্রচার হতে লাগলো। শোনা যায়, সেই সময় থেকেই গ্রামের কোনও বাড়িতে আর আলাদা করে লক্ষ্মীপুজো হয় না।

মায়ের মহিমার একাধিক কাহিনী ছড়িয়ে আছে এলাকায় বিশেষ করে উপলাই গ্রামের মানুষ বিত্তশালী হওয়ার পেছনে ঘোষগ্রামের লক্ষ্মী মায়ের অবদান বলে মানা হয়। ছিয়াত্তরের মন্বন্তরের সময়  ঘটেছিল সেই আশ্চর্যজনক এক ঘটনা। খিদের জ্বালায় মানুষ ঘটিবাটি বেচে গ্রাম ছেড়ে যখন চলে যাচ্ছিল, উপলাই গ্রামের দুই ভাই ঠিক করলেন ঘরের কিছু ধান বেঁচে তারাও চলে যাবে। রাতের অন্ধকারে মাপতে শুরু করলেন ধান। কুনকি দিয়ে মাপার সময় কেঁদে কেঁদে মা লক্ষ্মীকে বলতে লাগলেন, ‘এতদিন তোমার সেবা করলাম ভক্তি সহকারে,আজ কিনা ঘর ছেড়ে পালাতে হচ্ছে! মা এই তোমার কেমন বিচার!’

ভক্তের করুণ আর্তিতে মায়ের মন গললো। ধান মাপা চলতেই লাগল সারারাত ধরে, উঠান ভরে গেল, ধানের গোলা ছাপিয়ে গেল। মায়ের কৃপায় আর তাদের পালানো হলো না। ঘোষগ্রামের মা লক্ষ্মী সম্পর্কে আজও একটি প্রবাদ চালু আছে। “ঘোষগ্রামের খায় দায়, উপলাইয়ে বর দেয়।”

দয়াল ঘোষও মা লক্ষ্মীর অকৃপন আশীর্বাদ পেয়েছে। যদিও তার একবার মতিভ্রম হয়েছিল, নানা ঘটনার পর তিনি সম্বিত ফিরে পান এরপর তার পরবর্তী বংশধরেরা মায়ের সেবাপুজোর দায়িত্ব নেয়। প্রতিদিন প্রাতে ফলপ্রসাদ, অপরাহ্নে পাঁচ সের দুধ, ৫ ছটাক আতপ এবং পাঁচ ছটাক চিনি দিয়ে মায়ের পায়সান্ন ভোগ নিবেদিত হয়। আর সন্ধ্যার আরতি শেষে দুধ মিষ্টি ফল দিয়ে শীতল সমাপন হয়। এখনো সেই প্রথাই চলে আসছে।

মূলত পৌষ মাসে ঘোষ গ্রামে লক্ষ্মী মায়ের প্রধান পূজা, পৌষ মাসে বৃহস্পতিবার গুলি দূরদূরান্ত থেকে বহুমানুষ আসেনি পুজো দিতে। এ ছাড়া মায়ের যজ্ঞের ছাই আশেপাশের ৫১টি গ্রামে পৌঁছে দেয়া হয়। ধানের গলায় সেই ছাই ফেলে নতুন ধান তবে ফেলা শুরু হয়। পৌষ মাসের মন্দির প্রাঙ্গণে বসে মেলা।

কোজাগরি লক্ষ্মী পূজার দিন হয় বিশেষ পূজানুষ্ঠান। ৯টি ঘটে জল ভরে নবঘটের পুজো করা হয়। তা ছাড়াও ১০৮টি ক্ষীরের নাড়ুর নৈবেদ্য দেওয়া হয় দেবীর কাছে।

তবে ২৮ শে আশ্বিন থেকে ২রা কার্তিকের মধ্যে যদি লক্ষীপূজো পরে তবে সে বছর মন্দিরে পুজো হয় না। কারণ ওই চারদিন মন্দির বন্ধ থাকে। প্রচলিত আছে ওই কদিন মা দেশ ভ্রমণে যান। এ বছরেও সেই নিয়ম উলঙ্ঘন হয়নি। মা ফিরে এলে হরিনাম সংকীর্তন ও যজ্ঞ করে মন্দিরের দরজা খোলা হবে।মন্দিরের সেবাইতরা লক্ষ্মী পূজার আগের দিন সন্ধ্যা আরতির প্রদীপ থেকে ৫১টি খড়ের বর অর্থাৎ ধানের গোলার বাঁধা দড়িতে আগুন জ্বালিয়ে পৌঁছে যান স্বপ্নাদেশ প্রাপ্ত একান্নটি গ্রামে। সেই বরের আগুন থেকে জ্বলে ওঠে হাজারো প্রদীপ।

মা মঙ্গলদায়িনী, করুণাময়ী। তার কৃপায় সোনার ফসল ফলে মাঠে মাঠে, ঘরে ঘরে জ্বলে মঙ্গলদীপ। তার আলতা পরা পায়ের স্পর্শে গৃহে সুখ আসে। বাংলা সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে জড়িত তিনি। তিনি সর্বত্র বিরাজ করছেন। কোজাগরি পূর্ণিমার এই পুণ্য তিথিতে মায়ের কৃপায় তার সকল সন্তান যেন থাকুক ‘দুধে ভাতে’ এটুকুই প্রার্থনা করি।।


আপনার মতামত লিখুন :

One response to “দেড় হাজার বছর প্রাচীন ঘোষগ্রামের লক্ষীকথা : রিঙ্কি সমন্ত”

  1. Pallab Dey says:

    অসাধারণ লেখনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন