শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাকাশ দিবস পালন করল খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়। এদিন বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী মহাকাশ বিষয়ক এক আলোচনাচক্রে যোগদান করেন। এছাড়া মহাকাশ বিষয়ক এক কু্ইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২০২৩ সালের ২৩ অগাষ্ট ভারতবর্ষের গর্বের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এই দিনটিকে স্মরণে রাখার জন্য ভারত সরকার ২৩ অগাষ্ট দিনটিকে ভারতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করে।
এই বিশেষ দিনটিকে স্মরণে রাখার জন্য রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মহাকাশ বিষয়ক একটি সেমিনার এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে যোগদান করে। প্রধান শিক্ষক অমিত আঢ্য জানান,মহাকাশ নিয়ে পড়াশোনা করে কিভাবে মহাকাশ গবেষণায় ছাত্রছাত্রীরা নিজেকে নিয়োজিত করতে পারবে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। এই বিষয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত।