আজ ৩ জুন। ১৯৭৩ সালের আজকের দিনেই জয়া ভাদুড়িকে বিয়ে করেন অমিতাভ বচ্চন। ৪৭ বছর পর বুধবার ৩ জুন টুইট করে এই দিনেই বিয়ের কারণ জানিয়েছেন বিগ বি। ১৯৭৩ সালের ১১ মে মুক্তি পেয়েছিল অমিতাভ-জয়ার ‘জঞ্জির’। অমিতাভ লিখেছেন, ‘জঞ্জির’ যদি হিট করে তাহলে প্রথম লন্ডনে গিয়ে বন্ধুরা মিলে সেলিব্রেট করব বলে ঠিক করি। বাবাকে সে কথা জানাতে উনি জিজ্ঞাসা করেন, কারা সঙ্গে যাবে? নাম বলতেই জয়ার নাম শুনে বাবা বলেন, ‘হয় তাঁকে বিয়ে করে তারপর লন্ডন যাবে, নয়তো যাবে না।’ বাবার সেই নির্দেশ পালন করেছিলাম।