মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভিনরাজ্যে আটকে পড়া এ রাজ্যের মানুষদের নিয়ে প্রথম ট্রেন এসে পৌঁছাল। মঙ্গলবার ৫ মে সকালে ট্রেনটি ডানকুনি স্টেশনে এসে পৌঁছায়। সোমবার ১১৮৮ জনকে ট্রেনটি রওনা দিয়েছিল বলে জানা গিয়েছে।
এঁরা সকলেই আজমের দরগা এলাকায় আটকে পড়েছিলেন। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে এবং সবরকম সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করেই ফিরিয়ে আনা হলো এই মানুষদের। সকলেই ফেরার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিন সকাল ১১টা নাগাদ ডানকুনি স্টেশনে পৌঁছায় নন স্টপ ট্রেনটি। মন্ত্রী মলয় ঘটক, তপন দাশগুপ্ত, হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ নিশেষ ঘোষ, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী-সহ জেলার বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন ডানকুনি স্টেশনে।
ট্রেন থেকে নামার পর শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর ট্রেকার ও বাসে করে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। জেলাশাসক জানান, ৬৪টি বাস ও ৪২টি ছোটো গাড়ি করে পাঠানো হয় শ্রমিকদের। রাজ্য সরকারের পক্ষ থেকে জল ও খাবার-সহ সব রকমের ব্যবস্থা করা হয়।
প্রত্যেককে থার্মাল স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষা করে তবে বাসে তোলা হয়। কোনও উপসর্গ না থাকায় স্বাস্থ্য দফতরের তরফে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হয়। হাওড়া,দুই ২৪ পরগনা, বর্ধমান, নদিয়া,দুই মেদিনীপুর-সহ বিভিন্ন জেলার মানুষজন ঘরে ফিরতে পেরে খুশি। প্রত্যেককে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ছবি ও সংবাদ সহায়তায় : সুভাষ মজুমদার
নিচের ভিডিওতে দেখুন—