সোমবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:০৩
Logo
এই মুহূর্তে ::
সাসারামের রোহতাসগড়, বৃহতের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ : নন্দিনী অধিকারী জমিদার রবীন্দ্রনাথ : আহমাদ ইশতিয়াক আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আবেদন মুখ্যমন্ত্রীর, এবারও অধরা রইলো আলোচনা : সুমিত ভট্টাচার্য জগদীশ গুপ্তের গল্প, কিছু আলোকপাত (ষষ্ঠ পর্ব) : বিজয়া দেব চাষির দুঃখের ঘরে সাপের বাসা, আজও রেহাই নেই ছোবলের হাত থেকে : মোহন গঙ্গোপাধ্যায় সল্টলেক তথা লবণহ্রদই কি কুচিনান : অসিত দাস পদ্মা বা পার্শ্বপরিবর্তনী একাদশী ব্রতকথা : রিঙ্কি সামন্ত জয়া মিত্র-র ছোটগল্প ‘ছক ভাঙার ছক’ কত দিন বিনা চিকিৎসায় চলে যাবে অসুস্থ মানুষের প্রাণ? প্রশ্ন দেশ বাঁচাও গণমঞ্চের : সুমিত ভট্টাচার্য দেবী করন্দেশ্বরীর পূজো ঘিরে উৎসবের আমেজ মন্তেশ্বরের করন্দা : প্রবীর কুমার সামন্ত প্রেতবৈঠকে (প্ল্যানচেট) আত্মার আগমন : দিলীপ মজুমদার সংগীত সাধক ধনঞ্জয় ভট্টাচার্য : রিঙ্কি সামন্ত শিক্ষা থেকে স্বাস্থ্যের অন্দরে বাহিরে বিরাজমান সিণ্ডিকেট : তপন মল্লিক চৌধুরী কবিতা সিংহ-এর ছোটগল্প ‘পশ্চিম রণাঙ্গন আজ শান্ত’ কলকাতার আর্মেনিয়ান জনগোষ্ঠী : অসিত দাস মঙ্গলবারের মধ্যে কাজে ফিরুন — সুপ্রিম ধমক, উৎসবে ফিরুন — মমতা : মোহন গঙ্গোপাধ্যায় জগদীশ গুপ্তের গল্প, কিছু আলোকপাত (পঞ্চম পর্ব) : বিজয়া দেব বিবিসির ইয়ংগেস্ট হেডমাস্টার বাবর আলী (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত হাঁসের ডিমের উৎপাদন বাড়াতে এগিয়ে এল রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতর : মোহন গঙ্গোপাধ্যায় এ আমার এ তোমার পাপ : দিলীপ মজুমদার জগদীশ গুপ্তের গল্প, কিছু আলোকপাত (চতুর্থ পর্ব) : বিজয়া দেব রোহিঙ্গা সংকট — ত্রান সহায়তা ও কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বহুমুখী পদক্ষেপ নিতে হবে : হাসান মোঃ শামসুদ্দীন দেশের সর্বোচ্চ আদালতে কি তিলোত্তমা সুবিচার পাবে : তপন মল্লিক চৌধুরী বিবিসির ইয়ংগেস্ট হেডমাস্টার বাবর আলী (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত সময় হোক বা পরিস্থিতি, প্রণাম সব শিক্ষককেই : প্রাণকৃষ্ণ ঘোষ জগদীশ গুপ্তের গল্প, কিছু আলোকপাত (তৃতীয় পর্ব) : বিজয়া দেব রোহিঙ্গা সংকটের সাত বছর — বাংলাদেশ ও মিয়ানমার পরিস্থিতি : হাসান মোঃ শামসুদ্দীন রবিবাবুর নোবেল রহস্য : সাইফুর রহমান জগদীশ গুপ্তের গল্প, কিছু আলোকপাত (দ্বিতীয় পর্ব) : বিজয়া দেব স্যার এই পুরস্কার আপনারই প্রাপ্য — নোবেলজয়ী বিজ্ঞানী ডঃ আব্দুস সালাম : রিঙ্কি সামন্ত
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে সকল বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ কৌশিকী অমাবস্যার-র আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

সময় হোক বা পরিস্থিতি, প্রণাম সব শিক্ষককেই : প্রাণকৃষ্ণ ঘোষ

প্রাণকৃষ্ণ ঘোষ / ১০৩ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

শিক্ষক দিবসের আগের দিন সন্ধ্যায় ভাইপোকে নিয়ে কলম কিনতে বেরিয়ে খেয়াল করলাম, খাতা কলমের দোকানগুলিতে চোখে পড়ার মতোই ভিড়। শিক্ষকদের জন্য কলম, ডায়েরি ইত্যাদি উপহার কেনার জন্যই মূলত নানা বয়সের লোকজন লাইনে দাঁড়িয়েছেন। খুব ভালো কথা। সেই সমস্ত উপহার পৌঁছে যাক সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের কাছে। এভাবেই শিক্ষক সমাজ ও ছাত্র সমাজের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হোক। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় এক সুতোয় বাঁধা পড়ুক আগামীর সমাজ ও সমাজ গঠনের কারিগরেরা। একসঙ্গে একাত্ম হয়ে উঠি বাবা-মা, কাকা-কাকিমা, দাদু-ঠাকুমা মতো শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও।

পাশাপাশি, আসুন না একটু অন্যভাবে দেখি শিক্ষার ব্যাপারটা। সময় আমাদের অনেক বড় কিছু শেখাতে সাহায্য করে। এই ধরুন না এই লেখাটিও ঠিক সময়ে সম্পাদকের কাছে না পৌঁছে দিতে পারলে এই লেখা গুরুত্বহীন। ভাবুন দুই সেকেন্ড এর এদিক ওদিক হলেই সূর্য কুমার যাদবের হাত থেকে ক্যাচ বেরিয়ে যেতে পারতো। ভারত চব্বিশের বিশ্বকাপ হেরেও যেতে পারতো। সেসব হয়নি টাইমিং ঠিক ছিল বলে। আবার টাইমিং এর জন্যই আমরা পথে ঘাটে দুর্ঘটনার কবলে পড়ি বা দুর্ঘটনা থেকে রেহাই পাই। তাই সময়ের যে শিক্ষা তাকে গুরুত্ব দিতেই হবে।

এবার একটু জীবনের শিক্ষক হিসেবে পরিস্থিতিকে দেখা যাক। জীবনে পরিণত হতে গেলে পরিস্থিতির প্রভাব কোনোভাবেই অস্বীকার করা যাবে না। পরিস্থিতির মোক্ষম দাওয়ায়েই আমরা ঠেকে ঠেকে শিখি। পরিস্থিতি এমন একটা পরিসর যা রাতারাতি একজন কুঁড়ে মানুষকে করে তুলতে পারে সুপার অ্যাকটিভ। একজন খারাপ মানুষ কে ভালো মানুষ। একজন বোকাকে বুদ্ধিমান। তাই মাথা নোয়াতেই হবে পরিস্থিতি নামক শিক্ষকের কাছেও।

আসুন এই শিক্ষক দিবসে, প্রথাগত শিক্ষক-শিক্ষিকাদের প্রণাম জানানোর পাশাপাশি কুর্ণিশ জানাই সময়ের শিক্ষাকে, পরিস্থিতির শিক্ষাকে। আজ সম্মান জানাই সেই অটোওয়ালাকে যিনি শিখিয়েছিলেন সততার মূল্য। সম্মান জানাই সেই ডেলিভারি বয়কে যিনি শিখিয়েছিলেন শ্রমের মূল্য। সম্মান জানাই সেই কাজের দিদিকে যিনি দিয়েছিলেন মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাঠ। সম্মান জানাই সেই রাস্তার কুকুরটিকে যার কাছে প্রথম শিখেছিলেন লড়াই করে বাঁচার নামই জীবন। আসুন।


আপনার মতামত লিখুন :

2 responses to “সময় হোক বা পরিস্থিতি, প্রণাম সব শিক্ষককেই : প্রাণকৃষ্ণ ঘোষ”

  1. Adrija Mandal says:

    খুব ভালো হয়েছে লেখাটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন