সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ল। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, গত বছর বাঘশুমারিতে একটি বাঘ বেড়ে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৮৮। সেটা বেড়ে এবার হয়েছে ৯৬। আশা করছি, আগামী বছরের মধ্যেই সুন্দরবনে বাঘের সংখ্যা সেঞ্চুরি ছাড়াবে। বছরে বৃদ্ধির সংখ্যা ডাবল ডিজিটে নিয়ে যাওয়াই লক্ষ্য। বনমন্ত্রীর বলেন, এটা মা-মাটি-মানুষ সরকারের সাফল্য। সুন্দরবনে ৩৭০০ বর্গ কিলোমিটার বনাঞ্চলে বাঘ দেখা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ম্যানগ্রোভ বনাঞ্চল বৃদ্ধি করা হয়, বৃক্ষরোপণ করে। চোরাশিকারীরা যাতে শিকার করতে না পারে, গাছ কেটে না নিতে পারে সেজন্য আমরা স্পেশাল টাস্ক ফোর্স গড়ি। তার ফলে বাঘের সংখ্যা শুধু বাড়েনি বাঘগুলির স্বাস্থ্য রিপোর্ট ভালো। অর্থাৎ শিকার পেতে বাঘগুলির অসুবিধা হচ্ছে না।