বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩
Logo
এই মুহূর্তে ::
কবিতার শত্রু মিত্র : ড. পুরুষোত্তম সিংহ অদ্বৈত মল্লবর্মণ — প্রাবন্ধিক ও সাহিত্য-সমালোচক (চতুর্থ পর্ব) : রহমান হাবিব মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-এর ছোটগল্প ‘রেফারী’ অদ্বৈত মল্লবর্মণ — প্রাবন্ধিক ও সাহিত্য-সমালোচক (তৃতীয় পর্ব) : রহমান হাবিব কাশ্মীরী মন্দির — অবহেলায় না অনীহায়? অবন্তীস্বামী ও মার্তন্ড মন্দির : মৈত্রেয়ী ব্যানার্জী মমতার স্পষ্ট বার্তা — আগে বাংলার মানুষ আলু খাবে, তারপর বাইরে পাঠানো হবে : মোহন গঙ্গোপাধ্যায় অদ্বৈত মল্লবর্মণ — প্রাবন্ধিক ও সাহিত্য-সমালোচক (দ্বিতীয় পর্ব) : রহমান হাবিব লঙ্কা চাষ বাড়ছে, লাভবান চাষিরা, রপ্তানি বাড়াতে রাজ্য সরকারের উদ্যোগ : মোহন গঙ্গোপাধ্যায় পাশাপাশি, তবে প্রাণ নেই, চিহ্ন বইছে ভেলুগোন্ডা, রবিবার জল সরার পরে : অশোক মজুমদার নলিনী বেরার কবিতা — স্বভূমি, স্বদেশ, স্বজন : ড. পুরুষোত্তম সিংহ অদ্বৈত মল্লবর্মণ — প্রাবন্ধিক ও সাহিত্য-সমালোচক (প্রথম পর্ব) : রহমান হাবিব রংবাহারি ক্যাপসিকাম : রিঙ্কি সামন্ত রাজ্যের কৃষকমান্ডিতে কৃষকদের ধান বিক্রিতে দালাল মুক্ত করার নির্দেশ সরকারের : মোহন গঙ্গোপাধ্যায় নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘উচ্ছেদ’ আমাদের সংবিধান, ধর্মনিরপেক্ষতা এবং নানা মত : তপন মল্লিক চৌধুরী বেঙ্গল গোট গ্রামীণ অর্থনীতিতে এনে দিতে পারে স্বচ্ছলতা : মোহন গঙ্গোপাধ্যায় পিটার নাজারেথ-এর ছোটগল্প ‘মালদার’ অনুবাদ মাসুদ খান আমরা নারী-আমরাও পারি : প্রসেনজিৎ দাস ঝুম্পা লাহিড়ীর ছোট গল্প “একটি সাময়িক ব্যাপার”-এ অস্তিত্ববাদ : সহদেব রায় ঝুম্পা লাহিড়ী-র ছোটগল্প ‘একটি সাময়িক বিষয়’ অনুবাদ মনোজিৎকুমার দাস ঠাকুর আমার মতাে চিরকালের গৃহীর চিরগুরু : সঞ্জীব চট্টোপাধ্যায় ভাবাদিঘির জট এখনও কাটেনি, বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেল চলাচল শীঘ্রই : মোহন গঙ্গোপাধ্যায় হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (শেষ পর্ব) : অভিজিৎ রায় উৎপন্না একাদশী মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত মারাঠাভুমে লাডকি বহিন থেকে জয়, ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রচারে হার : তপন মল্লিক চৌধুরী কিন্নর-কৈলাসের পথে : বিদিশা বসু হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (চতুর্থ পর্ব) : অভিজিৎ রায় ভনিতাহীন চলন, সাইফুর রহমানের গল্প : অমর মিত্র সাইফুর রহমান-এর বড়োগল্প ‘করোনা ও কফিন’ হাইপেশিয়া — এক বিস্মৃতপ্রায় গনিতজ্ঞ নারীর বেদনাঘন উপাখ্যান (তৃতীয় পর্ব) : অভিজিৎ রায়
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আন্তরিক শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

বিতর্কে পিছু হঠল বিজেপি সরকার, কর্নাটক থেকে বাতিল সব শ্রমিক স্পেশাল

রিপোর্টার / ১৬১ জন পড়েছেন
আপডেট বুধবার, ৬ মে, ২০২০

বিতর্কের মধ্যেই পিছু হঠল কর্নাটকের বিজেপি সরকার। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ট্রেনের আবেদন করেছিল সরকার।  শ্রমিক স্পেশাল ট্রেন চলতেও শুরু করে। কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক আটকে থাকলেও দানাপুর, ভুবনেশ্বর, হাতিয়া, লখনউ, বরকাখানা ও জয়পুরে বেশ কয়েকটি শ্রমিক স্পেশাল ট্রেনে ৯৫৮৩ জন শ্রমিককে ফেরানো হয়। ভাড়া নিয়ে অস্বচ্ছতা থাকায় বাড়তে থাকে বিতর্ক। জানা যায়, শ্রমিক স্পেশাল ট্রেনের ভাড়া ধার্য হয় স্লিপার ক্লাসের ভাড়ার সঙ্গে সুপারফাস্ট চার্জ ৩০ টাকা ও অতিরিক্ত ২০ টাকা ভাড়া যোগ করে। বেঙ্গালুরু থেকে হাওড়ায় আসার ভাড়া ধার্য হয় ৭৭০ টাকা। পরিযায়ী শ্রমিকদের থেকে এই টাকা আদায় করেছে বিজেপির ইয়েদুরাপ্পা সরকার। এখানেই শেষ নয়, শ্রমিকদের বাসে করে স্টেশনে  পৌঁছাতেও ১৩০ থেকে ১৪০ টাকা করে নিয়েছে কর্নাটকের বিজেপি সরকার। বিপন্ন পরিযায়ী শ্রমিকদের থেকে এভাবে টাকা নেওয়া অমানবিক বলে অভিহিত করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

বিতর্ক শুরু হতেই পিছু হঠে কর্নাটক সরকার জানিয়েছে, বুধবার ৬ মে থেকে কোনও রাজ্যে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হবে না। মুখরক্ষায় ভালো যুক্তিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিভিন্ন সংস্থার সঙ্গে সরকারের আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে তা হলো, শ্রমিকরা নিজেদের রাজ্যে ফিরে গেলে কাজের জন্য শ্রমিক পাওয়া যাবে না। বিশেষ করে নির্মাণ কাজে সমস্যা বেশি দেখা দেবে। তাই শ্রমিকদের ফিরতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন