শনিবার | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৫
Logo
এই মুহূর্তে ::
পঞ্চানন কুশারীর জাহাজী গানই কি কবির লড়াইয়ের মূল উৎস : অসিত দাস দিব্যেন্দু পালিত-এর ছোটগল্প ‘ঝালমুড়ি’ নকশালবাড়ি আন্দোলন ও বাংলা কবিতা : কার্তিক কুমার মণ্ডল নিঃসঙ্গ ও একাকিত্বের আখ্যান : পুরুষোত্তম সিংহ ভিয়েতনামের গল্প (পঞ্চম পর্ব) : বিজয়া দেব অন্তরের আলো জ্বালাতেই কল্পতরু উৎসব : সন্দীপন বিশ্বাস কল্পতরু — এক উত্তরণের দিন : মৈত্রেয়ী ব্যানার্জী চলচ্চিত্র উৎসবে পানাজি থেকে কলকাতা (শেষ পর্ব) : সায়র ব্যানার্জী ফেলে আসা বছরে দেশের প্রবৃদ্ধির পালে হাওয়া না ঝড় : তপন মল্লিক চৌধুরী কার্ল মার্কসের পরিজন, পরিকর (শেষ পর্ব) : দিলীপ মজুমদার জোয়ানিতা ম্যালে-র ছোটগল্প ‘নাইট জব’ অনুবাদ মনোজিৎকুমার দাস দেশজ ফসলের বীজকে কৃষির মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে নদিয়া বইমেলা মুখপত্র : দীপাঞ্জন দে চলচ্চিত্র মহোৎসবে পানাজি থেকে কলকাতা (প্রথম পর্ব) : সায়র ব্যানার্জী শৌনক দত্ত-র ছোটগল্প ‘গুডবাই মাষ্টার’ হেলান রামকৃষ্ণ শিশু বিতানের রজত জয়ন্তী বর্ষপূর্তি উৎসব পালিত হল মহাসমারোহে : মোহন গঙ্গোপাধ্যায় কার্ল মার্কসের পরিজন, পরিকর (ষষ্ঠ পর্ব) : দিলীপ মজুমদার জীবনানন্দ দাশের স্বপ্নের নদী ধানসিঁড়ি আজও আছে কিন্তু মৃতপ্রায় : মনোজিৎকুমার দাস মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-এর ছোটগল্প ‘শঠে শাঠ্যং’ যথোচিত মর্যাদায় পালিত হল খানাকুলের রূপকার শান্তিমোহন রায়ের জন্মদিন : মোহন গঙ্গোপাধ্যায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় — নেতাজী নগর বিদ্যামন্দিরের পুনর্মিলন : সুশান্ত দাস মোদি বনাম মনমোহন: ইতিহাস বারবার এই বিশ্লেষণ করবে : সন্দীপন বিশ্বাস কবির লড়াইয়ের স্রষ্টা হলেন রবীন্দ্রনাথের পূর্বপুরুষ পঞ্চানন কুশারী : অসিত দাস চল্লিশতম নদিয়া বইমেলা স্মরণিকা : দীপাঞ্জন দে ভাগ্নার পদধূলিতে ধন্য হল মামার বাড়ি, বেলুড় মঠ ও মিশন অধিগ্রহণ করে মর্যাদা দিল : মোহন গঙ্গোপাধ্যায় ভিয়েতনামের গল্প (চতুর্থ পর্ব) : বিজয়া দেব কার্ল মার্কসের পরিজন, পরিকর (পঞ্চম পর্ব) : দিলীপ মজুমদার ভিয়েতনামের গল্প (তৃতীয় পর্ব) : বিজয়া দেব চব্বিশে ভোট আর ফলাফলে ছিল উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন : তপন মল্লিক চৌধুরী কার্ল মার্কসের পরিজন, পরিকর (চতুর্থ পর্ব) : দিলীপ মজুমদার
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই ২০২৫ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আন্তরিক শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

কল্পতরু — এক উত্তরণের দিন : মৈত্রেয়ী ব্যানার্জী

মৈত্রেয়ী ব্যানার্জী / ৯৯ জন পড়েছেন
আপডেট বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

ছোটবয়সে দেহ শুদ্ধ থাকে, ফলে শিশুদের মনে আনন্দের ভাব থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেহে যতই অশুদ্ধ ভাব প্রকাশ পেতে থাকে, ততই আনন্দ কমতে থাকে। মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার এই চার নিয়ে সূক্ষ্মদেহ গঠিত। বিবেকবুদ্ধি জাগ্রত হলে সদাসৎ বিচার করে এগিয়ে যাওয়ার ক্ষমতা লাভ হয়। তবে নাম, যশ, প্রতিষ্ঠা আর গুরুগিরি সাধুকে পতনের দিকে টেনে নিয়ে যায়। এখানে সাধু বলতে সন্ন্যাসীর কথা বলছি না। বলছি সুবুদ্ধিসম্পন্ন মানুষের কথা। জ্ঞান, ভক্তি, কর্ম ও যোগ সম্পর্কে মোটামুটি ধারণা থাকলে বুদ্ধি একঘেয়ে হবে না, নিম্নগামীও হবে না।

“আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই, শুধু অন্ধকার আর অন্ধকার”।

বর্তমানে আমরা এমনই এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি বা অবস্থান করছি। তবে এটা মনে করার কারণ নেই যে এখনই শুধু এরকম অন্ধকারাচ্ছন্ন তমসাময় দিন আমরা পার করছি। যার দূরতম প্রান্তেও কোনও আলোর রেখা দেখতে পাচ্ছি না। না, সেটি একেবারেই নয়। অন্ধকার সময় যুগে যুগে বারে বারে আসে, থাকে এবং আসবে। স্বামীজী ওইজন্যই দেখিয়ে গেছেন WAVE THEORY, ওঠা আর নামা, ঢেউয়ের মতন। এ চিরদিনই চলছে। কতটা অধঃপতন সেসময় হয়েছিল বলেই স্বয়ং ঠাকুরকে ‘অবতারবরিষ্ঠ’ হয়ে ধরাধামে আসতে হয়েছিল। বলেছিলেন — কোলকাতার মানুষ কিলবিল করছে কীটের মত, কষ্ট পাচ্ছে। তাদের উদ্ধার নয়, কষ্ট থেকে RELIEF দেবার জন্য তাঁর আগমন।

সংসার মানে ‘আমি’, ‘আমার’, ‘আমিময়’। ঠাকুরের হাত ধরে আমাদের শুধু এইটুকু চেষ্টা চালিয়ে যেতে হবে কেবল — ‘ঠাকুর’, ‘ঠাকুরের’, ‘ঠাকুরময়’। ‘তুমি’, ‘তোমার’, ‘তুমিময়’। সমস্ত কাজকর্মের মধ্যে এই বোধটুকু রাখার অভ্যেসের নাম ‘চৈতন্য’ আর এই উপহারটুকু দেবার এবং গ্রহণ করার দিনটিকে বলে কল্পতরুর দিন। কলা, মুলো, বাড়ি, গাড়ি, হীরের আংটি কল্পতরুর উপহার নয়। আমাদের গরীব ঠাকুর অত পাবেনই বা কোথায়? সেইজন্য এটাও ঠাকুর ভক্তদের এটা মনে রাখতে হবে যে আগে ‘রামকৃষ্ণ’, পরে ‘মিশন’। আগে ‘মিশন’ পরে ‘রামকৃষ্ণ’ কখনও নয়।

পূজ্যপাদ মহারাজ খাটে বসে আছেন। এক সন্ন্যাসী ভক্ত তাঁর পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। আচমকা প্রশ্ন এল, “বলো তো, কার পায়ে তুমি এতক্ষণ হাত বোলাচ্ছিলে?” ভক্ত কি উত্তর দেবেন বুঝতে না পেরে চুপ করে রইলেন। মহারাজ নিজেই উত্তর দিলেন, “মায়ের ছেলের পায়ে হাত বোলাচ্ছিলে। প্রেমেশানন্দের পায়ে নয়। মায়ের ছেলে — জগন্মাতার ছেলে জানবে। প্রেমেশানন্দ মঠ মিশনের বড় সাধু ভাবলে কিছু হবে না।” অর্থাৎ আমি নয়, তুমি… তোমাময়। যেটা ভাবা বড় কঠিন। সাধু হওয়া যদি জীবনের উদ্দেশ্য হয়, তবে তোমাকে সাধুই হতে হবে — সাধু সাজলে হবে না। সাধু তো অনেকেই সাজে, যাতে ভিক্ষা বেশি মেলে, আবার ভিক্ষা কম পেলে অভিশাপও দেয়।

ঘর ভর্তি জিনিসপত্র, দামী আসবাব। আমি ঠাকুর বসাই কোথায়? এই চিন্তা করতে করতে ঘর থেকে আসবাব দূর করা হল। ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করা হল। দেওয়ালে নতুন রঙ করলাম। মেঝেতে গঙ্গাজল দিয়ে মুছে নিলাম। তবে না ঠাকুর বসবেন। ঝুল ঝাড়া — অর্থাৎ মনের মধ্যেই আমি ব্রাহ্মণ, আমি কায়েত, আমি তাঁতি, এগুলি হচ্ছে কুসংস্কার। এগুলি ঝেড়ে ফেলে আমি ঠাকুরের সন্তান বা আমি মায়ের সন্তান এই বোধ আনার নাম কল্পতরু। দেওয়ালে নতুন রঙ – সারাদিন আমাদের মনের দেওয়ালে কত অকথা কুকথা লেখা হয়, ও খারাপ, সে মন্দ ইত্যাদি… এগুলো চাপা দেওয়ার জন্য রঙের পোঁচ। মেঝে গোবরজল বা গঙ্গাজলে শুদ্ধ করা — অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত জিনিস ব্যবহার না করা। প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলে সাধুর ঋণ হয়। পাপের বোঝা বাড়ে। এখানেও সাধুব্যক্তির কথা বলা হচ্ছে, সন্ন্যাসীর কথা বলা হচ্ছে না। জ্ঞানের বুলি অনেকেই বলতে বড় ভালবাসেন, অথচ নিজের মন শুধু অন্য চিন্তা করে, তাতে নিজের আত্মার কোনও উন্নতি নেই।

Real value-র দাম নেই, তাই নানারকম সেজেগুজে মুখোশ পরে থাকতে হয়। সবটাই সাজানো গোছানো। ব্রজের রাখালের গায়ে পায়ে ধুলো, খালি গা, কিন্তু হাতে বাঁশিটি ঠিক ঠিক সুরে বাজে। অন্তরের সুর। আবার যেই মথুরায় গমন অমনি মাথায় পাগড়ি। ময়ূরের পালক হেলায় পড়ে রইল পাশে। বাঁশিটিও সুরে বাজলে না। মথুরায় দরকার face value-র। আমরাও তাই সেজেগুজে অন্য মুখ দেখিয়ে আত্মপ্রসাদ লাভ করি। Real value যে মূল্য হারিয়েছে। মুখে ভদ্রতা করে কথা কই।

“পিতামহ, আমি সেই দারুণ অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি! পিতামহ, দাঁড়িয়ে রয়েছি, আর চেয়ে দেখছি, রাত্রির আকাশে ওঠে নি একটাও তারা আজ। মনে হয়, আমি এক অমোঘ মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়।”

এরকম এক অন্ধকারে আলো হাতে এসেছিলেন যীশু। এসেছেন বুদ্ধদেব। এসেছেন শ্রী চৈতন্যদেব।আর এসেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ। কল্পতরু হতে।

যীশুখ্রীস্ট যখন জন্মেছিলেন, তখন সকলের বিশ্বাস ছিল, তিনি এসেছেন ইহুদিদের জন্য। যীশু নিজেও তাইই মনে করতেন। একদিন একটি সামারিটান মেয়ে তাঁর কাছে এলে যীশু তাকে বললেন, “তুমি আমার কাছে চাইছ কেন? আমি তো তোমাদের জন্য নই, আমি জন্মেছি ইহুদীদের জন্য।” বুদ্ধিমতী সামারিটান মেয়েটি সঙ্গে সঙ্গে উত্তর দিল, “সে-কথা ঠিক। তোমরা যখন টেবিলে বসে খাবে, টেবিল থেকে টুকরো-টাকরা যা কিছু পড়বে, তা আমি কি একটু পেতে পারি না?” তার অর্থ যীশুখ্রীস্টর জগত ছিল ছোট। যেখানে জন্মেছেন — সেটাই তাঁর জগৎ। অন্য স্থানে আলো জ্বালাবার দায় তিনি নিতে চান নি। বুদ্ধদেব একটা বিশেষ গোষ্ঠীর মধ্যে আলো জ্বালিয়ে রাখতে চেয়েছিলেন। চৈতন্যদেবও তাই। পরিধি ছোট। আলোর দিশা বেশিদূর পর্যন্ত যেতে পারে নি। কিন্তু কল্পতরু যিনি হলেন তিনি চাইলেন ‘সকলের চৈতন্য হোক’।

ঠাকুর নামছেন দোতলা বাড়ির সিঁড়ি দিয়ে। পূর্ব রাত্রে যিনি রক্ত বমন করেছেন। কিছুই খেতে পারছেন না। খাওয়া বলতে গলা ভাত নয়ত সুজির পায়েস। তাও বেশিরভাগ ক্ষেত্রেই বেরিয়ে আসে গলা দিয়ে। পুঁজ রক্তও বেরিয়ে আসে তার সঙ্গে। পর্যাপ্ত আহার না পেয়ে তাঁর শরীর অত্যন্ত দুর্বল। যে ক্রুশ তিনি বহন করে এনেছিলেন কিছু মানুষের জন্য, বা একটা জাতির জন্য, সেই ক্রুশ ইনিও বহন করছেন এবার তাঁর জীবনের শেষ আটমাস ধরে। ওনাকে দেখে সমগ্র মানবজাতির চোখে আজও অশ্রু ঝরে। আর এনার শেষ আট মাসের রোগ যন্ত্রণাও গোটা মানবজাতির হৃদয় পুড়িয়ে দেয়।

যীশু যখন ক্রুশ বহন করে কালভারি পর্বতের দিকে যাচ্ছিলেন তখন ভেরোনিকা নামে একটি মেয়ে তাঁর রক্ত ঘাম সইতে না পেরে একটি রুমাল দিয়েছিল। তিনি সেই রুমালে মুখ মুছতেই তাঁর মুখের ছাপ ঐ রুমালে ফুটে উঠল।

ইনি যখন রোগক্লিষ্ট দেহে নেমে আসছেন সবাইকে আশীর্বাদ দেবার জন্য, তখন ওনার বিশেষ অনুগামীরা নেমে আসেন নি। তাঁর ব্যবহৃত লেপ কাঁথা বালিশ সব রোদ্দুরে দিচ্ছেন যাতে ঠাকুর একটু আরাম পান। অর্থাৎ সেখানে ভেরোনিকা এবং এখানে অনুগামীদের চৈতন্য হয়ে গেছিল পূর্বেই। কিভাবে? শুধু ভালবেসে আর নিজের কথা না ভেবে।

বুদ্ধ, যীশু, চৈতন্যদেব এবং আমাদের রামকৃষ্ণের একটাই বাণী যদি আমরা গ্রহণ করতে চাই তো সেটা হল ‘ভালবাসো’। গোটা জগতের যত প্রাণ আছে সকলকে ভালবাসো শুধু নিজের কথা না ভেবে। অবতার কল্পতরু হন একমাত্র উত্তরণ ঘটাতে। তিনি নেমে আসেন দোতলার সিঁড়ি বেয়ে যাতে আমরা উঠতে পারি। তিনি নিজের সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে কাঁটার মুকুট পরেন কখনও, কখনও রাজপুত্র হয়েও শ্মশানের মৃতমানুষের কাপড় পরিধান করেন, আবার কেউ নিজ গলায় কর্কট রোগ ধারণ করেন।

Erich Fromm তাঁর বিখ্যাত রচনা ‘Escape from freedom’ গ্রন্থে বলেছেন যে অধিকাংশ মানুষই নিজের কাছ থেকে দূরে পালাতে চায় কারণ স্বাধীনতা মানে বিরাট দায়িত্ব। এই নির্ভীকতার চূড়ান্ত অভিব্যক্তি বা পরাকাষ্ঠা শ্রী শ্রী রামকৃষ্ণ — জীবনে ওতপ্রোত। সেইজন্য নির্দ্বিধায় তিনি দেশাচার লোকাচারকে উপেক্ষা করেছেন। চালকলা বাঁধা (বর্তমানে বাড়ি গাড়ি) বিদ্যাকে ত্যাগ করেছেন। রাজা যতীন্দ্র মোহনকে স্পষ্ট বলেছেন যে তাকে রাজা-টাজা বলতে পারবেন না। আর মহর্ষি দেবেন্দ্রনাথ তাঁকে জামা পরে আসতে বললে বলেছেন, “বাবু সাজতে পারব না।”

“সবে দেখা দিল অকূল তিমির সন্তরি

দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা।…

ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি,

ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া।…

বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি –

‘এসো এসো’ সুরে করুণ মিনতি মাখা।

ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,

এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।”

সামারিটান মেয়ের মত টেবিলের তলার টুকরো টাকরা নয়, বরং ভেরোনিকা হয়ে রুমাল বাড়িয়ে দেওয়ার দিনের অপেক্ষায় হোক কল্পতরুর আগমন।


আপনার মতামত লিখুন :

One response to “কল্পতরু — এক উত্তরণের দিন : মৈত্রেয়ী ব্যানার্জী”

  1. Ashis Chattopadhyay says:

    কল্পতরু বিষয়টাকে এমন সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে প্রচুর প্রচুর ধন্যবাদ 🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন