রাজ্য ও দেশের রাজনীতিতে কংগ্রেস ক্রমেই গুরুত্বহীন হয়ে পড়েছে। বাংলায় সংবাদমাধ্যমে মুখ দেখিয়ে অনেকটা স্কুলে রোল কলের মতো নিজেদের উপস্থিতি বোঝান কংগ্রেস নেতারা। লকডাউন প্রয়োগ নিয়ে রাজ্য সরকারের সমখলোচনা করেন। তা ভালো! তবে কয়েকটি রাজ্যে যে টিমটিম করে ক্ষমতায় আছে কংগ্রেস, সেখানকার খোঁজখবর রাখেন? মনে তো হয় না!
এ ছবি বাংলার বাজারের নয়। রাজস্থানের বারানের প্রতাপচকে শনিবার ৬ জুন মহারাণা প্রতাপের মূর্তি উদ্বোধনের। সেখানে এভাবেই সোশ্যাল ডিসট্যান্সিংকে বুড়ো আঙুল দেখিয়ে হলো বিশাল জমায়েত। রাজ্যের শাসক দল কংগ্রেসের বিধায়ক পানাচন্দ মেঘওয়াল এই ভিড়ের মধ্যেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
কংগ্রেস নেতারা এই দৃশ্য দেখে ভাবতেই পারেন, উপরে থুতু ছুঁড়তে গিয়ে ঠিক কাজ করেছেন কিনা।