কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেখানেই এবার ভাঙা হলো মহাত্মা গান্ধীর মূর্তি। ওয়াশিংটন ডিসি-তে বিক্ষোভ প্রদর্শন চলছিল।বিক্ষোভকারীদের মধ্যে থেকেই কিছু দুষ্কৃতী ভারতীয় দূতাবাসের সামনে গান্ধীজির মূর্তি ভেঙে দেয়। মূর্তিটি আপাতত কাপড় দিয়ে ঢেকে রেখে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পার্ক পুলিশ স্টেশন। ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। কিন্তু ৫৬ ইঞ্চি বুকের ছাতিওয়ালা বলে দাবি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারে নীরব! তিনি ব্যস্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভারচুয়াল মিটিংয়ে। অবশ্য মোদীবাবুর দল তো মূর্তি ভাঙায় ওস্তাদ! সে কারণেই কি তিনি নীরব?