রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে মিথ্যা কথা বলছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি কোথা থেকে খবর নিচ্ছেন জানি না, তবে তা ভিত্তিহীন। বুধবার ৬ মে এ কথা বলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান, যে সংস্থার মাধ্যমে কেন্দ্র ডাল দেয় সেখানে ৭০২৪ মেট্রিক টন মসুর ডাল এসেছে, যা রাজ্যের চাহিদার অর্ধেকেরও কম। অথচ রাজ্যপাল সেই তথ্য না জেনে বলছেন ৮ হাজার মেট্রিক টনের বেশি ডাল এসেছে। রেশন নিয়ে অনিয়ম রুখতে রাজ্য সরকার যে কড়া পদক্ষেপ করছে তা জানিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, নিম্নমানের সামগ্রী দেওয়া, ওজনে কারচুপি, এমনকী মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে ৬৪ জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। ৩৫৯ জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছে। জরিমানা হয়েছে ২৫ রেশন ডিলারের। দুর্নীতিদমন শাখার হাতে ১০ জন রেশন ডিলার গ্রেফতার হয়েছে। রেশন দোকানে বিজেপি-মার্কা ৩০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। জানা গিয়েছে, খাদ্যমন্ত্রীর জেলাতেই সবচেয়ে বেশি ৪২ জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছে।