কলকাতা কর্পোরেশনের বর্তমান বোর্ডের মেয়াদ ফুরোচ্ছে বৃহস্পতিবার ৭ মে। করোনা পরিস্থিতিতে নির্বাচন না হওয়ায় কর্পোরেশনে কী হবে তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে বুধবার ৬ মে রাজ্য সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, ৮ মে থেকে কর্পোরেশন চালাবে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’।
নির্বাচনের পর কর্পোরেশনে প্রথম বৈঠক হওয়া অবধি এই বোর্ড দায়িত্বে থাকবে, যার চেয়ারম্যান থাকছেন বিদায়ী মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ মেয়র পারিষদের এই ১৪ সদস্য-র বোর্ডে রাখা হয়েছে।
করোনা পরিস্থিতিতে নাগরিক পরিষেবায় যাতে কোনও অসুবিধা না হয় সে জন্যই রাজ্য সরকারের এই পদক্ষেপ।