দেবাশিস বাবুর সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। আমরা যখন পরিবর্তনের সরকার আনার জন্য নানা রকম আন্দোলন করছি, বিভিন্ন মাধ্যমে কথা বলছি, সেই সময় তাঁর মুখোমুখি হয়েছি বহুবার এবং বিভিন্ন পরিস্থিতিতে তাঁর অকৃপণ সহযোগিতা পেয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, তাঁর অনন্য সাধারণ প্রতিভা।
এই চলে যাওয়ার কিছুদিন আগে পর্যন্ত যে সমস্ত লেখা বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন, সেখানে তাঁর মেধা, স্মৃতিশক্তি এবং অসাধারণ লেখনীর পরিচয় রেখে গেছেন। শুধু লেখার ক্ষেত্রেই নয়, তিনি যখন বলতেন ঘটনার পরম্পরা অনুযায়ী একেবারে সাল, তারিখ, দিনক্ষণ সমস্ত কিছু অনায়াসে বলে যেতে পারতেন। এরকম একজন সরল সাধারণ অথচ পান্ডিত্যপূর্ণ মানুষ আমাদের সমাজে বিরল।
আমার মনে হয়, রাজনৈতিক ইতিহাসে দেবাশিস ভট্টাচার্যের যে অবদান, যে কৃতিত্ব, যে লেখনি শক্তি, চিরকাল মানুষ তা স্মরণে রাখবে, বিশেষ করে আমাদের সমকালীন রাজনীতির প্রেক্ষাপটে। এককালে তিনি হয়তো অন্য এক রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী ছিলেন, কিন্তু তার জন্য কারোর সঙ্গে তাঁর বিবাদ, বা কাউকে ঘৃণা করা, বা ছোট করা কখনো দেখিনি। সেই দিক থেকে তিনি একজন প্রকৃত সম্মানীয় মানুষ, প্রকৃত রাজনৈতিক পাণ্ডিত্যের অধিকারী।
তাঁকে নিঃসন্দেহে একজন জীবন্ত ইনসাইক্লোপিডিয়া বলা যেতে পারে। তিনি চলে গেলেন। আমি ব্যক্তিগতভাবে এবং একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে আমার একান্ত শ্রদ্ধা জানাই। চিরকাল তিনি বেঁচে থাকুন মানুষের কাছে, ইতিহাসের কাছে এবং সাম্প্রতিক রাজনৈতিক জীবনীকারদের কাছে।