করোনা চিকিৎসার পরিকাঠামো আরও উন্নত করতে এবার কলকাতা মেডিক্যাল কলেজকে কোভিড হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে প্রস্তুতির কাজ শুরু হয়েছিল আগেই। টার্শিয়ারি লেভেল কোভিড হাসপাতাল হিসেবে কলকাতা মেডিক্যাল কলেজে বৃহস্পতিবার ৭ মে থেকে কোভিড চিকিৎসা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড ও সারি রোগীদের জন্য এই হাসপাতালে ৫০০টি বেড আপাতত থাকছে।
প্রয়োজনে সেই সংখ্যা বাড়ানো হবে। এটি রাজ্যের ৬৮তম কোভিড হাসপাতাল। ইতিমধ্যেই রাজ্যের ৬৭টি কোভিড হাসপাতালে ৮০৩৬টি বেড আছে। ৮৬০টি আইসিইউ বেড রয়েছে। ২৭১টি ভেন্টিলেটর রয়েছে। যদিও এখনও অবধি মাত্র ৩০টি ক্ষেত্রে ভেন্টিলেটর ব্যবহার করতে হয়েছে।