উপন্যাস আসলে ব্যক্তি লেখকের কল্পনার নির্মাণ। তবে তা অলীক নয়, বাস্তবের পাশ দিয়ে হেঁটে যাবে। এমন আছে বা এমন ছিল নয়, এমন হতে পারে ভাবনায় পাঠকককে ডুবিয়ে দেওয়াই লেখকের বড় কাজ। লেখক বাস্তবকে আড়ালে রেখে আরেক বাস্তব নির্মাণ করে পাঠকের বিশ্বাস উৎপাদন করতে পারলেই যাথার্থ নির্মাণে পৌঁছে যান। ভূগোলের সীমারেখায় বন্দি থেকেও মানসজগতে নিজস্ব পৃথিবী
বিস্তারিত...