মঙ্গলবার | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৪২
Logo
এই মুহূর্তে ::
নববর্ষের সাদর সম্ভাষণ : শিবরাম চক্রবর্তী নববর্ষ গ্রাম থেকে নগরে : শিহাব শাহরিয়ার ফিরে আসছে কলের গান : ফজলুল কবির সিন্ধুসভ্যতার ফলকে খোদিত ইউনিকর্ন আসলে একশৃঙ্গ হরিণ : অসিত দাস একটু রসুন, রসুনের কথা শুনুন : রিঙ্কি সামন্ত ১২ বছর পর আরামবাগে শোলার মালা পরিয়ে বন্ধুত্বের সয়লা উৎসব জমজমাট : মোহন গঙ্গোপাধ্যায় কোনিয়াকদের সঙ্গে দু’দিন : নন্দিনী অধিকারী স্বচ্ছ মসলিনের অধরা ব্যুৎপত্তি : অসিত দাস বাড়বে গরম, চোখের নানান সমস্যা থেকে সাবধান : ডা. তনুশ্রী চক্রবর্তী আঠালো মাটি ফুঁড়ে জন্মানো শৈশব : আনন্দগোপাল হালদার মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত ওয়াকফ হিংসার জের কি মুর্শিদাবাদেই থেমে গিয়েছে : তপন মল্লিক চৌধুরী এক বাগদি মেয়ের লড়াই : দিলীপ মজুমদার এই সেনসরশিপের পিছনে কি মতাদর্শ থাকতে পারে : কল্পনা পাণ্ডে শিব কম্যুনিস্ট, বিষ্ণু ক্যাপিটেলিস্ট : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ‘গায়ন’ থেকেই গাজন শব্দের সৃষ্টি : অসিত দাস কালাপুষ্প : মোহন গঙ্গোপাধ্যায় পয়লা বৈশাখ থেকে শুরু হোক বাঙালি-অস্মিতার প্রচারযাত্রা : দিলীপ মজুমদার মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত পেজফোর-এর নববর্ষ বিশেষ সংখ্যা ১৪৩২ প্রকাশিত হল সিন্ধিভাষায় দ্রাবিড় শব্দের ব্যবহার : অসিত দাস সিন্ধুসভ্যতার জীবজগতের গতিপ্রকৃতির মোটিফ : অসিত দাস হনুমান জয়ন্তীতে নিবেদন করুন ভগবানের প্রিয় নৈবেদ্য : রিঙ্কি সামন্ত গল্প লেখার গল্প : হাসান আজিজুল হক ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (শেষ পর্ব) : জমিল সৈয়দ চড়কপূজা কি আসলে ছিল চণ্ডকপূজা : অসিত দাস অরুণাচলের আপাতিনি : নন্দিনী অধিকারী ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (সপ্তম পর্ব) : জমিল সৈয়দ শাহরিয়ার কবিরকে মুক্তি দিন : লুৎফর রহমান রিটন ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (ষষ্ঠ পর্ব) : জমিল সৈয়দ
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩২-এর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

সব খেলার সেরা বাঙালির সে যে ফুটবল : রিঙ্কি সামন্ত

রিঙ্কি সামন্ত / ৯২১ জন পড়েছেন
আপডেট বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

যেখানে দুই ল্যাম্পপোস্টের মধ্যে দিয়ে

লম্বা পেনাল্টি কিকে

কে যেন শূন্যে পাঠিয়ে দেয়

চাঁদের ফুটবল

গ্যালারিতে অস্পষ্ট ছায়াচ্ছন্ন মানুষেরা

চেঁচিয়ে ওঠে,

‘গোল, গোল, গোল’

ভাগ্যিস তারাপদ রায়ের এই কবিতাটি আমার মোক্ষম মুহূর্তে মনে পড়ল, তা না হলে প্রতিবেদন ও ফুটবল একত্রে মেলানো আমার সাধ্য ছিলনা। পৃথিবীর সব দেশেই ফুটবলপ্রেমীরা একটু আবেগপ্রবণ। বুদ্ধিজীবীরা তাকেই ‘পাগল’ বলে ব্যঙ্গ করেন। এই ম্যানিয়ায় আক্রান্ত এখন গোটা বিশ্ব কারণ কাতারে চলছে ফুটবলের মহাযুদ্ধ।

অবশ্য বাঙ্গালি সারাবছর ধরে মেতে থাকে এই উন্মাদনায়। মূলত ইস্টবেঙ্গল ও মোহনবাগান এই দুই ক্লাবকে ঘিরেই বাঙ্গালীদের যা কিছু আবেগ রেষারেষি। শুধু ফুটবলে নয় হকি এবং অ্যাথলেটিক্সেও দেখা যায়। বাংলা সিনেমা, সাহিত্য, সংগীতেও এই দুই ক্লাবকে ঘিরে উন্মাদনার চিত্র পাওয়া যায়।

আদতে বাঙাল-ঘটি বা ইলিশ-চিংড়ি অথবা নৌকা-মশাল ঘিরে যেন একটা অঘোষিত ঠান্ডা লড়াই বাঙালি জীবনের একটা অঙ্গ। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বা বর্তমান মুখ্যমন্ত্রী মেতে ছিলেন/ছেন এই ফুটবল প্রেমে।

শুনেছি সত্তরের দশকে ইস্টবেঙ্গল মোহনবাগান ফুটবল ম্যাচের দিনে কোন পুলিশের ছুটি থাকত না। পাড়ায় পাড়ায় নজর রাখা হতো সমর্থকদের প্রতি যাতে তারা মারামারি না লাগিয়ে দেয়। ৩৬০ দিন যতই ঘটি আর বাঙালের বন্ধুত্ব থাকুক না কেন ফুটবল ম্যাচের দিন হয়ে উঠতো একে অপরের তীব্র প্রতিদ্বন্দী। এ যেন বাঙাল ঘটির লড়াইয়ে এক মজার সংস্কৃতি।বাঙালির যুদ্ধক্ষেত্রের জয় পরাজয়ের অনুভূতি মিলতো রেডিও ফুটবলের ধারা বিবরণীতে। তবে এখন এই লড়াইয়ের ঝাঁঝটা অনেকটাই কমে এসেছে।

শুনেছি যারা ভিন রাজ্যে এবং বিদেশে থাকেন তারাও এই সবুজ মেরুন ও লাল হলুদ ক্লাব ঘিরে আজও চায়ের কাপে তুফান তোলেন। আসলে কলকাতার ফুটবল দুনিয়াটাই রূপকথার মত। নানা রঙে রঙিন। কত ঘটনাবহুল। নানান ইমোশান জড়িয়ে আছে এই খেলার সঙ্গে। কিছু ঘটনার মধ্যে দিয়ে এই আবেগ প্রবণতার কথা বলি—

৭৫ সালে ইস্টবেঙ্গল ৫-০ গোলে হারিয়েছিল মোহনবাগানকে। এই হার মেনে নিতে পারেননি সবুজ মেরুন সমর্থক সিঁথির উমাকান্ত পালোধী। তিনি আত্মহত্যা করেছিলেন। সেই দিন মোহনবাগান সমর্থকরাও ফুটবলারদের ঘেরাও করে রাখেন। বাড়ি যেতে দিতে চাননি ফুটবলারদের। রাত আড়াইটার সময় পুলিশের সাহায্য নিয়ে শৈলেন মান্না উদ্ধার করেছিলেন প্রসূন ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্যদের।

ইস্টবেঙ্গল ক্লাবের একজন বড় সমর্থক ছিলেন বাঘাদা। প্রতি ম্যাচে তিনি মাঠে উপস্থিত হতেন একটু আগেই, একবার হঠাৎ তাকে দেখা গেল না সবাই ভাবলো তিনি বোধহয় অসুস্থ। কিন্তু হঠাৎ বিরতির অনেকক্ষণ পর তিনি মাঠে এলেন। চুল তার উস্কো-খুস্কো। কি ব্যাপার !! তিনি নিজেই বললেন, “ছেলেটা কাল রাতে মারা গেছে তাকে শ্মশানে পুড়িয়ে তবে মাঠে এলাম।” সেদিন তার দল জেতায় শেষ পর্যন্ত তিনি খুশি হয়েছিলেন, একটু খুঁজলে এরকম নানান ঘটনা খুঁজে পাওয়া যায়।

শচীন দেব বর্মন ছিলেন কট্টর ইস্টবেঙ্গলের সমর্থক। মান্না দে, অশোককুমার মোহনবাগান সমর্থক হয়েও ভয়ে মোহনবাগানের হয়ে চিৎকার করতে পারতেন না পাছে শচীন কর্তা রেগে যান৷ শচীন দেব একবার বড় ম্যাচ দেখতে কলকাতায় চলে এসেছিলেন। মোহনবাগানকে ওই ম্যাচে ইস্টবেঙ্গল হারিয়ে দেয়। এই আবেগে তিনি এমনই আত্মহারা হয়ে গেছিলেন যে একটা ট্রাম কেনার জন্য বেপরোয়া হয়ে উঠেছিলেন। সি সি আইয়ের ডরমেটরিতে এসে মাটিতে বসে গান শুনিয়ে গিয়েছেন শচীনকর্তা৷

বাবা শচীন দেব কট্টর ইস্টবেঙ্গল সমর্থক হলেও ছেলে পঞ্চম বোধহয় ততখানি নয়, এমনকি মাঝে-মাঝে মোহনবাগানের হয়েও তিনি গলা ফাটিয়েছেন৷ একবার পি.কে ব্যানার্জির অনুজ প্রসূন ব্যানার্জি রাহুলদেব বর্মণের কাছে জানতে চেয়েছিলেন তিনি কাদের সমর্থক মোহনবাগান না ইস্টবেঙ্গল? উত্তরে পঞ্চমবাবু বলেছিলেন পিকে দা যেদিকে আমি সেদিকে৷

অবশ্য দুই প্রজন্মের মধ্যে আসল মিল তারা ফুটবলকে ভালবাসতেন৷

আসলে ফুটবল খেলার মধ্যেই কোথাও লুকিয়ে আছে জীবনের কথা। অতীন্দ্র দানিয়াড়ী ভাষায় —

“দুইধারে দুই তিন কাঠির মাঝখানে সবুজ মাঠটা যেন জীবন যাত্রারই প্রতীক। বাইশটা প্রাণের ৯০ মিনিটের লাব ডাপ জানিয়ে দেয় — বাঁচতেই হবে। জন্মের সময় শাঁখের শব্দের মত রেফারির বাঁশি দিয়ে এই সবুজ মাঠে জীবনের গল্পটা শুরু হয়। এরপর শুধুই দৌড়, দৌড় আর দৌড়। সংসার, আত্মীয়-স্বজন, কাছের মানুষদের সঙ্গে নিয়ে সামনের বাধাগুলো কাটিয়ে এগিয়ে যেতে হয় বিপক্ষের তিনকাঠির দিকে। অতীত বর্তমান ও ভবিষ্যৎ নামের দিন কাঠিতে ঘেরা ওই মায়াজালের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সার্থকতা। কারো লক্ষ্য পূরণ হয় আবার কারো শর্ট এক চিলতের জন্য বাইরে চলে যায়। বিপক্ষ কিন্তু সহজে ছেড়ে দেয় না। নিয়ম মত বাধা দিতে না পারলে মারে, রক্তাক্ত করে দেয় পা, মুখ, হৃদয়।

ওই যন্ত্রনা সহ্য করে পড়ে যেতে যেতে আবার উঠে দাঁড়িয়ে মারাদোনার মতো বিপক্ষে চোখে চোখ রেখে বলতে হয় ‘আমিই পারি, আমিই পারবো’। কথাটির মধ্যে লুকিয়ে থাকে সম্ভাবনা। সবুজ ঘাসের সঙ্গে বুট পরা পায়ের সহবাস জীবনের প্রতিটা মুহূর্তকে প্রতিষ্ঠিত করতে করতে এগিয়ে যায় আগামীতে।

মুহূর্তের জাগলারিতে আগের মুহূর্ত গুলি হারিয়ে যায় তাই সেদিন বারের কোন দিয়ে গোলটা একটা সম্ভাবনা একটা সামরিক পূর্ণতা হারিয়ে যাওয়ার জন্যই যার জন্ম হয়।”

তথ্য সূত্র: মোহন বাগান ইষ্ট বেঙ্গল রেষারেষি– মানস চক্রবর্তী


আপনার মতামত লিখুন :

4 responses to “সব খেলার সেরা বাঙালির সে যে ফুটবল : রিঙ্কি সামন্ত”

  1. Pallab dey says:

    অসাধারণ প্রতিবেদন

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন