শুক্রবার | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১৮
Logo
এই মুহূর্তে ::
‘শোলে’র পঞ্চাশ বছর : সন্দীপন বিশ্বাস বিভাজনের রাজনীতি চালিয়ে হিন্দুত্ববাদীরা ইতিহাস পালটাতে চায় : তপন মল্লিক চৌধুরী অশোক সম্পর্কে দু-চারটে কথা যা আমি জানি : অসিত দাস চৈত্রের শুরুতেই শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হলো সন্ন্যাস মেলা : মোহন গঙ্গোপাধ্যায় প্রথম বাঙালি পরিচালকের প্রথম নির্বাক লাভ স্টোরি : রিঙ্কি সামন্ত গোপিনী সমভিব্যাহারে রাধাকৃষ্ণের হোলি ও ধ্যানী অশোকবৃক্ষ : অসিত দাস শেখাওয়াটির হোলী-হাভেলী : নন্দিনী অধিকারী সংস্কৃত সাহিত্যে অশোকবৃক্ষ যখন দোহলী : অসিত দাস প্রাণগৌরাঙ্গের প্রিয় পঞ্চব্যঞ্জন : রিঙ্কি সামন্ত ‘দ্য স্টোরিটেলার’ — শিল্প এবং বাজারের মধ্যে দ্বন্দ্ব : কল্পনা পান্ডে অপুষ্টি আর দারিদ্রতা ঢাকতে সরকার আর্থিক উন্নয়নের পরিসংখ্যান আওড়ায় : তপন মল্লিক চৌধুরী দোহলী মানে অশোকবৃক্ষ, তা থেকেই দোল ও হোলি : অসিত দাস সিনেমা প্রেমীদের হোলির গান : রিঙ্কি সামন্ত দোলের আগের দিনের চাঁচর নিয়ে চাঁচাছোলা কথা : অসিত দাস খোল দ্বার খোল, লাগল যে দোল — দোলা লাগল কি : দিলীপ মজুমদার শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত সিঙেরকোণ-এর রাধাকান্ত এখনও এখানে ব্যাচেলর : মৈত্রেয়ী ব্যানার্জী শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত বাজারে ভেজাল ওষুধের রমরমা দায় কার : তপন মল্লিক চৌধুরী বাঙালি বিজ্ঞানীর গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ‘কুড়কুড়ে ছাতুতে’ ক্যানসার নিকেশ : মোহন গঙ্গোপাধ্যায় বোলপুর কি সত্যিই বলিপুর : অসিত দাস রাখাইন পরিস্থিতি এবং বাংলাদেশের উপর প্রভাব : হাসান মোঃ শামসুদ্দীন অসুখী রাজকন্যাদের লড়াইয়ের গল্প : রিঙ্কি সামন্ত বিশ্ব থেকে ক্যানসারকে নির্মূল করতে গবেষণায় একের পর এক সাফল্য রূপায়ণের : মোহন গঙ্গোপাধ্যায় কল্পনার ডানায় বাস্তবের রূপকথা : পুরুষোত্তম সিংহ হাইকোর্টের রায়ে ভাবাদিঘীতে তিন মাসের মধ্যে কাজ শুরুর নির্দেশ : মোহন গঙ্গোপাধ্যায় মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কমছে, সঙ্কটে সরকারি বাংলা মাধ্যম স্কুল : তপন মল্লিক চৌধুরী ফল্গু নদীর তীরে একটি ছোট শহর এই বুদ্ধগয়া : বিজয় চৌধুরী শাহিস্নান নয়, আদতে কথাটি ছিল সহিস্নান : অসিত দাস মৈত্রেয়ী ব্যানার্জি-র ভূতের গল্পো ‘হোমস্টে’
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোলপূর্ণিমা ও হোলি ও বসন্ত উৎসবের  আন্তরিক শুভেচ্ছা শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনায় গোঘাটের ৩ জনের মৃত্যু, পাশে দাঁড়ালেন মানস মজুমদার : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ৯২ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

কুম্ভ স্নানে যাওয়ার পথে হুগলির গোঘাটের ৩ বাসিন্দার মর্মান্তিক মৃত্যুর পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের জনদরদী নেতা মানস মজুমদার। গোঘাটের প্রাক্তন বিধায়ক ও তৃণমূলের জননেতা মানস মজুমদার জানান, কুম্ভ স্নানে যাবার পথে ধানবাদে পথ দুর্ঘটনায় গোঘাটের ৩ বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়। ধানবাদে নিহতদের সাতবাড়িয়ায় বাড়িতে রবিবার গিয়েছিলাম। সেই সঙ্গে আজ একই সঙ্গে ভাদুড়ে গাড়ির যে ড্রাইভার মারা গেছে ওনার বাড়িতেও গিয়েছিলাম। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে যা বলার বলে এসেছি। ভাদুরের গাড়ির চালক পরিবারটি অতি দুস্থ, মাটির বাড়ি রয়েছে এখনো বাড়ি হয়নি। একটা মাটির বাড়িতে চারটি পরিবার থাকে। সবার নামে আলাদা আলাদা করে রেকর্ড করানো আছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পরিবারের কেউ পায় না বলে অনেকগুলো অভিযোগ জানিয়েছে।

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধানবাদ হাসপাতালে ভর্তি গুরুতর জখম বিশ্বরূপ সাহা (৪৫) এবং সুদীপ সাহা(১৪) দুজনের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করেছেন। এখন আইসিসিওতে দু’জন‌ই ভর্তি আছেন। দুজনের বেটার ট্রিটমেন্টের সমস্ত রকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আর্থিক সহ সব রকম সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছে।

প্রসঙ্গত, উদ্দেশ্য ছিল কুম্ভস্নান। কিন্তু প্রয়াগরাজে পৌঁছনোর আগেই ঝাড়খণ্ডের ধানবাদের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিমবঙ্গের ছ’জনের। এর মধ্যে তিন জন পশ্চিম মেদিনীপুরের গড়বেতার নলপা গ্রামের ও বাকি তিন জন হুগলির গোঘাট থানা এলাকার বাসিন্দা। গুরুতর জখম আরও তিন জনের চিকিৎসা চলছে ধানবাদের পাটলিপুত্র মেডিক্যাল কলেজ হাসপাতালে।শুক্রবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ধানবাদের কাছে রাজগঞ্জ সড়কে। ঘটনাস্থলেই মারা যান গড়বেতার প্রণব সাহা (৪২), তাঁর স্ত্রী শ্যামলী সাহা (৩৪)। পরে মারা যান প্রণবের শ্যালিকা গোঘাটের সাতবেড়িয়ার বাসিন্দা পিয়ালি সাহা (৩২) ও গাড়ির চালক গোঘাটের ভাদুরের শেখ রজব আলি (৪৬)। পরে হাসপাতালে মৃত্যু হয় পিয়ালির মেয়ে আগমনী সাহা (৬) ও শ্যামলীর মেয়ে অন্বেষার (৫)।

আশঙ্কাজনক অবস্থায় আছেন পিয়ালির স্বামী বছর তেতাল্লিশের বিশ্বরূপ এবং শ্যামলীর ছেলে বছর পনেরোর অমল। দুর্ঘটনার পরে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “মৃতদেহ ফিরিয়ে আনতে পরিবারগুলিকে সবরকম সাহায্য করতে বলা হয়েছে রাজ্য প্রশাসনকে।” উল্লেখ্য, প্রণবের গাড়ি সারানোর গ্যারাজ ছিল। বিশ্বরূপ চাষবাস করতেন। সঙ্গে ট্রাক্টরের ব্যবসাও ছিল। ওই দুই পরিবারের তরফে গোঘাটের সাতবেরিয়ার বিশ্বরূপ দু’টি গাড়ি ভাড়া করেছিলেন।

গড়বেতা থেকে প্রণবরা বিশ্বরূপদের গোঘাটের বাড়িতে চলে এসেছিলেন শুক্রবার সকালেই। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গোঘাট থেকে গাড়ি দু’টি রওনা দেয়। রাত দেড়টা নাগাদ ধানবাদের কাছে ঘটে দুর্ঘটনা। একটি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাস ও আরও কয়েকটি গাড়িও পিছন থেকে ধাক্কা মারে ওই গাড়িটিকে। সেটি দুমড়েমুচড়ে যায়।শনিবার ভোর ৪টা নাগাদ বাড়িতে দুর্ঘটনার খবর আসে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে চালক-সহ ছিলেন ১১ জন। ওই গাড়িতে থাকলেও বেঁচে গিয়েছেন বিশ্বরূপের প্রতিবেশী রাহুল রায়।

একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকাচ্ছন্ন গড়বেতার নলপা গ্রাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন