শনিবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৫৬
Logo
এই মুহূর্তে ::
সৌরভ হোসেন-এর ছোটগল্প ‘সালাম’ বঙ্গের শক্তি-পূজা : সুখেন্দু হীরা পুজোর পরিবর্তন, পরিবর্তনের পুজো : সন্দীপন বিশ্বাস পিতৃপক্ষের মধ্যে পালিত একাদশী — ইন্দিরা একাদশী : রিঙ্কি সামন্ত অরণ্যের অন্তরালে তাম্বদি সূরলা : নন্দিনী অধিকারী ভারতীয় চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেন : রিঙ্কি সামন্ত বিদ্যাসাগরের অন্তরালে ঈশ্বরচন্দ্র, পূর্ব পুরুষের ভিটে আজও অবহেলিত : মোহন গঙ্গোপাধ্যায় জগদীশ গুপ্তের গল্প, কিছু আলোকপাত (সপ্তম পর্ব) : বিজয়া দেব সুধীর চক্রবর্তী স্মৃতি সাহিত্য পুরস্কার : দীপাঞ্জন দে কুড়িয়ে পাওয়া মেয়েকে দুর্গা রূপে আরাধনা : মোহন গঙ্গোপাধ্যায় বাঙালির নিজস্ব দুর্গা : শৌনক দত্ত সে নারী বিচিত্র বেশে মৃদু হেসে খুলিয়াছে দ্বার : দিলীপ মজুমদার শ্যামল গঙ্গোপাধ্যায়-এর ছোটগল্প ‘প্রাতঃভ্রমণ’ বন্যায় পুনর্জীবন বেহুলার : রিঙ্কি সামন্ত গরানহাটা কি ছিল ভেড়ার হাট : অসিত দাস ডিভিসি-র ছাড়া জলে দক্ষিণবঙ্গের মানুষ নাজেহাল, দায় কার : মোহন গঙ্গোপাধ্যায় সুধীর চক্রবর্তী মুক্তধারা ভাষণমালা : দীপাঞ্জন দে বোর্হেসের গোলকধাঁধা : অশ্রুকুমার সিকদার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের দুর্গোৎসব : রিঙ্কি সামন্ত মর্ত্যে দুর্গাপূজার সেকাল ও একাল : অসিত দাস বই-বাই : নবনীতা দেব সেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প ‘প্রবাসী’ ম্যান মেড নয় ডিভিসি-র পরিকল্পনা আর রূপায়নে গলদ : তপন মল্লিক চৌধুরী রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে রাখাইনে সেইফ জোন তৈরি করা আবশ্যক : হাসান মোঃ শামসুদ্দীন ফলের নামটি পাকা কলা : রিঙ্কি সামন্ত বই-বাই : নবনীতা দেব সেন হেমচন্দ্র বাগচীর ১২০তম জন্মবর্ষ : দীপাঞ্জন দে নিম্ন চাপের অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত আরামবাগ : দেবাশিস শেঠ আরামবাগে ভয়াবহ বন্যা, দুর্যোগের পদধ্বনি, ক্ষোভ জনমানসে : মোহন গঙ্গোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন মেয়েদের ক্ষমতায়নের পক্ষেও আওয়াজ তুলেছে : তপন মল্লিক চৌধুরী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে সকল বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ কৌশিকী অমাবস্যার-র আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

দূরপাল্লার ট্রেন যাত্রায় ইন্সুরেন্স জরুরি, এমনকী দু-ঘন্টা দেরিতে পৌঁছলেও পাবেন ক্ষতিপূরণ : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ১২৩ জন পড়েছেন
আপডেট বুধবার, ১৯ জুন, ২০২৪

বছর ঘুরতে না ঘুরতেই আবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় শতাধিক যাত্রীর মর্মান্তিক মৃত্যু মানুষের হৃদয় থেকে মুছে যায়নি। আবার গত ১৭ জুন সোমবার সকালে এরাজ্যের নিউ জলপাইগুড়ি থেকে রাঙাপানি স্টেশন অতিক্রম করার পর নির্মলজোতে ডাউন লাইনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবারেও এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০। গুরুতর আহত বেশ কিছু। এখন প্রশ্ন হল সমস্ত রেল যাত্রীর কি টিকিট কাটার সময় ইন্সুরেন্স নেওয়া ছিল? দেখা যাচ্ছে অনেকের নেওয়া থাকে না। খুব সামান্য পয়সার বিনিময়ে ইন্সুরেন্স করা থাকলে পরিবারের সদস্যরা যেমন উপকৃত হন, সেই সঙ্গে ট্রেন যদি ১/২ ঘন্টা দেরিতে পৌঁছায় কিম্বা আপনার সামগ্ৰি যদি চুরি যায় তাহলে আপনি এক্ষেত্রেও ইন্সুরেন্সের জন্য ভালো রকম ক্ষতিপূরণ পাবেন। এটা অনেকেরই জানা নেই। তাই টিকিট কাটার সময় সচেতন থাকতে হবে।

রেল সূত্রে জানা গেছে, রেলের নিজস্ব বুকিং কাউন্টার কিম্বা IRCTC-তে নিজস্ব account থেকে টিকিট কাটতে হয়। এখানে অনেকের মনেই সংশয় থাকে যে, টিকিট কাটার সময় ০.৩৫ পয়সাতে যে ইন্সুরেন্সটা দেওয়া হয় সেখানে শুধুমাত্র ইন্সুরেন্স অপশনে ক্লিক করলেই কি তার সুবিধে পাওয়া যায়? উত্তর একটাই হ্যাঁ। তা কীভাবে? এই বিষয়টি বুঝতে হলে রেলের নিজস্ব বুকিং কাউন্টার বা IRCTC account থেকে টিকিট কাটার সময় আপনি যদি ইন্সুরেন্স অপশনে ক্লিক করে ইন্সুরেন্সটা নেন, তাহলে আপনার ই মেইল-এ একটা মেইল আসবে ইন্সুরেন্স কোম্পানির থেকে, সেখানে আপনার প্রথম কাজ হল নমিনেশন আপডেট করার লিংকে ক্লিক করে নমিনি (Nominee) অ্যাড করা। চেষ্টা করবেন এমন কোনো ব্যক্তিকে নমিনি করতে যিনি আপনার সাথে ট্রাভেল করছেন না। সঠিকভাবে ইন্সুরেন্স ক্লেম পাওয়ার জন্য এই নমিনেশন আপডেট করাটা কিন্তু অত্যন্ত জরুরি। তারপর Policy Wordings-এ ক্লিক করলেই আপনাকে আপনার PNR ও মোবাইল নম্বর দিয়ে login করতে বলবে, সেটা করলে আপনি আপনার ডিটেইল পলিসি পেয়ে যাবেন। যাত্রার আগে সেটা আপনার পরিবারকে বা আপনার নমিনিকে দিয়ে যাবেন।

উল্লেখ করা যেতে পারে ইন্সুরেন্স পলিসিতে যে সমস্ত দুর্ঘটনাগুলো কভার হয় তা হল —

প্রথমত দুর্ঘটনায় মৃত্যু হলে ১০ লক্ষ টাকা, দ্বিতীয়ত দুর্ঘটনা জনিত কারনে কেউ যদি বিশেষ সক্ষম (permanent disability) হন তাহলেও তিনি ১০ লক্ষ টাকা পাবেন, তৃতীয়ত যদি সাময়িক বিশেষ সক্ষম (Partial permanent disability) হন তাহলেও তিনি ৭.৫ লক্ষ টাকা পাবেন, চতুর্থত : দুর্ঘটনা জনিত কারনে হাসপাতালে ভর্তি হলে তার খরচ বাবদ ২ লক্ষ টাকা পাবেন, পঞ্চমত : Transport of mortal remains: Rs. 10000

প্রসঙ্গত, ট্রেন দুর্ঘটনা হবার চার মাসের মধ্যে claim intimate করতে হবে।

দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি আহত (injured) বা বিশেষ সক্ষম (disabled) হন, এবং সেই কারণে পরবর্তী ১২ মাসের মধ্যে মারা যান, তাহলে তাঁর পরিবার মৃত্যু জনিত কারনে এই বিমা দাবি (death claim) করতে পারবেন। বিশেষ সক্ষম (Disability) বাবদ দেওয়া টাকা মৃত্যু জনিত কারন (death claim)-এর সাথে অ্যাডজাস্ট করে নেওয়া হয়।

বিশেষ করে আরও মনে রাখতে হবে ট্রেন দুর্ঘটনা ছাড়াও, যাত্রাকালীন সময়ে যদি আপনার সামগ্রী চুরি বা ডাকাতি হয়, তাহলেও আপনি ক্ষতিপূরণ পেতে পারেন এই ইন্সুরেন্স ক্লেম-এর মাধ্যমে। এখানেই শেষ নয়, এছাড়া তেজাস এক্সপ্রেসের মতো কিছু প্রিমিয়াম ট্রেনে যাত্রাকালীন যদি আপনার গন্তব্যে পৌঁছতে ১/২ ঘণ্টা দেরি হয়, সেক্ষত্রেও আপনি ক্ষতিপূরণ পেতে পারেন ইন্সুরেন্স ক্লেম-এর মাধ্যমে। তাই দূরপাল্লার ট্রেনে টিকিট বুকিংয়ের সময় একটু সজাগ ও সচেতন থাকতে হবে। যেভাবে প্রায় প্রতি বছর ট্রেন দুর্ঘটনা হচ্ছে তাতে ট্রেনে যাত্রী পরিষেবা নিয়ে ভাবতে হবে সকল যাত্রীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন