মঙ্গলবার | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫৯
Logo
এই মুহূর্তে ::
নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘সুও দুও ভাসে’ বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (তৃতীয় পর্ব) : আবদুশ শাকুর ভিয়েতনামের গল্প (ষষ্ঠ পর্ব) : বিজয়া দেব নীলমণি ঠাকুরের মেছুয়া-যাত্রা, একটি ঐতিহাসিক পুনর্নির্মাণ : অসিত দাস বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (দ্বিতীয় পর্ব) : আবদুশ শাকুর কাদের প্রশ্রয়ে বাংলাদেশের জঙ্গিরা বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে : তপন মল্লিক চৌধুরী রবীন্দ্রসাহিত্যে কবিয়াল ও কবির লড়াই : অসিত দাস নকল দাঁতের আসল গল্প : রিঙ্কি সামন্ত বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (প্রথম পর্ব) : আবদুশ শাকুর মুর্শিদাবাদের কৃষি ঐতিহ্য : অনুপম পাল নক্সী কাঁথায় বোনা জসীমউদ্দীনের বাল্যজীবন : মনোজিৎকুমার দাস পঞ্চানন কুশারীর জাহাজী গানই কি কবির লড়াইয়ের মূল উৎস : অসিত দাস দিব্যেন্দু পালিত-এর ছোটগল্প ‘ঝালমুড়ি’ নকশালবাড়ি আন্দোলন ও বাংলা কবিতা : কার্তিক কুমার মণ্ডল নিঃসঙ্গ ও একাকিত্বের আখ্যান : পুরুষোত্তম সিংহ ভিয়েতনামের গল্প (পঞ্চম পর্ব) : বিজয়া দেব অন্তরের আলো জ্বালাতেই কল্পতরু উৎসব : সন্দীপন বিশ্বাস কল্পতরু — এক উত্তরণের দিন : মৈত্রেয়ী ব্যানার্জী চলচ্চিত্র উৎসবে পানাজি থেকে কলকাতা (শেষ পর্ব) : সায়র ব্যানার্জী ফেলে আসা বছরে দেশের প্রবৃদ্ধির পালে হাওয়া না ঝড় : তপন মল্লিক চৌধুরী কার্ল মার্কসের পরিজন, পরিকর (শেষ পর্ব) : দিলীপ মজুমদার জোয়ানিতা ম্যালে-র ছোটগল্প ‘নাইট জব’ অনুবাদ মনোজিৎকুমার দাস দেশজ ফসলের বীজকে কৃষির মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে নদিয়া বইমেলা মুখপত্র : দীপাঞ্জন দে চলচ্চিত্র মহোৎসবে পানাজি থেকে কলকাতা (প্রথম পর্ব) : সায়র ব্যানার্জী শৌনক দত্ত-র ছোটগল্প ‘গুডবাই মাষ্টার’ হেলান রামকৃষ্ণ শিশু বিতানের রজত জয়ন্তী বর্ষপূর্তি উৎসব পালিত হল মহাসমারোহে : মোহন গঙ্গোপাধ্যায় কার্ল মার্কসের পরিজন, পরিকর (ষষ্ঠ পর্ব) : দিলীপ মজুমদার জীবনানন্দ দাশের স্বপ্নের নদী ধানসিঁড়ি আজও আছে কিন্তু মৃতপ্রায় : মনোজিৎকুমার দাস মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-এর ছোটগল্প ‘শঠে শাঠ্যং’
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই ২০২৫ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আন্তরিক শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

ঘানা খোলস ছেড়ে বেরোলো অনেক পরে : যীশু নন্দী

যীশু নন্দী / ২২৪ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

আন্দ্রে আয়িউ কেন উঠে গেলেন — ফেসবুক খুললে প্রশ্নটা দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই। আন্দ্রে আয়িউ ঘানার হয়ে প্রায় ১১০-এর উপর ম্যাচ খেলে ফেলা প্লেয়ার, অনেক অভিজ্ঞ, কিন্তু গতকাল ঘানা যে ফর্মেশনে খেলা শুরু করেছিলো তাতে গোল করতে গেলে আন্দ্রে এবং ইনাকিকে অনেক অনেক ওভারলোড নিতে হতো। আন্দ্রে গোল পেলেও তিনি প্রথম হাফে যতটা লোড নিয়েছেন, সেকেন্ড হাফে ততোটা লোড নিতে পারেননি। আন্দ্রের প্রথম হাফ বনাম সেকেন্ড হাফের টাচম্যাপ দেখলেই সেটা বোঝা যাবে। আয়িউকে সাব হতেই হতো। এখন ঘটনা হচ্ছে আয়িউয়ের বদলে আরেকজন স্ট্রাইকার কেনো নয়? (সেমেনিও ভালো স্ট্রাইকার, সুইশম্যাচে রিসেন্টলি গোলও পেয়েছেন, কাল মাঠে নামেন অনেক পরে)।

কাল ঘানা কোচ আয়িউয়ের বদলে নামালেন জর্ডন আয়িউকে, যিনি একজন উইংগার, আর আক্রমণভাগ সচল রাখা কুদ্দুসকে উঠিয়ে নামান বুকারিকে যিনিও একজন উইংগার। আসলে গোল খাবার আগে অবধি ঘানার উইংপ্লে বলে ছিলোইনা কিছু, গোল খেয়ে ঘানা খোলস ছাড়ে, উইংপ্লে সচল রাখতেই এই পরিবর্তন ছিলো। কিন্তু ঘটনা হচ্ছে ইনাকি উইলিয়ামস কেনো গোটা সময়জুড়ে খেললেন? শেষের কয়েক মিনিট ছাড়া পুরো সেকেন্ড হাফে ইনাকি কতবার বক্সে ঢুকতে পেরেছেন তা হয়তো গোনা যাবে, কতটা প্রেসিং করেছেন তাও হয়তো গোনা যাবে।

এফেক্টিভ স্ট্রাইকার সেমেনিও এই দলের প্রথম একাদশে ঢোকার যোগ্য দাবীদার। ঘানার আসল খেলা যারা দেখেছেন তারা জানেন দলটা প্রচুর উইংপ্লে করে, আর উইংপ্লের মুখ্য দায়িত্বে থাকেন আফ্রিয়ি এবং জর্ডন আয়িউ, এছাড়া সুলেমানা বলে একজন দুরন্ত উইংগার আছে ঘানার দলে যিনি রাইট-লেফট দুজায়গাতেই খেলতে সচ্ছন্দ।

গত ব্রাজিল ম্যাচে সুলেমানা লেফট উইংয়ে খেলেছিলেন, আর সুইশ ম্যাচে জর্ডনের সাব হয়ে রাইটে নামেন। আর গতকাল সুলেমানা নানলেনই না, যেমন নামলেননা আফ্রিয়ি। যাই হোক, ঘানা পরের রাউন্ডে যাবে কিনা জানিনা, তবে নিজেদের খোলস ছেড়ে ঘানা বেরোবে এই আশা রাখি।

গ্রাফিক্স যীশু নন্দী, ছবিতে আন্দ্রের প্রথম হাফের টাচম্যাপ বনাম সেকেন্ড হাফের টাচম্যাপ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন