রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৮
Logo
এই মুহূর্তে ::
চর্যাপদে সমাজচিত্র : নুরুল আমিন রোকন বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (শেষ পর্ব) : আবদুশ শাকুর ‘প্রাগৈতিহাসিক’-এর অনন্য লেখক মানিক : ফয়জুল লতিফ চৌধুরী বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (একাদশ পর্ব) : আবদুশ শাকুর ভেটকি থেকে ইলিশ, চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, হুগলির মাছের মেলায় শুধুই মাছ : রিঙ্কি সামন্ত দিল্লি বিধানসভায় কি বিজেপির হারের পুনরাবৃত্তি ঘটবে : তপন মল্লিক চৌধুরী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাখাইন — বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (দশম পর্ব) : আবদুশ শাকুর রামলোচন ঠাকুর ও তৎকালীন বঙ্গসংস্কৃতি : অসিত দাস দধি সংক্রান্তি ব্রত : রিঙ্কি সামন্ত বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (নবম পর্ব) : আবদুশ শাকুর সপ্তাহে একদিন উপবাস করা স্বাস্থ্যের পক্ষে ভালো : অনুপম পাল অলোকরঞ্জন দাশগুপ্ত’র ভাষা : ড. হান্স্ হার্ডার সবগুলো গল্পেই বিজয়ার নিজস্ব সিগনেচার স্টাইলের ছাপ রয়েছে : ড. শ্যামলী কর ভাওয়াল কচুর কচকচানি : রিঙ্কি সামন্ত বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (অষ্টম পর্ব) : আবদুশ শাকুর রামলোচন ঠাকুরের উইল ও দ্বারকানাথের ধনপ্রাপ্তি : অসিত দাস বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (সপ্তম পর্ব) : আবদুশ শাকুর যে শিক্ষকের অভাবে ‘বিবেক’ জাগ্রত হয় না : মৈত্রেয়ী ব্যানার্জী ভিয়েতনামের গল্প (সপ্তম পর্ব) : বিজয়া দেব বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (ষষ্ঠ পর্ব) : আবদুশ শাকুর দিল্লি বিধানসভা ভোটেই নিশ্চিত হচ্ছে বিজেপি বিরোধি জোটের ভাঙন : তপন মল্লিক চৌধুরী দ্বারকানাথ ঠাকুরের গানের চর্চা : অসিত দাস মমতা বললেন, এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দুষ্টচক্র হু জানাল চিন্তা নেই : মোহন গঙ্গোপাধ্যায় বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (পঞ্চম পর্ব) : আবদুশ শাকুর পৌষ পুত্রদা একাদশী : রিঙ্কি সামন্ত বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (চতুর্থ পর্ব) : আবদুশ শাকুর জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দুর্গাপূজায় কবিগান ও যাত্রার আসর : অসিত দাস সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘ঋতুমতী হওয়ার প্রার্থনা’ সামাজিক মনস্তত্ত্বের প্রতিফলনে সিনেমা : সায়র ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা আন্তরিক শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

আমি — সবটাই নীল সাদা : যীশু নন্দী

যীশু নন্দী / ২১৩ জন পড়েছেন
আপডেট রবিবার, ২০ নভেম্বর, ২০২২

আমি একটা হ্যাঁদাক্যাবলা ছেলে। একসময় ফুটবলই বুঝতাম না অথচ আর্জেন্টিনা হয়ে গেলাম। মারাদোনার নাম শুনতাম বাবার মুখে, কিন্তু তাঁর লাইভ খেলা কস্মিনকালেও দেখিনি। তিনি যখন খেলা ছেড়েছেন, তার বছর দুই পরে আমি জন্মেছিলাম। মেসি বলে যে একজন খেলোয়াড় উঠছেন সেটাও আমার কাছে ছিলো সুদূর পাশ্চাত্যের কোনো অপ্রকাশিত নিউজ আর্টিকেলের মতোই। সে বছর জার্মানিতে বিশ্বকাপ শুরু হলো। বাবা সবসময় মারাদোনা মারাদোনা বলে লাফাতেন, এখনও লাফান। বাবা আয়ালার কথা বলতেন না, বাবা মার্তি ক্রেসপোর কথা বলতেন না, বাবা বলতেন না ভেরন নেই এবারের টিমটার কি হবে। বাবা শুধু মারাদোনার নাম বলতেন। তাই আমি শুধু মারাদোনাকেই চিনতাম, আর্জেন্তিনাকে না।

আসলে আমাদের ছোট্ট সাদাকালোর টিভির র‍্যাডারে স্প্যানিশ লিগ, ইংলিশ লিগ, চ্যাম্পিয়নস লিগ ধরা পড়তো না। জার্মানির বিশ্বকাপের সময়ে খেলার চ্যানেলটায় বিশ্বকাপ দেখাতো। টিউশন ছুটির শেষে শুনলাম জার্মানির সাথে একগোলে জিতছে আর্জেন্তিনা। বাবা লাফাচ্ছেন। ‘আর্জেন্তিনা!’ — বাহ্ নামটা বেশ সুন্দর তো। বাড়ি এসে খেয়ে দেয়ে রাত অবধি খেলাটা দেখলাম। জার্মানির একজন শেষমুহূর্তে বলটাকে হেডে করে পাশ কাটিয়ে দিলো, আরেকজন সেই বলটা হেডে নিয়ে নামিয়ে দিলো গোলে। জার্মানি গোলশোধ করলো। টাইব্রেকারে আর্জেন্তিনা হেরে গেলো। সাদাকালো টিভিতে আর্জেন্তিনার নকআউটে পরা নেভি ব্লু জার্সিটা কালে রঙের দেখাতো। দেখছিলাম ম্যাচ হেরে গিয়ে আর্জেন্তিনার একজন কান্নাকাটি করছে, আরেকজন মারামারি করতে লেগেছে। তাদের নাম জানতাম না কিন্তু হারটাকে যেনো কোনোমতেই মানতে পারছেনা তারা। অনেকটা যেনো আমারই মতোন। খেলার মাঠে আমি খুবই আনাড়ি ছিলাম, এখনও আছি। আউট হলে ব্যাট ছাড়তে ইচ্ছে করেনা, ছয় খেলে পরের বলটা ইচ্ছা করে জোড়ে করি। আর্জেন্তিনাও যেনো আমার মতোনই আনাড়ি। ভালোবেসে ফেললাম আর্জেন্তিনাকে। বাতিস্তুতা, বুরুচাগা, ক্যানিজিয়া, রিকুইলমে, ক্রেসপো, তেভেজ, মেসি — এদের কারোর জন্যে নয়, খানিকটা মারাদোনার নাম শুনে, আর বাকিটা আমার অন্তরস্থ স্বভাবটার প্রতিবিম্বটা দেশটার মধ্যে দেখতে পেয়ে আমি ভালোবেসেছিলাম আর্জেন্তিনাকে।

নামের মোহ একদিন হয়তো কেটে যায়। কিন্তু নিজেরই ছায়াটা কিভাবেই বা বদলাবে। তারপর থেকে যখনই ‘আর্জেন্তিনা’ নামটা কোথাও শুনি, কানটা খাড়া করে থাকি, শুনতে খুবই ভালো লাগতো নামটা। আর পাঁচটা কিশোরের মতোও আমারও ছিলো ক্যুইজের নেশা। দূরদর্শনে প্রতি রবিবার ক্যুইজ হতো। ক্যুইজমাস্টার একদিন প্রশ্ন করলো, “রূপোর দেশ কাকে বলা হয়?” উত্তর জানতামনা। জেনে নিলাম, — “আর্জেন্তিনা”। শুধুমাত্র নামটার জন্যেই এই প্রশ্নোত্তরটা চিরকাল মনে গেঁথে রয়ে গেলো।

সাউথ আফ্রিকা বিশ্বকাপের সময় বিগ বাবুল না কীসের একটার সাথে বিভিন্ন দেশের পতাকাওয়ালা একটা স্টিকার ফ্রি দিচ্ছিলো, ইস্ত্রি করে জামায় বসালে নাকি জামার সাথে সেঁটে যাবে স্টিকারটা। আমি আর্জেন্তিনার স্টিকার নিয়েছিলাম। কিন্তু ইস্ত্রি করে আর বসানো হয়নি। কোথায় যে হারিয়ে গেছে স্টিকারটা! সেবারতো আবারও জার্মানদের সাথে ম্যাচ ছিলো। ভুভুজেলা, শাকিরা, ওয়েভিং ফ্ল্যাগে মাতোয়ারা সে বিশ্বকাপ। মেসি, রোনাল্ডো বড্ডো নিরীহ সেই বিশ্বকাপে। আগের ম্যাচে গোলার মতো শটে ম্যাচ জিতিয়েছে তেভেজ, মেক্সিকোর সাথে। পরের ম্যাচটাই জার্মানির সাথে। বাসে যেতে যেতে খবরের কাগজে পড়লাম তেভেজের বক্তব্য — “জার্মানি যদি ভাবে আর্জেন্টিনাকে হারাবে, তাহলে ওরা দিবাস্বপ্ন দেখছে।” বাব্বাহ, এতোটা কনফিডেন্স! তবে কি আমিই বেশী চিন্তা করছি? নিউজ চ্যানেলে বারবার হেডলাইন হচ্ছিলো, জোয়াকিম লো এর স্ট্র‍্যাটেজি বনাম মারাদোনার আবেগ। কিন্তু এতোই কি পোয়া  বারো!

কোয়ার্টারে বিধ্বস্ত হয়ে গেলাম জার্মানির সাথে। ব্রাজিল বিশ্বকাপে সেবেল্লার আর্জেন্তিনাকে অনেকদিন পর অনেকটা কমপ্যাক্ট লাগছিলো। মেসি, মারিয়া, আগুয়েরো, রোমেরো, মাসচারেনো ছাড়াও আমার খুব ভালো লাগতো মার্ক রোহোকে। উফফ, একজন ডিফেন্ডার, এতো আক্রমণাত্মক, এতো আক্রমণাত্মক…। এখন যেমন দেখি লিসান্দ্রোকে। সেবার নেদারল্যান্ডস ম্যাচে গোলকিপার রোমেরো বোধহয় কিছু একটা ছু মন্তর পুষে রেখেছিলো গ্লাভসে। একের পর এক সেভ, উফফ! পরে জেনেছিলান ইতালিয়া ৯০’-এ গয়কোচিয়ার কথা, খানিকটা একার হাতে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলো আর্জেন্তিনাকে। রোমেরো অতোটা না হলেও, রোমেরো না থাকলে হয়তো আমরা ফাইনালে উঠতামনা। ফাইনালে শুনলাম মারিয়া খেলবেনা।

ম্যাচ যেরাত্রে হবে, সেইদিন সকালে আকস্মিকভাবে আমার দেবাশিস স্যারকে খবর দিলাম মারিয়া খেলতে পারে। দেবাশিস স্যার ছিলেন আমার রসায়ন শিক্ষক, অভিব্যক্তি ছিলো শিশুর মতো সরল। মারিয়া খেলবেন না বলে মুষড়ে ছিলেন। যখন শুনলেন মারিয়া খেলবে, তখন শিশুর মতো হেসে উঠে জিজ্ঞাসা করেছিলেন, “খেলবে? খেলবে?”। ওই অভিব্যক্তি আমি আজও ভুলিনি। ফাইনালে সেদিন দি মারিয়া মাঠে নামেনি। আর্জেন্তিনা হেরে গিয়েছিলো। সাবেল্লা সরে যাবার পর তাতা মার্তিনোর আর্জেন্তিনাকে অনেক অনেক কমপ্যাক্ট লাগতো, কিন্তু তাও কোপা আমেরিকা আসেনি। কখনও উরুগুয়ে, কখনও চিলি, কেউ না কেউ বাধা হতোই। কিন্তু আর্জেন্তিনা যতবার হারে, ততবার আরেকটু বেশি করে আপন করে নিই আর্জেন্তিনাকে। কারণ ওটাই তো আমি, ওটাই তো আমার ছায়া। ক্যাম্বিয়াসোর কান্না, তেভেজের মারামারি, মেসির শূন্যতায় ভাসা চোখ, কোচ মারাদোনার সমস্ত আর্জেন্তাইন প্লেয়ারদের এক এক করে বুকি জড়িয়ে চুমু খাওয়া, মাসচারেনোর মাঠে বসে পড়া — ওই সমস্ত কিছুই আমি। মাঠের রগচটা আমি, আনাড়ি আমি, হেরে যাওয়া আমি, জিতে যাওয়া আমি—সবটাই নীল সাদা, আর অন্য কোনো রঙ ধরেনা সেখানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন