ক্ষমতায় এলে বাংলাকে নাকি সোনায় মুড়ে দেবেন। তা নিজের রাজ্য গুজরাটের সোনায় মোড়া হাল কোথায় মি. শাহ? কত বছর ক্ষমতায় আছে সেখানে বিজেপি? উন্নয়নের বহর ঢাকতে পাঁচিল তুলতে হয়েছিল। ট্রাম্পকে নিয়ে রোড আর গ্যালারি শো করে এমন অবস্থা যে হাসপাতালে বেড পাচ্ছেন না আমেদাবাদের মানুষ। আর ট্রাম্প এখন এলে রাস্তা নয়, বোধ হয় হেলিকপ্টারে নিতে হতো মোতেরায়। আমেদাবাদের রাস্তার যা হাল বর্ষা আসার আগেই!
আবহাওয়া দফতরের হিসেব, গত ২-৩ দিনে আমেদাবাদে ৭৬.৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাতেই রাস্তায় খানাখন্দ ও ধস নামার খবরে বিব্রত আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। মঙ্গলবার ১০ জুন ৭টি জায়গা থেকে এবং গত ২-৩ দিনে ১৫টি এমন খবর এসেছে। সোলা ভাগবত বিদ্যাপীঠের গেটের সামনে ধস। সায়েন্স সিটি এলাকার সামনে রাস্তার দু-পাশ বসে গিয়েছে। দানিলিমদা থেকে কয়েকটি অভিযোগ এসেছে। এমনকী কর্পোরেশন অফিসের সামনেও এক অবস্থা। কোথাও কোথাও তো রাস্তার গর্তে গাড়ি আটকে গেছে। আহা, ট্রাম্প যদি এ সব দেখতেন! বিশেষজ্ঞরা বলছেন, রাস্তা তৈরির সময় যথাযথ কাজ হলে এই বিপত্তি হতো না। অমিত শাহ বাংলায় সিন্ডিকেটরাজের অভিযোগ নিয়ে সরব হওয়ার আগে নিজের রাজ্যের খবর নিন।