বিজেপি রাজ্য নাকি ‘সোনায় মোড়া’। করোনা লকডাউনে মানুষের আয় বন্ধ। সেখানে এবার প্রতি ঘরের উপর আর্থিক বোঝা চাপানো হলো! বিজেপি-শাসিত কর্নাটকে। ব্রুহত বেঙ্গালুরু মহানগর পালিকে বা বিবিএমপি এমনিতেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেস নিয়ে থাকে। সম্পত্তির সঙ্গে সাযুজ্য রেখে তার পরিমাণ ২০০ থেকে ৬০০ টাকা। এখন সাফাইকর্মীরা যে বাড়ি বাড়ি ঘুরে জঞ্জাল সংগ্রহ করেন আইনে সংশোধন এনে তার জন্য এই লকডাউনের মধ্যেই জঞ্জাল কর চাপিয়ে দেওয়া হলো নাগরিকদের ঘাড়ে। গত ৪ জুন রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি পরিবারকে এসডব্লুএম সেস ছাড়াও জঞ্জাল কর বাবদ ২০০ টাকা প্রতি মাসে দিতে হবে। বাণিজ্যিক বা অন্য কোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবার এই কর অনেক বেশি। যেমন, প্রতিদিন ৫ কেজি জঞ্জাল বা বর্জ্য জমলে মাসে ৫০০ টাকা, ১০ কেজি হলে ১৪০০ টাকা, ২৫ কেজি হলে ৩৫০০ টাকা, ৫০ কেজির জন্য ৭০০০ টাকা এবং ১০০ কেজির জন্য দিতে ১৪০০০ টাকা। এমনকী খালি জায়গার জন্যও দিতে হবে এই কর। বিরোধীরা এই পদক্ষেপকে লুঠ বলছে। অনেক বাসিন্দা বলছেন, বিবিএমপির সাফাইকর্মীরা আসেন না বলে বেসরকারি কন্ট্রাক্টরদের মাধ্যমে জঞ্জাল সাফ করতে হয়। তার উপর এই কঠিন পরিস্থিতিতে আর্থিক বোঝা চাপানো সমর্থনযোগ্য নয়।