জাল ভেন্টিলেটরের পর এবার মাস্ক কেলেঙ্কারি মোদী-শাহের গুজরাটে। মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি ১৮ মে ঘোষণা করেছিলেন, সারা রাজ্যে ২ হাজার আমুল পার্লার থেকে এন-৯৫ ও থ্রি লেয়ার মাস্ক বিক্রি করা হবে। তা শুরু হতেই কেলেঙ্কারি সামনে এলো। থ্রি লেয়ার মাস্ক ৫ টাকা ও এন-৯৫ মাস্ক ৬৫ টাকা করে বিক্রি হচ্ছে। দেখা গিয়েছে, এগুলি এন-৯৫ মাস্ক আদৌ নয়, অত্যন্ত নিম্নমানের। গুজরাট মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন থেকে কিনে মাস্ক বিক্রি করতে আমুল। ফেডারেশন অব গুজরাট স্টেট কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান যশুভাই প্যাটেল বলেন, পাঁচ স্তরবিশিষ্ট আসল এন-৯৫ মাস্কের উৎপাদনমূল্য ১৩৫ টাকা, জিএসটি চাপলে এর দাম ১৬০ টাকা হয়। ফলে আমুল পার্লার যেগুলি এন-৯৫ মাস্ক বিক্রি করছে তার গুণমান নিয়ে প্রশ্ন থাকবেই।
তাছাড়া আমরা ওই একই মাস্ক ৫০ টাকা করে বিক্রি করব। আমরা যদি পারি তাহলে বুঝুন আমুল পার্লার কতো লাভ করছে! বাংলার পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম টুইট করে বলেছেন, যে দল ফেক নিউজ ছড়ানোর জন্য বিখ্যাত, তারা এখন নিজেদের রাজ্যে ফেক মাস্ক বিক্রিতে ব্যস্ত হয়ে পড়েছে!এর মধ্যেই গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। আমেদাবাদে ১০ হাজারের বেশি। রবিবার ২৪ মে গুজরাটে করোনা রোগী মারা গিয়েছেন ২৯ জন, তার মধ্যে আমেদাবাদ জেলাতেই ২৮ জন। প্রায় সাতশো মানুষ আমেদাবাদেই মারা গিয়েছেন।
তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান বিজেপি নেতৃত্বকে তীব্র কটাক্ষ করে টুইটে লেখেন, নিজেদের রাজ্যের মানুষকে পরিষেবা দিতে লাগাতার ব্যর্থ হলে অন্য রাজ্যের দিকে আঙুল তোলার কথা কি কোভিড-১৯-এর চিকিৎসা সংক্রান্ত ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের গাইডলাইনে উল্লেখ আছে?