শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৪
Logo
এই মুহূর্তে ::
বাড়বে গরম, চোখের নানান সমস্যা থেকে সাবধান : ডা. তনুশ্রী চক্রবর্তী আঠালো মাটি ফুঁড়ে জন্মানো শৈশব : আনন্দগোপাল হালদার মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত ওয়াকফ হিংসার জের কি মুর্শিদাবাদেই থেমে গিয়েছে : তপন মল্লিক চৌধুরী এক বাগদি মেয়ের লড়াই : দিলীপ মজুমদার এই সেনসরশিপের পিছনে কি মতাদর্শ থাকতে পারে : কল্পনা পাণ্ডে শিব কম্যুনিস্ট, বিষ্ণু ক্যাপিটেলিস্ট : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ‘গায়ন’ থেকেই গাজন শব্দের সৃষ্টি : অসিত দাস কালাপুষ্প : মোহন গঙ্গোপাধ্যায় পয়লা বৈশাখ থেকে শুরু হোক বাঙালি-অস্মিতার প্রচারযাত্রা : দিলীপ মজুমদার মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত পেজফোর-এর নববর্ষ বিশেষ সংখ্যা ১৪৩২ প্রকাশিত হল সিন্ধিভাষায় দ্রাবিড় শব্দের ব্যবহার : অসিত দাস সিন্ধুসভ্যতার জীবজগতের গতিপ্রকৃতির মোটিফ : অসিত দাস হনুমান জয়ন্তীতে নিবেদন করুন ভগবানের প্রিয় নৈবেদ্য : রিঙ্কি সামন্ত গল্প লেখার গল্প : হাসান আজিজুল হক ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (শেষ পর্ব) : জমিল সৈয়দ চড়কপূজা কি আসলে ছিল চণ্ডকপূজা : অসিত দাস অরুণাচলের আপাতিনি : নন্দিনী অধিকারী ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (সপ্তম পর্ব) : জমিল সৈয়দ শাহরিয়ার কবিরকে মুক্তি দিন : লুৎফর রহমান রিটন ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (ষষ্ঠ পর্ব) : জমিল সৈয়দ ওয়াকফ সংশোধনী আইন এই সরকারের চরম মুসলিম বিরোধী পদক্ষেপ : তপন মল্লিক চৌধুরী ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (পঞ্চম পর্ব) : জমিল সৈয়দ যশোধরা — এক উপেক্ষিতা নারীর বিবর্তন আখ্যান : সসীমকুমার বাড়ৈ কলকাতার কাঁচাভেড়া-খেকো ফকির ও গড়ের মাঠ : অসিত দাস ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (চতুর্থ পর্ব) : জমিল সৈয়দ রামনবমী পালন এবং হুগলী চুঁচুড়ার শ্রীরামমন্দির : রিঙ্কি সামন্ত ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (তৃতীয় পর্ব) : জমিল সৈয়দ মিয়ানমারে ভূমিকম্প — প্রতিবেশী দেশের জনগণের পাশে বাংলাদেশ : হাসান মোঃ শামসুদ্দীন
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩২-এর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

জাল ভেন্টিলেটরের পর এবার জাল এন-৯৫ মাস্ক কেলেঙ্কারি!

রিপোর্টার / ১৭১ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৫ মে, ২০২০

জাল ভেন্টিলেটরের পর এবার মাস্ক কেলেঙ্কারি মোদী-শাহের গুজরাটে। মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি ১৮ মে ঘোষণা করেছিলেন, সারা রাজ্যে ২ হাজার আমুল পার্লার থেকে এন-৯৫ ও থ্রি লেয়ার মাস্ক বিক্রি করা হবে। তা শুরু হতেই কেলেঙ্কারি সামনে এলো। থ্রি লেয়ার মাস্ক ৫ টাকা ও এন-৯৫ মাস্ক ৬৫ টাকা করে বিক্রি হচ্ছে। দেখা গিয়েছে, এগুলি এন-৯৫ মাস্ক আদৌ নয়, অত্যন্ত নিম্নমানের। গুজরাট মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন থেকে কিনে মাস্ক বিক্রি করতে আমুল। ফেডারেশন অব গুজরাট স্টেট কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান যশুভাই প্যাটেল বলেন, পাঁচ স্তরবিশিষ্ট আসল এন-৯৫ মাস্কের উৎপাদনমূল্য ১৩৫ টাকা, জিএসটি চাপলে এর দাম ১৬০ টাকা হয়। ফলে  আমুল পার্লার যেগুলি এন-৯৫ মাস্ক বিক্রি করছে তার গুণমান নিয়ে প্রশ্ন থাকবেই।

তাছাড়া আমরা ওই একই মাস্ক ৫০ টাকা করে বিক্রি করব। আমরা যদি পারি তাহলে বুঝুন আমুল পার্লার কতো লাভ করছে! বাংলার পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম টুইট করে বলেছেন, যে দল ফেক নিউজ  ছড়ানোর জন্য বিখ্যাত, তারা এখন নিজেদের রাজ্যে ফেক মাস্ক বিক্রিতে ব্যস্ত হয়ে পড়েছে!এর মধ্যেই গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। আমেদাবাদে ১০ হাজারের বেশি। রবিবার ২৪ মে গুজরাটে করোনা রোগী মারা গিয়েছেন ২৯ জন, তার মধ্যে আমেদাবাদ জেলাতেই ২৮ জন। প্রায় সাতশো মানুষ আমেদাবাদেই মারা গিয়েছেন।

তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান বিজেপি নেতৃত্বকে তীব্র কটাক্ষ করে টুইটে লেখেন, নিজেদের রাজ্যের মানুষকে পরিষেবা দিতে লাগাতার ব্যর্থ হলে অন্য রাজ্যের দিকে আঙুল তোলার কথা কি কোভিড-১৯-এর চিকিৎসা সংক্রান্ত ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের গাইডলাইনে উল্লেখ আছে?


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন