পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল গুজরাটের রাজকোট। রবিবার ১৭ মে রাজকোটের শাহপুরে বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকরা পথ অবরোধ ও বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালান। রাজকোটের এই পরিযায়ী শ্রমিকদের জন্য যে শ্রমিক স্পেশ্যাল ট্রেন দেওয়া হয়েছিল তা আচমকা বাতিল ঘোষণা করে দেওয়া হয়। এতেই ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের সমস্যার সমাধান না করতে পারলেও ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে রাজকোট পুলিশ।
তবে মানুষ মরিয়া হলে কোনও ব্যারিকেড যে যথেষ্ট নয় তা ফের দেখা গেল এদিন। মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সীমান্তে ঘটনাটি ঘটে। মধ্যপ্রদেশের রেওয়ার চকঘাটে পরিযায়ী শ্রমিকদের ঢুকতে বাধা দিচ্ছিল উত্তরপ্রদেশের পুলিশ। আচমকাই পুলিশি ব্যারিকেড ভেঙে রাজ্যে ঢুকে পড়েন উত্তরপ্রদেশের কয়েকশো পরিযায়ী শ্রমিক।