বাংলায় করোনা আক্রান্তের ও মৃতের সংখ্যা আবারও বাড়ল। বুধবার ৬ মে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১২ জন, সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন একজন, মারা গিয়েছেন ৪ জন। এর ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৪৫৬, যার মধ্যে বর্তমানে করোনা পজিটিভ ১০৪৭ জন। সুস্থ হয়েছেন ২৬৪ জন। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৫৭০টি, সবমিলিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা ৩০১৪১। আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, প্রথমে একটা ল্যাব ছিল বাংলায়। ধীরে ধীরে ল্যাবের সংখ্যা বেড়ে হয়েছে ১৫, যার মধ্যে ১০টি সরকারি। বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও এনআরএস নমুনা পরীক্ষা করতে প্রস্তুত। অনুমতি এলেই পরীক্ষা শুরু হবে। মোট ১২টি ল্যাবের অনুমতি চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। স্বরাষ্ট্র সচিব জানান, পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। বিভিন্ন বর্ডারে যাঁরা আটকে আছেন স্বাস্থ্য পরীক্ষা করে তাঁদের বাসে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। আর যাঁরা নিজেরাই বাস বা গাড়িতে ফিরতে চান তাঁদের এন্ট্রি পাসের ব্যবস্থা এগিয়ে বাংলা ওয়েবসাইটে করা হয়েছে।