বৃহস্পতিবার ৭ মে ফুরোচ্ছে কলকাতা কর্পোরেশনে বর্তমান বোর্ডের মেয়াদ। এরপর কী হবে? এই প্রশ্নের উত্তরে মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যথাসময়ে এ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবে রাজ্য সরকার। বিষয়টি অ্যাডভোকেট জেনারেল মুখ্য সচিবের কাছে পাঠিয়েছেন। কলকাতায় গ্রিন জোনের সংখ্যা কিছুটা বেড়েছে বলে জানিয়ে ফিরহাদ বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বস্তিতে অনেকে আক্রান্ত হচ্ছেন না। কোনও বাড়ি বা ফ্ল্যাটে কেউ আক্রান্ত হচ্ছেন। সেইমতো জোনের রং বদলাচ্ছে।
ফিরহাদ হাকিমের বক্তব্য শুনুন: