দেশের নানা প্রান্তে মঙ্গলবার ৫ মে ভোর থেকে মদ কেনার লম্বা লাইন। দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মদের ম্যাক্সিমাম রিটেল প্রাইসের উপর ৭০ শতাংশ স্পেশাল করোনা ফি চাপিয়েছেন। তা সত্ত্বেও মদ কেনার লাইন কমার লক্ষণ নেই। দিল্লিতে মদের দোকানের সামনে সোশ্যাল ডিসট্যান্সিং মানা নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ছেন সুরাসক্তরা।
দিল্লিতে আবার মজার ছবিও ধরা পড়ল। এক ব্যক্তি হঠাৎ মদের লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের দিকে গাঁদা ফুল ছেটাতে থাকেন এই বলে যে, সরকারের টাকা নেই। আপনারাই দেশের অর্থনীতি চাঙ্গা করতে পারেন! মদের দাম বাড়িয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। ফের ৫০ শতাংশ দাম বাড়ানো হচ্ছে এদিন থেকেই, সবমিলিয়ে দাম বাড়ল ৭৫ শতাংশ। কর্নাটকে সোমবার বিক্রি হয়েছে ৪৫ কোটি টাকার মদ। দাম বাড়লেও স্টক করতে কার্পণ্য নেই কোনও রাজ্যে।
মদের দোকান খোলায় বিরক্ত ক্রিকেটার হরভজন সিং। তিনি মদের দোকানের সামনে ভিড় দেখে লিখেছেন, যেখানে দেশের মানুষ লকডাউন মেনে ঘরে রয়েছেন, পরিযায়ী শ্রমিকরা দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন, সেখানে লকডাউনে মদের দোকান খোলার সিদ্ধান্ত বড়ো ভুল।