অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে বাংলার অর্থনীতিকে চাঙ্গা রাখতে তাঁর নেতৃত্বে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বোর্ড বিভিন্ন সুপারিশ পাঠাতে শুরু করেছে। মঙ্গলবার ৫ মে সকালে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের সঙ্গে কথোপকথনের এক ভিডিও প্রকাশ করেছেন রাহুল গান্ধী। জানতে চেয়েছেন দেশের অর্থনীতির হাল ফেরাতে কী করণীয়? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, আমেরিকাকে অনুসরণ করে ভারতের উচিত দেশের মানুষের হাতে টাকা তুলে দেওয়া।ঋণখেলাপিদের টাকা মকুব করে ব্যাঙ্ক যাতে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য না হয় তা ঠেকাতে হবে। দেশের বহু মানুষের কাছে রেশন কার্ড নেই। তাঁদের জন্য এই কঠিন সময়ে টেম্পোরারি কার্ড তুলে দিয়ে রেশনে খাদ্যসামগ্রী দেওয়ার বন্দোবস্ত করতে হবে। উল্লেখ্য, এই পদক্ষেপ ইতিমধ্যেই করেছে রাজ্য সরকার। আবারও প্রমাণিত হলো, বাংলা আজ যা ভাবে, দেশ কাল তা ভাবে। দেশের অর্থনীতি চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই হাঁটা উচিত মোদীবাবুর।
বাংলার মানুষের জন্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
রাহুলের সঙ্গে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের আলাপচারিতা শুনুন।