লকডাউনের মধ্যেই খুশির খবর। মঙ্গলবার ৫ মে ভোরে পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। দাদু হলেন বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক। পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে কোয়েল ও সদ্যোজাত সুস্থ রয়েছেন। ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে বিয়ে হয় কোয়েলের। মল্লিক ও সিং পরিবারে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া।
বিয়ের পর কাজের চাপ কিছুটা কমিয়ে নেন, বাছাই ছবিতে অভিনয় করেন। প্রসূতি অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা প্রসূত, অরিন্দম শীলের ‘ঝড় থেমে যাবে একদিন’-এ অভিনয় করেন। এদিন সকালে অরিন্দমই প্রথম কোয়েল ও নিসপালকে টুইটারে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এরপর একে একে অভিনন্দনের বন্যায় ভাসতে থাকেন কোয়েল-নিসপাল। অর্পিতা চট্টোপাধ্যায় লিখেছেন, সকালের শুরুতেই খুব ভালো খবর পেলাম।