বিধানসভা ভোট হতে এখনো প্রায় ৯ মাস বাকি। তার অনেক আগে থেকেই ঘর গুছিয়ে নিচ্ছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। গত ১৬ জুন পুরুলিয়ার বিজেপি সাংসদের নিজের গ্রামের বুথ সদস্য যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ এবং বিজেপির বিরুদ্ধে।
এক সপ্তাহও কাটলো না। বিজেপি শিবিরে ভাঙন আরো প্রবল হলো। এদিন পুরুলিয়ার বিজেপি সাংসদের বুথ সভাপতিও যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এদিন বাঘমুন্ডির বাড়েরিয়া গ্রামে ঝালদার কুদলুং গ্রামের বিজেপির বুথ সভাপতি দীনেশ মাহাত-সহ ৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় ও জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মাহাত। সুজয়বাবু বলেন, পুস্তি অঞ্চলে বিজেপির অধিকাংশ লোক এমপির প্রতি ক্ষোভে দল ছাড়লেন। সুশান্তবাবু বলেন, শুধু পঞ্চায়েত মেম্বার নয়, বিজেপির সংগঠনের নেতা ও সাধারণ কর্মীরাও দল ছাড়ছেন এদিনের যোগদানে তাই প্রমাণিত হল। এছাড়া এদিন কাশিপুরের বিধায়ক স্বপন বেলথরিয়ার নেতৃত্বে প্রায় ১৫০ পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়।