শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:৩৯
Logo
এই মুহূর্তে ::
মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত ওয়াকফ হিংসার জের কি মুর্শিদাবাদেই থেমে গিয়েছে : তপন মল্লিক চৌধুরী এক বাগদি মেয়ের লড়াই : দিলীপ মজুমদার এই সেনসরশিপের পিছনে কি মতাদর্শ থাকতে পারে : কল্পনা পাণ্ডে শিব কম্যুনিস্ট, বিষ্ণু ক্যাপিটেলিস্ট : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ‘গায়ন’ থেকেই গাজন শব্দের সৃষ্টি : অসিত দাস কালাপুষ্প : মোহন গঙ্গোপাধ্যায় পয়লা বৈশাখ থেকে শুরু হোক বাঙালি-অস্মিতার প্রচারযাত্রা : দিলীপ মজুমদার মাইহার ঘরানার সম্রাট আলি আকবর খান (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত পেজফোর-এর নববর্ষ বিশেষ সংখ্যা ১৪৩২ প্রকাশিত হল সিন্ধিভাষায় দ্রাবিড় শব্দের ব্যবহার : অসিত দাস সিন্ধুসভ্যতার জীবজগতের গতিপ্রকৃতির মোটিফ : অসিত দাস হনুমান জয়ন্তীতে নিবেদন করুন ভগবানের প্রিয় নৈবেদ্য : রিঙ্কি সামন্ত গল্প লেখার গল্প : হাসান আজিজুল হক ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (শেষ পর্ব) : জমিল সৈয়দ চড়কপূজা কি আসলে ছিল চণ্ডকপূজা : অসিত দাস অরুণাচলের আপাতিনি : নন্দিনী অধিকারী ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (সপ্তম পর্ব) : জমিল সৈয়দ শাহরিয়ার কবিরকে মুক্তি দিন : লুৎফর রহমান রিটন ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (ষষ্ঠ পর্ব) : জমিল সৈয়দ ওয়াকফ সংশোধনী আইন এই সরকারের চরম মুসলিম বিরোধী পদক্ষেপ : তপন মল্লিক চৌধুরী ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (পঞ্চম পর্ব) : জমিল সৈয়দ যশোধরা — এক উপেক্ষিতা নারীর বিবর্তন আখ্যান : সসীমকুমার বাড়ৈ কলকাতার কাঁচাভেড়া-খেকো ফকির ও গড়ের মাঠ : অসিত দাস ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (চতুর্থ পর্ব) : জমিল সৈয়দ রামনবমী পালন এবং হুগলী চুঁচুড়ার শ্রীরামমন্দির : রিঙ্কি সামন্ত ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (তৃতীয় পর্ব) : জমিল সৈয়দ মিয়ানমারে ভূমিকম্প — প্রতিবেশী দেশের জনগণের পাশে বাংলাদেশ : হাসান মোঃ শামসুদ্দীন ওড়িশার হীরক ত্রিভুজ : ললিতগিরি, উদয়গিরি ও রত্নগিরি (দ্বিতীয় পর্ব) : জমিল সৈয়দ হুমায়ুন-এক স্মৃতি-এক আলাপ : মৈত্রেয়ী ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩২-এর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

মালবাণকে ছুঁয়ে রূপোলী সমুদ্রসৈকতে : নন্দিনী অধিকরী

নন্দিনী অধিকরী / ৫৯০ জন পড়েছেন
আপডেট শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

কৃষ্ণর কালো ছিপছিপে শরীর রোদের আভায় উজ্জ্বলতর। কপালের সাদা তিলকটি যেন তার শিরোভূষণ। তার অনিন্দ্যসুন্দর রূপটি তাকে সবার থেকে আলাদা করে দেয়। এই কৃষ্ণবর্ণ ঘোড়াটি তার প্রভুরও বড্ড প্রিয়।

পশমের মত তার নরম কেশরে আদর করে হাত বুলিয়ে কৃষ্ণর পিঠে বসলেন তার প্রভু। উচ্চতায় ছোটো হলেও তিনি যথেষ্ট বলবান। তাঁর উন্নতনাসা। বুদ্ধিদীপ্ত আয়তাকার চোখে যেন অনেক স্বপ্নের ভীড়। লাল রঙের ফেটা বা পাগড়িতে তাঁর মস্তক আবৃত। কানে কুন্ডল। কপালে মহাদেবের ত্রিপুন্ড তিলক। দাড়িগোঁফের ফাঁক দিয়েও দেখা যায় তার বলিষ্ঠ চিবুকে দৃঢ়তার চিহ্ন। একটি হাত তাঁর কোমরে গোঁজা তলোয়ার ভবানীকে শক্তভাবে ধরে আছে। অন্য হাতে তিনি ধরে আছেন প্রিয় ঘোড়া কৃষ্ণের লাগাম। তিনি একজন সেনানায়ক। চলেছেন মহারাষ্ট্রের একটি তালুক মালবাণের পথ ধরে। তাঁর ভক্তরা তাঁকে মহারাজ বলে ডাকে। তিনি শিবাজী মহারাজ।

মহারাষ্ট্রে কোঙ্কণের গা ঘেঁষে ছোট্টো একটি তালুক মালবাণ। ছোটো বলেই তার অস্তিত্ব আলাদা করে টের পাওয়া যায় না। তবে রঙ ও রূপের পশরা সাজিয়ে সে বসে থাকে। আকাশের ছায়া যখন আরব সাগরের জলে পড়ে তখন সে নীলাম্বর। পাথুরে তটে ধাক্কা খেয়ে সেই নীলাম্বরে সফেন, সাদা পাড়ের নক্সা ফুটে ওঠে। সমুদ্রের মাঝে জেগে ওঠে চর। ভেসে থাকে দ্বীপ। সেই দ্বীপে হাপুস আম, কাঁঠাল, নারকেল, সুপুরি, কাজুগাছের ছায়াভরা জেলেদের গ্রাম।

আরব সাগরের বুকে জেগে ওঠা এমনি এক সুন্দর দ্বীপ খুরতে। সেখানে শিবাজী এক দুর্গ বানিয়েছেন। উদ্দেশ্য সাগর থেকে ভেসে আসা শত্রু আর প্রতিবেশী প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করা। এই দুর্গের প্রবেশদ্বার বাইরে থেকে চিহ্নিত করার উপায় নেই। এমনি তার কারিগরি। তাও যদি সশস্ত্রবাহিনী দুর্গে অতর্কিতে প্রবেশ করে, প্রধান ফটকের মাথার ছিদ্র থেকে ফুটন্ত গরম তেলে তাদের শরীর জ্বালিয়ে দেওয়া হয়।

এই দুর্গের রক্ষক এবং নৌসেনা বাহিনীও যথেষ্ট দক্ষ। সেনানায়কের একটি ইশারায় গুড়াপ, তারান্ডে, পাল, শিবাদের মত কত শত রণতরী সাগরের বুকে ঝাঁপিয়ে পড়ে।

শিবাজীর আঈ জীজাবাঈয়ের ইচ্ছেয় সমুদ্রের বুকে জেগে ওঠা এই শক্তপোক্ত গঢ়ের নাম সিন্ধুদুর্গ। এই দুর্গ তৈরির শ্রেয় সম্পূর্ণ জীজাবাঈয়ের প্রাপ্য। শিবাজী যখন তার প্রধান শত্রু আওরঙ্গজেবের কারাগারে বন্দী ছিলেন, তখন জীজাবাঈয়ের তত্বাবধানে সিন্ধুদুর্গ গড়ে উঠেছে।

তবু কি নিস্তার আছে? হিন্দুস্থানের মশলার সুগন্ধ পেয়ে কোন সুদূর সাগর পেরিয়ে ফিরঙ্গীরা আসছে তাদের বাণিজ্য তরী নিয়ে। তাদের আটকানো যাচ্ছে না। ভেঙ্গুর্লায় পোর্তুগীজরা একটি গুদামঘর বানিয়েছে, সঙ্গে একটি বন্দর। সেই আড়ৎঘরে তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা শুকনো মশলা, কাজু, কোকম, মাছের আচার আরো কত কি ভরে রাখে। সে সব পশরা নিয়ে তারা বাণিজ্যতরী ভাসায় আরব সাগরের কালো জলে।

ছোটো বড় এমন কত ইতিহাস জড়িয়ে আছে সাগরবেষ্টিত মহারাষ্ট্রের দক্ষিণ প্রান্তের সিন্ধুদুর্গ, মালবাণে। উৎসাহী পর্যটক সেসবের সন্ধানে ঘুরে বেড়ায়। পোর্তুগীজদের ব্যস্ত বন্দর ভেঙ্গুর্লায় এখন জেলেদের আধিপত্য। বিকেল হতে না হতেই তারা দলবেঁধে নানারঙের জাল নিয়ে পাড়ি দেয় মাঝ সমুদ্রে। ভোরবেলা মেছুনিদের হাতে জলের রূপোলী শস্য তুলে দিয়ে তবে তাদের ছুটি। মাথায় ফুলের বেণী, কানে বুগড়ী পরা বাঈদের কলকাকলিতে মাছের বাজার এরপর সরগরম।

আধাঘুমন্ত, শান্তশহরের বুকে মানসীশ্বর মন্দির। বাড়ি থেকে উসল পাও, মিশল পাও বা বড়াপাও খেয়ে মন্দিরের থানে মাথা ঠেকিয়ে সবাই যে যার কাজে যায়। মন্দিরে বিগ্রহ নেই। মনোকামনা পূর্ণ হলে পূজাবেদীতে রঙিন পতাকা পুঁতে দিয়ে যায় ভক্তরা। সবুজ ঘোমটা পরা এই ছোটো শহরেই ‘থ্রী অফ আসে’ (three of us)-র শেফালি ছায়া তার অতীত খুঁজতে আসে।

আমরা তারকালির রূপোলী সমুদ্রসৈকতে সূর্যাস্ত দেখে মুগ্ধ হই। ওয়াটার স্পোর্টসের উত্তেজনা আর রোমাঞ্চে চেঁচিয়ে ওঠে কিছু মানুষ। নাতনি এলা বালি দিয়ে ঘর বানায়। ব্যাক ওয়াটারে নৌকা চালিয়ে মাঝি আমাদের কারলি নদী আর সমুদ্রের সঙ্গম দেখাতে নিয়ে যায়। পথে দেখতে দেখতে যাই রাবলনাথ, বিঠঠল, ভবানী মন্দির। প্যাগোডার মত কাঠের মন্দিরে অচেনা সব দেবদেবীরা বিরাজ করেন। সমুদ্রের নীল আর বনের সবুজ পেরোতেই বিস্তীর্ণ, নির্জন মালভূমি। বর্ষার আদরে তখনো তাতে সবুজ ঘাসের চিহ্ন লেগে আছে। বৃষ্টি বন্ধ হলেই আবার তার শুষ্ক-রুক্ষ দিন যাপনে ফেরা।

হোম স্টের বাগানে কাঠবেড়ালি কোকোফল খায়। ছোট্ট খালের ওপর কাঠের নড়বড়ে সাঁকো দিয়ে আমরা পারাপার করি। খালের স্বচ্ছ জলে চুনো মাছ, ব্যাঙাচি সাঁতরায়। মাটির উনোনে মাহেশ্বরী আমাদের জন্যে রান্না করে ভরওয়া ম্যাকারেল, সুজির পরত দেওয়া কাঁচকলা ভাজা, শোলকড়ী, নারকেল দুধে সেমাইয়ের পায়েস, হলুদ পাতায় ভাপানো সুজি আর শসার হালুয়া, আরো কত অপূর্ব সব মালবাণি পদ। রান্না শেষ হলে নিভন্ত উনোনের ওমের আরামে চোখ বুজে বসে থাকে পায়ে পায়ে ঘোরা মেনি বেড়াল।

সরলা, কামিনীরা বলে তাদের এই শান্ত নিস্তরঙ্গ জীবন এমনিই বয়ে যায়। তাতে দুঃখবোধ বিশেষ নেই। তবে তাদের ছেলেপুলেরা আর গ্রামমুখো হয় না। কাজের খোঁজে তারা পৌঁছে গেছে মুম্বাই। সে মায়ানগরীর মায়ায় তারা ভুলতে বসেছে গ্রামের পথঘাট, নিজের ঘরবাড়ি-উঠোন, মা-বাবার অপত্যস্নেহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন