রথের দিন সন্ধ্যাবেলা তিনমাস মন্দির বন্ধ থাকার পর ৪৫ মিনিটের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া দেওয়া হয়েছিল ভক্তদের জন্য। আজ ২৫ জুন থেকে সমান্তরালভাবে তারকেশ্বর মন্দিরের দরজা পুরোপুরিভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে। দু-দফায় খোলা থাকবে মন্দিরের দরজা। প্রথম দফায় সকাল ৬টা থেকে ৯.৩০ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১১টা থেকে ১টা পর্যন্ত।
আজ তারকশ্বের থানার আধিকারিক, পৌরসভায় প্রশাসক-সহ বিভিন্ন পক্ষের সাথে আলোচনার পর এই সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের মহন্ত মহারাজ। স্বাস্থ্য বিধির সমস্ত সরকারী নিয়ম মেনে চলা হবে। ভক্তদের মাস্ক পড়ে মন্দিরে প্রবেশ করতে হবে। এবং মন্দিরের চারটি গেটেই স্যানিটাইজার মেশিন বসানো হবে। তবে আগামী কাল মন্দিরের তিনটি গেট খোলা হবে। গর্ভগৃহে প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। চোঙের মাধ্যমে জল ঢালতে হবে ভক্তদের।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার