আজ ৫ মে। রঘুনাথ মুর্মুর জন্মদিন। আদিবাসী সাঁওতাল সমাজের কিংবদন্তী এই সমাজ নেতা অলচিকি ভাষার উদ্ভাবক। সাঁওতালি ভাষাকে বিশেষ মর্যাদা আগেই দিয়েছে রাজ্য সরকার৷ এমনকি পঠন-পাঠন চালু থেকে মাধ্যমিকে অন্তর্ভুক্তি হয়েছে এই ভাষা৷ ভাষার বিকাশ যাতে স্লথ না হয়ে যায় তার জন্য পৃথক পরিষদও গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকি মুখ্যমন্ত্রীর উদ্যোগে পণ্ডিত রঘুনাথ মুর্মুর সমস্ত বই প্রকাশ করছে পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি৷
২০০৩ সালের ২২ ডিসেম্বর সাঁওতালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত করা হয়৷ সাঁওতালি ভাষা সংবিধানের অন্তর্ভুক্ত হওয়ার পরে সাঁওতালি ভাষা একাডেমি গঠিত হয়েছে। ভাষার বিকাশে অনুবাদ সাহিত্য, শিশু সাহিত্য, স্মৃতি পুরস্কার ইত্যাদি চালু হয়েছে৷ সাঁওতালি ভাষার প্রসারে অনুবাদ সাহিত্যের উপর আরও বেশি গুরুত্ব বাড়ানো হয়েছে রাজ্যের তরফে৷
আজকের দিনেই ১৯০৫ সালে ওডিশার ময়ূরভঞ্জে জন্মগ্রহণ করেন রঘুনাথ মুর্মু। জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বনামধন্য ভাষাতত্ত্ববিদ, লেখক ও অলচিকি ভাষার প্রবর্তক রঘুনাথ মুর্মুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভানেত্রী বীরবাহা সোরেন ও তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দেবনাথ হাঁসদা।
অলচিকি হরফের জনক পন্ডিত রঘুনাথ মুর্মু সম্বন্ধে কি বললেন বীরবাহা সোরেন
অলচিকি হরফের জনক পন্ডিত রঘুনাথ মুর্মু সম্বন্ধে কি বললেন দেবনাথ হাঁসদা