রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৭
Logo
এই মুহূর্তে ::
চর্যাপদে সমাজচিত্র : নুরুল আমিন রোকন বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (শেষ পর্ব) : আবদুশ শাকুর ‘প্রাগৈতিহাসিক’-এর অনন্য লেখক মানিক : ফয়জুল লতিফ চৌধুরী বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (একাদশ পর্ব) : আবদুশ শাকুর ভেটকি থেকে ইলিশ, চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, হুগলির মাছের মেলায় শুধুই মাছ : রিঙ্কি সামন্ত দিল্লি বিধানসভায় কি বিজেপির হারের পুনরাবৃত্তি ঘটবে : তপন মল্লিক চৌধুরী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাখাইন — বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ও সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (দশম পর্ব) : আবদুশ শাকুর রামলোচন ঠাকুর ও তৎকালীন বঙ্গসংস্কৃতি : অসিত দাস দধি সংক্রান্তি ব্রত : রিঙ্কি সামন্ত বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (নবম পর্ব) : আবদুশ শাকুর সপ্তাহে একদিন উপবাস করা স্বাস্থ্যের পক্ষে ভালো : অনুপম পাল অলোকরঞ্জন দাশগুপ্ত’র ভাষা : ড. হান্স্ হার্ডার সবগুলো গল্পেই বিজয়ার নিজস্ব সিগনেচার স্টাইলের ছাপ রয়েছে : ড. শ্যামলী কর ভাওয়াল কচুর কচকচানি : রিঙ্কি সামন্ত বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (অষ্টম পর্ব) : আবদুশ শাকুর রামলোচন ঠাকুরের উইল ও দ্বারকানাথের ধনপ্রাপ্তি : অসিত দাস বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (সপ্তম পর্ব) : আবদুশ শাকুর যে শিক্ষকের অভাবে ‘বিবেক’ জাগ্রত হয় না : মৈত্রেয়ী ব্যানার্জী ভিয়েতনামের গল্প (সপ্তম পর্ব) : বিজয়া দেব বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (ষষ্ঠ পর্ব) : আবদুশ শাকুর দিল্লি বিধানসভা ভোটেই নিশ্চিত হচ্ছে বিজেপি বিরোধি জোটের ভাঙন : তপন মল্লিক চৌধুরী দ্বারকানাথ ঠাকুরের গানের চর্চা : অসিত দাস মমতা বললেন, এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দুষ্টচক্র হু জানাল চিন্তা নেই : মোহন গঙ্গোপাধ্যায় বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (পঞ্চম পর্ব) : আবদুশ শাকুর পৌষ পুত্রদা একাদশী : রিঙ্কি সামন্ত বাংলা গান থাকুক সহৃদয়-হৃদয়-সংবাদী (চতুর্থ পর্ব) : আবদুশ শাকুর জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দুর্গাপূজায় কবিগান ও যাত্রার আসর : অসিত দাস সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘ঋতুমতী হওয়ার প্রার্থনা’ সামাজিক মনস্তত্ত্বের প্রতিফলনে সিনেমা : সায়র ব্যানার্জী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা আন্তরিক শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

নিয়ম নীতি আচারে লক্ষ্মী পূজার তোড়জোড় : রিঙ্কি সামন্ত

রিঙ্কি সামন্ত / ২৯৮ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

আশ্বিন মাসের দেবীপক্ষের শেষ দিন কোজাগরী লক্ষ্মী পূজা। কোজাগরী শব্দটির ব্যুৎপত্তিগত বাংলা অর্থ হলো ‘কে জাগে’। প্রচলিত বিশ্বাস, কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর মর্ত্যে আসেন তার ভক্তদের সম্পদ, সৌভাগ্য প্রদান করতে। এই তিথিতে যারা রাত জেগে দেবীর আরাধনা করেন, তাঁরাই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান।

মহিমা ও অভ্যুদয়ের প্রতীক রূপে ইনি পূজিতা।সৌভাগ্য দেবীরূপে বিশ্বকে স্নিগ্ধ দৃষ্টিতে লক্ষ্য করেন বলেই তিনি লক্ষ্মী।সোনার মতো গায়ের রং আর হাতে ধানের শিষ ও ঝাঁপি। দেবীগণের মধ্যে তিনি হলেন মহতী তাই তার নাম মহালক্ষী। ইনি স্বত্ত্বগুনময়ী। এই মহালক্ষীর আবার দুই রূপ। ভূদেবী ও শ্রীদেবী। ভূদেবী হলেন অপরম প্রকৃতি এবং শ্রীদেবী হলেন পরম প্রকৃতি। দুই একত্রে মহালক্ষ্মী।

লক্ষ্মী শব্দটি প্রথম পাওয়া যায় ঋকবেদে। এখানে তিনি সুন্দর পবিত্র ও সততার প্রতীক। তিনি পদ্মস্থিতা, হিরন্যবর্ণম, অলংকারাবৃতা, সবর্ণা। তিনি বরাভয়দায়িনী। ধরিত্রী দেবী বসুন্ধরার সঙ্গে লক্ষ্মী দেবীর এক সুন্দর সাযুজ্য দেখেছেন প্রাচীন শাস্ত্রকারেরা। তাই শস্য লক্ষ্মীর রূপে লক্ষী বন্দনার মূল সার্থকতা। ধানের অধিষ্ঠাত্রী দেবী হলেন স্বয়ং লক্ষী। তাকে জগতে প্রাণরক্ষাকারিনী হিসেবে পূজা করা হয়। তার কাছে আমরা অর্থ ও ধন সম্পদ কামনা করে থাকি। মনে রাখা দরকার শুধুমাত্র অর্থই সম্পদ নয়, চরিত্রবল হলো মানুষের মহাসম্পদ। চরিত্রধন বিনা সম্পদ ভয়াবহ রূপ ধারণ করে। যার টাকা পয়সা নেই সে যেমন লক্ষীহীন, আর যার চরিত্র ধন নেই সে একেবারে লক্ষীছাড়া।

বিষ্ণুপুরানে দেখা যায় যে লক্ষী ও অলক্ষী দুই বোন। তারা হলেন ভৃগুর কন্যা। লক্ষী সৌন্দর্য ও সৌভাগ্যের প্রতিক আর অলক্ষী যাবতীয় অশুভ ও দুর্ভাগ্যের প্রতিক। লক্ষ্মীকে শক্তির অংশ বলা হয় কোথাও তিনি দ্বিভূজা, কোথাও চতুর্ভুজা আবার কোথাও তিনি অষ্টভূজা।লক্ষ্মীর বাহন পেঁচা।

যজুর্বেদে লক্ষ্মীকে বলা হয়েছে মাহি ভূমি দেবী ধাত্রী ও জনযাত্রী। লক্ষ্মীর যেমন বহু নাম আছে তেমনি বহুরূপও রয়েছে। ক্ষীরের সমুদ্র থেকে উদ্ভূত হয়েছিলেন বলে তিনি ক্ষীরোদতনয়া, ধনের অধিষ্ঠাত্রী বলে তিনি ধনদা, পদ্মফুলে তার বাস তিনি পদ্মালয়া, বিষ্ণু স্ত্রী বলে তিনি বিষ্ণুপ্রিয়া।তিনি বিষ্ণুর শক্তিরও উৎস। মহাবিশ্বের সৃষ্টি, সুরক্ষা এবং রূপান্তর করতে বিষ্ণুকে সহায়তা করেন। যখন বিষ্ণু অবতার হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হন, তখন লক্ষ্মী তার সাথে সঙ্গী হিসেবে আসেন।যেমন রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে, লক্ষ্মী সীতা,রাধা রূপে তাঁদের সঙ্গিনী হন। লক্ষ্মীর আটটি বিশিষ্ট প্রকাশ অষ্টলক্ষ্মী, যা সম্পদের আটটি উৎসের প্রতীক।

২০২৪ এর কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি — ১৬ অক্টোবর, বুধবার পড়েছে। পূর্ণিমা তিথি ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৩ মিনিট ৪৫ সেকেন্ডে পড়ছে। তিথি থাকবে ১৭ অক্টোবর সন্ধ্যা ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বুধবার সন্ধে ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে পূর্ণিমা তিথি আরম্ভ। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ। যাঁরা গুপ্তপ্রেস পঞ্জিকা মতে লক্ষ্মীদেবীর আরাধনা করবেন, তাঁরা এই সময়েই পুজো করতে পারবেন।

আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বুধবার রাত ৮টা ৪১ মিনিটে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু। বৃহস্পতিবার বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শেষ।

তিথি অনুযায়ী, কোজাগরী পূর্ণিমায় চাঁদ উঠবে সন্ধ্যা ৫টা ৫ মিনিটে। ওই দিন চন্দ্র মীন ও রোহিণী নক্ষত্রে থাকবে। এ বছর কোজাগরী পূর্ণিমার দিনে রবি যোগ তৈরি হচ্ছে। এটি সকাল ৬:২৩ থেকে গঠিত হচ্ছে, যা সন্ধ্যা ৭:১৮ পর্যন্ত চলবে।

দেবী লক্ষ্মী অল্পেই সন্তুষ্টা। লক্ষ্মী পূজা করার কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত যা লক্ষ্মী পাঁচালী বা শাস্ত্রে বলা আছে। দেবীর মূর্তি স্থাপন করা ছাড়াও সরা বা ঘট বা ঝাঁপিতে পূজা করা যায়। পূজার স্থানটি খুব ভালোভাবে পরিষ্কার করে ধূপ ধুনা জ্বালিয়ে মাকে আহ্বান করতে হয়। লক্ষ্মী পূজার অন্যতম অংশ হলো আলপনা। লক্ষ্মী ব্রতে লক্ষ্মীর পায়ের ছাপ আঁকা হয়, ঘরের দিক করে কারণ মা লক্ষ্মী ঘরে আসবেন এই প্রত্যাশায়। ব্রতী লক্ষ্মীর পা আঁকার সময় ব্রতী বলে : —

আঁকিলাম আলপনা, দূরে ফেলি আবর্জনা।

শুভ শুদ্ধ মন নিয়ে করি তব আরাধনা।

তোমার আশিশে মা যে, সুখে থাকে জনগণ।

একটু ধান আর মাটি ছড়িয়ে তেল-সিঁদুর দিয়ে স্বস্তিকচিহ্ন এঁকে লক্ষ্মীর ঘট স্থাপন করতে হয়। ঘটে বিজোড় সংখ্যার আমপাতা রেখে তাতে একটি কলা বা হরীতকী, দূর্বা, একটি ফুল রাখতে হবে। লাল গোলাপ ও লাল পদ্ম মায়ের প্রিয় ফুল।

লক্ষ্মী পুজোয় ধান ছাড়াও টাকার কয়েন, পান, কড়ি, হলুদ, ঘট, একসরা চাল, আতপ চাল, দই, মধু, ঘি, চিনি, চন্দ্রমালা, পূর্ণপাত্র ও হরিতকী প্রয়োজন হয়। শুদ্ধ মনে শুদ্ধ দেহে নারায়নকে স্মরণ করে, তামার পাত্রে সূর্য দেবতাকে জলঅর্পণ করে পুজো শুরু করা হয়। লক্ষ্মীর পাঁচালী থেকে দেখে মন্ত্র পড়ে পুরোহিত ছাড়াই পুজো করা যায় ঘরেতে। যারা মন্ত্র পড়তে পারবেন না, তাঁরা এক মনে ভক্তি সহকারে মাকে স্মরণ করবেন।

তিন বার পুষ্পাঞ্জলি মন্ত্র বলে অঞ্জলি দিতে হবে। মন্ত্রটি হল —

নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে।

যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।।

লক্ষ্মী পুজোর দিন লাল, গোলাপি, হলুদ ও কমলা রঙের পোশাক পরার পরামর্শ দেন জ্যোতিষীরা। সাদা ও কালো পোশাক পরতে বারণ করেন।

লক্ষ্মী পুজোর দিন কাঁসার থালায় নৈবেদ্য সাজানোর পাশাপাশি কলাপাতাতে ভোগ ও ফল প্রসাদ নিবেদন করা হয়।

দেবী আরাধনায় কাঁসর ঘন্টা বাজাতে নেই,মন্ত্রপাঠের মাধ্যমে পূজা করা হয়। কেবলমাত্র শাঁখ বাঁজাবেন।পুজোর সময় অন্যমনস্ক হতে নেই এবং কথা বলা বারণ। লক্ষীর ঘটে তুলসী পাতা দেবেন না ও লোহার বাসন ব্যবহার করবেন না।

কোজাগরি পূর্ণিমায় চিঁড়ে, সাদা বাতাসা, নারকেল ও দুধ চাঁদের আলোয় বসে খাওয়ার রীতি আছে। এই উৎসবকে, তাই ‘ধবল উৎসব’ও বলা হয়। শুদ্ধ মনে, নির্মল অন্তঃকরণে এই উৎসবের আনন্দের সাথে সাথে জীবনের আনন্দ উপভোগ করতে পারেন যিনি তিনি পূর্ণতা লাভ করেন। সকল দেশেই নানা ভাবে নানা রূপে লক্ষ্মীর পূজা হয়। ভারতে বাঙ্গালীর সঙ্গে মাড়োয়ারি সিন্ধি গুজরাটি প্রভৃতি সম্প্রদায়ের মানুষ লক্ষ্মী পূজা করেন।

উপনিষদে বলা হয়েছে “উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্ নিবোধত” অর্থাৎ ওঠো, জাগো, আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। অনেকেই ওঠেন কিন্তু জাগেন না। ওঠা হল শারীরিক ক্রিয়া আর জাগার মধ্যে মানসিক ও বৌদ্ধিক জাগরণ বোঝায়। শরৎ পূর্ণিমা হল জাগরণের উৎসব, বৈভবের উৎসব, আনন্দ ও উল্লাসের উৎসব।

লক্ষ্মী পূজার উৎসবের মধ্যে নিহিত সুন্দর ভাবটুকু যদি আমরা বুঝতে পারে তবেই আমাদের জীবন আনন্দময়, লক্ষ্মীময় হয়ে উঠবে।।

মা লক্ষ্মীর ধ্যানমন্ত্র —

‘ওঁপাশাক্ষমালিকাম্ভোজ-সৃণিভির্ষাম্য-সৌম্যয়োঃ

পদ্মাসনাস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম্

গৌরবর্ণাংসুরুপাঞ্চসর্বলঙ্কার-ভূষিতাম্

রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন